![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তাহসান মিথিলার ডিভোর্স "
বর্তমান সময়ে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।
এই সব অনাকাংক্ষিত ঘটনা গুলো আমরা যারা চার পাশে আছি তারা সহজে মেনে নিতে পারিনা। কিন্তু যে এর শিকার সে পুরুষটি কিভাবে মেনে নিবে। তাহসান কি কখনো ভেবেছে কিংবা ভুলেও কল্পনা করেছে এমন হবে । বর্তমানে এটা একটা ট্রাডিশন মর্ডান এবং সংস্কৃতি হয়ে দাড়িয়েছে।
হাউ ফ্যানি ইটস ওকে - নো প্রবলেম "আরে ভালো পাবে।
বাহ দিয়ে দিলো ডিভোর্স !!!
পরিণতি wait and see.... রমণী
২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ।
২| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:১২
প্রোলার্ড বলেছেন: এটা মিডিয়ার জগতে ডাল ভাত । বিয়ে হবার সম্ভাবনা তাহসানের বেশী কারণ সে নিজের চেয়ে নিচের স্ট্যাটাসে নামতে পারবে (ইনফ্যাক্ট এটা ছেলেরাই পারে)। মিথিলার পক্ষে সেটার সম্ভবনা কম (মেয়েরা কখনই নিজের স্ট্যাটাসের নিচে বিয়ে করে না)। তাহসানের চেয়ে বেটার পাত্র সে পাবে না (অন্তত বাংলাদেশে)।
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: হুম হতে পারে,ওদের ব্যাপারটা আমার ক্লিয়ার জানা নেই,তাই ওদের নিয়ে তেমন মন্তব্য করতে চাই না। তবে যেটা বলতে চাই বাংলাদেশে এখন ডিভোর্স এর ধুম পড়েছে।কোন এক সময় তালাক দিলেও মেয়েরা স্বামীর ঘর ছাড়তে চাইতো না,আর এখন ....হুমমমম। মেয়েরা এটাকে অনেক গৌরভ মনে করে। তবে এর পরিণতি কি ভয়াবহ তা ২য় স্বামীর কাছে গেলেই আশা করি টের পাবে। তবে ১ম স্বামীর যদি একাধিক প্যাবলেম থেকে থাকে সেটা ভিন্ন ব্যাপার। সে ক্ষেত্রে এমন হতে পারে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
ঐতিহাসিক এনালাইসিস!