নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহেনা যাতনা দিবস রজনী

বদিউজ্জামান মিলন

আমি একজন খেটে খাওয়া শ্রমিক। রবীন্দ্রনাথ আমার গুরু। উনার কবিতা, ছোটগল্প, উপন্যাস, গান আমার দারুণ প্রিয়। আমি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করছি। বেড়ানো আমার শখ, শখটা এখন ঘুমানোতে ডাইভার্ট হয়ে গেছে। খেলা দেখার নেশাটা ছাড়তে পারি নি এখনও......

বদিউজ্জামান মিলন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার জার্সি, জার্সিতে ভালোবাসা

০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

বিশ্বের বিভিন্ন দেশের টাকা জমানো তাঁর শখ। ইদানীং শখের তালিকায় যোগ হয়েছে আরেকটি বিষয়—জার্সি সংগ্রহ। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আমজাদ হোসেন মজনুর এই শখ পেয়েছে নতুন মাত্রা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের স্টাইল স্পোর্টসের মালিক নিজে একজন ক্রীড়াসামগ্রী বিক্রেতা। বিশ্বকাপ সামনে রেখে তাঁর দোকানে চলছে সমানে জার্সি বিক্রির ধুম। তবে বেচা-বিক্রি হোক বা না হোক, বিশ্বের বিভিন্ন দেশের জার্সি দোকানে ঝুলিয়ে রাখাতেই তার অন্য রকম আনন্দ।

দোকানে ঢুকতেই দেখা গেল হ্যাঙারে টানানো সারি সারি ব্রাজিল, আর্জেন্টিনার জার্সি। আছে ফ্রান্স, স্পেন, জার্মানি, রাশিয়া, মেক্সিকো, পর্তুগাল, সুইজারল্যান্ড, উরুগুয়ে, কলম্বিয়া, ইংল্যান্ড, ইতালি, নাইজেরিয়া, জাপান, ক্যামেরুন, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, হল্যান্ড, ও হন্ডুরাসের জার্সি। বাকি ১২টি দেশের জার্সি জোগাড়ের চেষ্টা করছেন আমজাদ।

জার্সি বিক্রির তালিকায় সবচেয়ে ওপরে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই চিত্র শুধু গুলিস্তান বা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়েরই নয়, রাজধানীজুড়েই একই অবস্থা। মিরপুরের বাগদাদ মার্কেটের বিক্রমপুর ফ্যাশনের মোহাম্মদ সাগর এবং দেশ হোসিয়ারির হাবিবুর রহমান বেশি বিক্রি করছেন এই দুই দলের জার্সিই। নিউ মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ শাহীন ২০ বছর ধরে জার্সির ব্যবসা করছেন। এবার জার্সির চাহিদা সবচেয়ে বেশি বলেই জানালেন তিনি, ‘অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবার জার্সি বিক্রি অনেক বেড়েছে। আমরা জার্সি অর্ডার দিয়েও পাচ্ছি না। চীন থেকে যেসব জার্সি আনি সেগুলোর প্রতিটি গত কয়েক দিন ৫ ডলার বেশি দামে কিনে নিয়ে যাচ্ছে অন্যান্য দেশ।’ তাই অনেকটা বাধ্য হয়েই তাঁরা নারায়ণগঞ্জ ও বঙ্গবাজার থেকে জার্সি এনে ক্রেতাদের সরবরাহ করছেন। বাড্ডা থেকে জার্সি কিনতে আসা চিকিত্সক আসিফ বিন আহমেদ জানালেন, ‘এখনকার তরুণ, যুবকদের বেশির ভাগই ইংলিশ লিগ, স্প্যানিশ লিগ দেখে বড় হচ্ছে। তাদের প্রিয় তারকা যখন দেশের হয়ে বিশ্বকাপ খেলছে, তখন স্বাভাবিকভাবেই ওই দেশের জার্সি কিনতে আগ্রহী হয়ে উঠছে সবাই।’ আসিফ আহমেদ নিজে বসুন্ধরা থেকে বেশি দামে আর্জেন্টিনার জার্সি কিনেছেন। কিন্তু বাড়ির অন্য সদস্যদের জন্য একটু কম দামে জার্সি পেতে নিউমার্কেটে এসেছেন। নিউ মার্কেটের সিয়াম স্পোর্টসের বিক্রেতা মোহাম্মদ স্বপন চীনের প্রতিটি হাফ হাতা জার্সি ৬০০ ও ফুলহাতা জার্সি ৮০০ টাকায় বিক্রি করছেন। তবে স্থানীয় কাপড়ে তৈরি জার্সিগুলো পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যেই। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ধুমসে বাংলাদেশের জার্সি বিক্রি করেছেন তিনি। আক্ষেপের সঙ্গে জানালেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে একদম ভালো করেনি। যদি ভালো করতো, তাহলে আরও অনেক বেশি জার্সি বিক্রি করতে পারতাম।’



