| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অামি জন্মসূত্রে গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশের একজন নাগরিক এবং
সংবিধানের ৭ এর (ক) অনুচ্ছেদ অনুযায়ী
দেশের মালিক।
আমি রামপাল বিদ্যুত কেন্দ্র
নির্মাণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বিদ্যুৎ আমিও চাই কিন্তু # সুন্দরবন ধ্বংস
করে নয়,আমার বিদ্যুৎ এর দরকার নাই।
দয়া করে আপনিও আমার এ প্রতিবাদ
আমলে নিন।
বি:দ্র: আমরা এখনো সংখ্যায় অনেক কম।
২০০০ জনও যদি লেখে তাহলেই
চিন্তাকরুন আমরা একা নই আরও ২০০০জন।
এভাবে এত মানুষের মত আমলে না
নিতেও সরকার কে ভাবতে হবে।
★★লেখাটা কপি পেস্ট করে কিংবা নিজেরমত করে আরো সুদৃঢ় সুনিপুণভাবে লিখে প্রতিবাদেরর আওয়াজ তুলুন।হায়েনাদের কবল থেকে সুন্দরবনকে রক্ষা করুন।
#SaveSundarban
#NoToRampal
২|
৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১২
হাসান কাবীর বলেছেন: আমি হাসান কাবীর, সৃষ্টিকর্তার ইচ্ছায় জন্মসূত্রে বাংলাদেশের একজন #অধিবাসি এবং সংবিধানের ৭(১) অনুচ্ছেদ যাই বলুক, আমি বর্তমানে এই দেশের একজন সামান্য #প্রজা। আমি রামপাল বিদ্যুৎ বজ্রপাত কেন্দ্র নির্মাণের তীব্র ভীত #মতবিরোধিতা জানাচ্ছি । বিদ্যুৎ আমিও চাই কিন্তু #সুন্দরবন সহ কোনও প্রাকৃতিক বন ধ্বংস করে নয়। জানি ক্ষমতান্ধতা ও দাসত্ব প্রিয়তার কারনে শাসক কুল আমার এ বিরোধিতা আমলে নেবেনা।
বি:দ্র: আমরা বেকুবেরা এখনো সংখ্যায় অনেক কম । ক্রমেই তা আরো বাড়বে আশা করছি কারন আমাদের দ্রুত বৃদ্ধি ঘটে। এভাবে এত মানুষের মতামত আমলে না নিতেও সরকার বাহাদুর বৃদ্ধ আঙ্গুলি প্রদর্শন করবেন হয়তো।
★★লেখাটা কপি পেস্ট করে আপনারা প্রত্যেকের টাইমলাইনে প্রতিবাদের আওয়াজ তুলুন। (রাস্তায় নামার দরকার নাই, অনেক রোদ, আর পুলিশ ভাইরা রাগ করবেন তাই ফেবুই নিরাপদ) প্রাণপ্রিয় অভাগা সুন্দরবনকে রক্ষা করুন। ফেসবুকের টি আর পি বাড়ান।
#saveSundarban #notrampal #
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৬
দেবজ্যোতিকাজল বলেছেন: জন্মসূত্রের অধিকার সবাই আর কই পেল । শান্তনা মাত্র…
তবে প্রকৃতি না বাঁচলে মানুষ বাঁচবে না । তবে প্রতিবাদটা সঠিক হচ্ছে কিনা সেটিও কিন্তু ভাবতে হবে