![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা নেতার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে বেশি আগ্রহী তারাই কিন্তু নিজেকে দলের / নেতার বিশ্বস্ত লোক প্রমাণ করতে গিয়ে অন্যায় ভাবে বিনা অপরাধে অন্যের উপর আঘাত করে। আর তাদের দ্বারা দল বেশি ক্ষতিগ্রস্ত হয় ।
তাই দলে দলে আগাছা/পরগাছাদের দলে যোগদান না করিয়ে কিংবা কাউকে জোরপূর্বক দলে না এনে তৃণমূল থেকে দলের লক্ষ্য উদ্দেশ্য বুঝে পরিশ্রম করে সততার সহিত নিজেকে যোগ্য নেতা হিসেবে প্রমাণ করেছে তাদের মূল্যায়ন করুন । তারা আর যাই করুক অন্তত রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার স্বপ্ন দেখবে না।
নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা, নেতার প্রসংসায় পঞ্চমুখ হওয়া, নেতাকে মাথায় তুলে নাচা এই সব আলগা পিরিত কখনো একটি দলের জন্য শুভ লক্ষণ নয়।
তবে একমাত্র ছাত্রশিবির এর উর্ধে বলে আমি মনে করি। কেন্দ্রীয় নেতার সাথে ছবি তোলার কোন আগ্রহ দেখি না। নেতা কি বলে মনোযোগ দিয়ে শুনে নোট করে। তারা জানে জামায়াত-শিবির এর কোন নেতার ছবি শো করে চাঁদাবাজি টেন্ডারবাজি করা যায় না। আর এটাই ছাত্রশিবিরের সাথে অন্যান্য দলের পার্থক্য দেখি।
©somewhere in net ltd.