নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুসলিম বাংলাদেশী। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ ।

নীল বৃষ্টি(রিপন)

আলোর দিশারী

নীল বৃষ্টি(রিপন) › বিস্তারিত পোস্টঃ

আওয়াজে ওয়াজে জর্জরিত।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩


ছিয়ায়ে দান্দান, আশেকে খান্দান,কুতুবে রাব্বানি,মাহবুবে সেবহানি,সারা গায়ে চুলকানী,আন্তর্জাতিক বক্তা,মান্দার গাছের তক্তা ময়লানা ওমুক ইবনে ওমুক বিনতে ওমুক উরুফে আহনে সোনা ওয়াল জামাত এর কেন্দ্রীয় চুলকানী বিষয়ক উপদেষ্টা ।
যার ওয়াজের আওয়াজের সুরে চোখের পানি পা থেকে কপাল পর্যন্ত গড়াবে,কাঁদতে কাঁদতে কালান্ত হয়ে ঘুমিয়ে পড়বে,ফজরের সময় ঘুম ভাঙ্গবে না। এই জাতিয় ওয়াজ দিয়ে স্টেজ কাঁপানো যাবে,কিন্তু জাতির কোন উপকারে আসবেনা ।
আসুন এই জাতীয় ওয়াজ শুনা থেকে বিরত থাকি,ঠান্ডা মাথায়, সময় নিয়ে কুরআন হাদিস অর্থ এবং বিশ্লেষন সহ বুঝে পড়ি,আমল করি । আমীন।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭

ওয়্যারউলফ বলেছেন: আমিন।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

আদম_ বলেছেন: ঠিক।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৬

অবিবাহিত ছেলে বলেছেন: আমার বাসা একটা মাঠের সাথে । সারা বছরই ওয়াছ শুনতে হয় । প্রচলিত ওয়াজের মাত্রাতিক্ত চিল্লাচিল্লি আমার ভালো লাগে না । যারা পরিমিত ভাষা ও টোনে উপদেশ দেন তাদের কথা ভালো লাগে । আর ওয়াজেরেনদের দির্ঘ্য নাম অনেকের হাসির খোরাক ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৯

কাহাফ বলেছেন: দারুণ বললেন তো!

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: :) সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পড়া এবং মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.