পছন্দের জার্সি কিনতে এসে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ কলেজের ছাত্র ফখরুল হাসান। সাধ ও সাধ্যের মধ্যে জার্সি মিলছে না তাঁর, ‘ব্রাজিলের জার্সি কিনতে এসেছি। কিন্তু বাজেট অনুযায়ী ব্রাজিলের ভালো জার্সি পাচ্ছি না। সুযোগমতো এবার অনেক বেশি দাম চাচ্ছে দোকানিরা।’



জার্সির সবচেয়ে বড় বাজারটা ধরে রেখেছে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ফেসবুক আর টুইটারের কল্যাণে ইদানীং হন্ডুরাসের মতো অজনপ্রিয় দলের সমর্থকও পাওয়া যাচ্ছে দু-একজন। আছে আইভরি কোস্টের সমর্থকও। স্টাইল স্পোর্টসের আমজাদের কাছে হন্ডুরাসের জার্সি থাকলেও নেই দিদিয়ের দ্রগবার দেশের জার্সি। তাইতো আক্ষেপ করে বলছিলেন, ‘আইভরি কোস্ট ও গ্রিসের জার্সি কিনতে এসে ফিরে গেছেন দুই সমর্থক। দেখি এই দুই দলের জার্সি খুঁজে পাই কি না।’



শুধু জার্সি নয়, নানা রঙের পতাকায় ছেয়ে গেছে মার্কেটগুলো। ফুটপাতেও জার্সির পাশাপাশি সস্তায় বিকোচ্ছে এসব পতাকা। অনেকে মেসি, রোনালদো, রুনির থ্রিডি স্টিকার কিনছেন। কিনছেন নিজের প্রিয় দলের লোগো সংবলিত রিস্ট ব্যান্ড ও পোস্টার।



বরিশাল থেকে ব্রাজিল, আরমানিটোলা থেকে আর্জেন্টিনা—প্রিয় দলকে সমর্থন জানাতে শেষ পর্যন্ত জার্সিটাই যেন হয়ে উঠেছে ভালোবাসার বড় সেতুবন্ধ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

জাফরুল মবীন বলেছেন: “জার্সিটাই যেন হয়ে উঠেছে ভালোবাসার বড় সেতুবন্ধ”-ভালো লাগলো কথাটা।

২| ০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পিচকির জন্য কেনার সময় সুযোগ করে উঠতে পারছি না। শীগ্রী যেতে হবে।

দামের ব্যাপারে ভাল কিছূ তথ্য পেলাম আপনার লেখায়। ধন্যবাদ।

৩| ০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

বদিউজ্জামান মিলন বলেছেন: ভাই ধন্যবাদ। লেখাটা আমাদের (প্রথম আলো) অনলাইনের জন্য লিখেছিলাম। সেখানেও ক্লিক করুন দেখবেন। খেলা বিভাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.