নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুসলিম বাংলাদেশী। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ ।

নীল বৃষ্টি(রিপন)

আলোর দিশারী

নীল বৃষ্টি(রিপন) › বিস্তারিত পোস্টঃ

প্রাঙ্ক এর নামে এইসব কি?

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৭


বোবা প্রাঙ্ক, অন্ধ প্রাঙ্ক, ভিক্ষুক প্রাঙ্ক, লুঙ্গি প্রাঙ্ক,সেলুন প্রাঙ্ক,সাপ প্রাঙ্ক, রিংটোন প্রাঙ্ক,পুলিশ প্রাঙ্ক,বোমা প্রাঙ্ক, প্রপোজ প্রাঙ্ক, টয়লেট প্রাঙ্ক, সেম্পু প্রাঙ্ক ইত্যাদি ইত্যাদি। মানুষকে বোকা বানিয়ে মজা নেওয়ার আরেক নাম প্রাঙ্ক। আর এইভাবে প্রাঙ্ক চলতে থাকলে রিয়েলকে মানুষ প্রাঙ্ক মনে করবে। কেউ কারো বিপদে এগিয়ে আসবে না। প্রাঙ্ক বানাও কিন্তু বোবা,পঙ্গু,অন্ধ,ভিক্ষুক এই জাতীয় প্রাঙ্ক বানানো কি উচিৎ হচেছ ? আর আমরা কি বুঝে এই ইউটিউব চ্যানেল গুলো লাইক,কমেন্টস, শেয়ার করতেছি !!!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১৭

মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: খুব বেশি পরিমান প্রাঙ্ক ভিডিও বানাচছে মানুযজন। এটা ঠিক নয় বলে আমি মনে করি।

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: প্রাঙ্কটা কোন বিষয়ে বানাচ্ছে ,মজা দিতে গিয়ে কারো ক্ষতি হচ্ছে কি না, এই সবকিছু অবশ্যই দেখতে হবে।

২| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:০৫

জাহিদ হাসান বলেছেন: এরা প্রাঙ্কমারানি !
এদের যতই জুতা মারেন, এদের লজ্জা হবে না।

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: বিবেক বলে কিছু থাকলে জুতা মারতে হয় না।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক সময় সবাই যখন প্যাঁদানি দেয়া শুরু করবে তখন এরা থামবে। অলরেডি কোর্ট থেকে রায় এসেছে এসব বন্ধ করার। সামাজিক ভাবে এদের বয়কট করা উচিত। যারা এসব করছে তাদের সাথে বন্ধুত্ব রাখা উচিত না...

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: হুম এই সুনিদিষ্ট বিধি-নিষেধ থাকা ধরকার। ধন্যবাদ,মন্তব্য এবং তথ্যের জন্য।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪০

জগতারন বলেছেন:
এ দের বলতে হয়ঃ
জুতা খাওয়ার আগে পালা।
নইলে কানের নীচে সোজা চটকানা দিয়া কিন্তু আরম্ভ করলাম।

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: হাহাহা সবাইকে আল্লাহ সঠিক বুঝ দান করুক।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৫

আবু তালেব শেখ বলেছেন: মারের নাম বাবাজি ভুত পলাবে ডরে।। বাংলা প্রবাদ। ওদের আখোড়োনো বাশ দিতে হবে

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: হাহাহা ।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪১

হাঙ্গামা বলেছেন: এগুলারে বাপ মা জন্ম দিয়া ছাইড়া দিসে। এরপর আর খোজ খবর রাখে না কে কি করে?

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: এই ভাবে বলা ঠিক না ভাই। আসলে ওরা মজা করতে করতে কোন পর্যায় চলে গেছে নিজেরাও জানেনা।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: এই সব ছেলে মেয়েরা যদি এই রকম ফালতু বিষয় নিয়ে মেতে থাকে-
তাহলে তাদের দ্বারা সমাজ কি পাবে?

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: তা ঠিক। একটু পপুলার হওয়ার জন্য লাইক কমেন্টস পাওয়ার জন্য তারা তাদের গুরুত্বপূর্ন সময় নষ্ট করতেছে।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

কামরুননাহার কলি বলেছেন: এদের খেয়েদেয়ে কাজ নাই তো কি আর করবে । ভালো কাজে এদের মতো হাবুলদের সমাজে কখনোই পাবেন না দেখবেন।

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ। আসলে আমরা এদের ভুল গুলো ধরিয়ে না দিয়ে এদের লাইক কমেন্টস করে উৎসাহ দিয়,ভুল ওরা যেমন করতেছে আমরাও করতেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.