![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এ দরিদ্র দেশে লক্ষ লক্ষ মানুষ আছে যারা সকালে খেতে পেলে দুপুর কিংবা রাতে আহারের সংস্থান হবে কিনা এটা বলতে পারে না।যারা বিলাশবহুল মানুষের পরিত্যক্ত অন্ন যেটা ডাসবিনে স্থান পায় সেটা কুড়িয়ে খেয়ে জীবন ধারণ করে, যারা একমুঠো অন্নের জন্য রোদেপুরে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ধিক্কার সহ্যকরে অন্নের অন্বেশন করে। যারা নিজ সম্ভ্রম সর্মপন করে নিজের ও পরিবারের অন্নের ব্যবস্থা করে।
সেই দেশের আমরা সচেতন নাগরিকদ্বয় পহেলা বৈশাখে এক হাজার টাকা প্লেইট পান্তা ভাত, ১২০০০ টাকার ইলিশ কিনে খাচ্ছি। সাথে নামে বেনামে হাজার হাজার টাকার কাপড় আর মূর্তি কিনে রাস্তায় টহল দেই।
আমার প্রশ্ন - কেন এত অপচয়? কাকে খুশি করার জন্য এতো আয়োজন? কেন এতো ব্যহায়াপনা,অশালীনতা? আমি বাংলা নবর্বষের বিপক্ষে নই, বলি বর্ষবরন হতে পারে অন্য ভাবে।ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে। আমরা কি পারিনা আমাদের বিলাসীতা নিয়ন্ত্রণ করে বর্ষবরনে আমার বাড়ীর পাশের অন্ন বস্রহীন মানুষটাকে একটি দিনের জন্য হাসি খুশিতে ভরিয়ে দিতে? পারিনা আমাদের মূল্যবান সময় থেকে একদিনের সময় বের করে তাদের নিয়ে আনন্দ ফূর্তিতে মেতে থাকতে?
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩
ডাঃ নাসির বলেছেন: সব জাতিরই আলাদা একটি সংস্কৃতি থাকে। এটা ঐ জাতির জন্য একটি অত্যন্ত গৌ্রবের বস্তু। তেমনি বাঙ্গালী জাতির নিজস্ব সংস্কৃতি পহেলা বৈশাখ। তবে হ্যা অপসংস্কৃতি অবশ্যই দুষণীয়।