![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের প্রথম পরিচয় হয় ২০০৮ সালে ফোকাস কম্পিউটারে (স্কুল মার্কেট-দাগনভূঞা) জনাব নাজমুল হুদা স্যারের মাধ্যমে তার পর গ্লোবাল কম্পিউটার, সিস্টেক কম্পিউটার ইনস্টিটিউট অব টেকনোলজি (মহিফাল প্লাজা-ফেনী, ফেনী গ্রাফিক্স (ফেনী), যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রে (ফ্রার্ম গেট-ঢাকা) খুব ভালো সময় কাটে আমাদের। তারপর জীবিকার তাগিদে শুরু হয় কর্ম জীবন । ব্লু-রেইন অনলাইন (ধানমন্ডি-৩২,ঢাকা), নুহা এন্ড ব্রাদার্স-সওদাগর (চৌধুরী হাট রোড-দাগনভূঞা), জাগরণ সুপার সপ (ইসহাক শপিং কমপ্লেক্স-দাগনভূঞা), লন্ডনী সুপার মার্কেট (ফাজিলের ঘাট রোড-দাগনভূঞা), গার্লপ রিডম মোবাইল এন্ড ইলেক্ট্রনিক্স (নাজমা- কাতার), হোয়াইট সেএ সেন্টার টাইপিং এন্ড হুকুমীতে (মাইজার-কাতার)চলে জীবন যুদ্ধ কিন্তু আমাদের বন্ধুত্ব আগের মতই। আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি না আমি তাকে ছাড়তে পারছি না সে আমাকে ছেড়েছে। সব সময় ও আমার সাথেই ছিল, সুখ-দুঃখ সব ওর সাথে শেয়ার করেছি। ও আচ্ছা সরি ওর সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না, ও হচ্ছে আমার বন্ধু কম্পিউটার,আমার খুব ভালো ব্ন্ধু, আমি ওর সম্পর্কে তেমন কিছু জানি না,তবে যতই ওর সাথে চলছি ততই মুগ্ধ হচ্ছি। বেঁচে থাকুক আমাদের বন্ধুত্ব। অনেকে কথাগুলো আবেগ বলতে পারেন,তবে এটাই আমার ছোট্র জীবনের মধ্যবিত্তের বাস্তবতা।
My best friend Computer.
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২
কালীদাস বলেছেন: হা হা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ কমেন্টস এর জন্য যদিও তা হাসির রিএক্ট ছিল।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: রক্ত মাংসের মানুষের চেয়ে কম্পিউটার ই ভালো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: হুম ঠিক বলেছেন, অন্তত বেইমানি করে না।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৫
আহমেদ জী এস বলেছেন: নীল বৃষ্টি(রিপন) ,
ভালো লিখেছেন ।
রাজীব নুর এর সাথে সহমত ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবান।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১
ধ্রুবনীল হায়দার বলেছেন: আপনার বাড়ি দাগনভূইয়ার কোন ইউনিয়নে ?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ৩ নং ওয়ার্ড,বেতুয়া। আপনার ?
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮
আখেনাটেন বলেছেন: এত চমৎকার মধ্যবিত্তের বাস্তবতা পড়ে যারপরনাই খুশি হলুম। এত গভীর মধ্যবিত্ত বন্ধুত্ব!
অসাধারণ! অসাধারণ!
মারাত্মক গদ্য কবিতা পোস্টের জন্য অশেষ শুভকামনা কবিবর!!!!!!!!++++++++++++