![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাহামুদুর রহমান একজন সাংবাদিক ও একজন সম্পাদক, তার সুস্থ্যতা কামনা করছি। আদালতের সামনে একজন সাংবাদিক সর্বপরি সম্পাদকের উপর এমন নেক্কারজনক হামলা, মেনে নেয়া যায়না। ধীক্কার জানাই এ সমাজ ব্যাবস্থাকে।
২| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
বিদ্যুৎ বলেছেন, " এই রক্ত বৃথা যাবেনা। ওরা ক্ষমতার দাপটে ভুলে গেছে রক্তের বদলা রক্ত দিয়েই শোধ করতে হয়। "
-আপনিই সঠিক, সেটাই ঘটছে; ২ পক্ষের মাঝে পার্থক্য হচ্ছে, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে।
৩| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৭
এখওয়ানআখী বলেছেন: রাজনীতি এমনই। যখন যার তখন তার
২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: ধন্যবাদ, ঠিক বলেছেন।
৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: দুনিয়ায় তাবৎ ক্ষমতাবানরা, স্বৈরাচারী ফ্যাসিস্টরা ক্ষমতাচ্যুত হইছেন, অন্তত মরণের সাক্ষাৎ পাইছেন। রাজনীতি যাই করেন আপনারেও মরতে হইবে। তাই
আপনার মতের উপ্রে ভর কইরা যখন তখন যাকে খুশি তাকে আপনি মাইরেন না, জেল ফাঁসি দিয়েন না। অত্যাচার অবিচার, দখলদারি আধিপত্যগিরি কইরেন না। কারণ আপনি মানুষের বাচ্চা। সেইটাই ভাবেন। আপনি নশ্বর, ক্ষমতা নশ্বর, দিনদুনিয়াদারি নশ্বর। শেষ আছে।
৫| ২৩ শে জুলাই, ২০১৮ ভোর ৫:০৩
উদাসী স্বপ্ন বলেছেন: শেয়ার বাজারের এই চোর যা করছে তার জন্য একে হত্যা করলেও সে ক্ষতি সাড়ানো যাবে না
৬| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৭:০২
হাইজেনবার্গ ০৬ বলেছেন: @উদাসী: উনি শেয়ার বাজারে কি করছেন আপনি কি একটু বলবেন?আমি কখনো শেয়ার বাজারের সাথে তাঁর নামে কিছু কখনো পড়িনি।উনি চোর হয়ে থাকলে আইন বিচার করবে, ছাত্রলীগ শু*রের বাচ্চাদের এমন বিচার বহির্ভূত আচরন সমর্থন করেন কিভাবে? মানুষ আছেন না স্যডিস্ট হয়া গেছেন?
২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: সত্যি আমিও কিন্তু উনার শেয়ার বাজারের সাথে সম্পৃক্ততার কোন খবর পাইনি।
৭| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩
হাঙ্গামা বলেছেন: মেরে চাপাচুপা ভাইঙ্গা দেয়া সমর্থন করি না।
তবে এই হারামজাদাকে আমি বড়ই অপছন্দ করি।
ও কিসের সাংবাদিক?? সাংবাদিকতার কত বড় ডিগ্রী ওর গলায় ঝুলে?
বাটপার হারামির ছাও।
৮| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২
আরাহান বলেছেন: শালায় আমার দেশ পত্রিকার মালিক হইছে কিভাবে? আবার রক্তাক্ত বাংলাদেশ - এই হারামীর জন্য বাংলাদেশের খেয়ে দেয়ে কাজ নাই। যারা আক্রমন করেছে তারা তাদের মনের ঝাল মিটিয়েছে, তবে পুলিশ তথা সরকারের তাকে নিরাপত্তা দেয়া উচিত ছিল।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৮
বিদ্যুৎ বলেছেন: এই রক্ত বৃথা যাবেনা। ওরা ক্ষমতার দাপটে ভুলে গেছে রক্তের বদলা রক্ত দিয়েই শোধ করতে হয়।