নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখী মানুষ।

বনী জয়সোয়াল পান্ডে

সুখী মানুষ।

বনী জয়সোয়াল পান্ডে › বিস্তারিত পোস্টঃ

শ্রীকৃষ্ণের জনপ্রিয় ৬টি মন্দির

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫০

বৃন্দাবন মন্দির (Vrindavan Temple):

বিশ্বাস করা হয় এই শহরে ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশব কাটিয়েছিলেন। পরে রাজা আকবর যখন এই শহর পরিদর্শনে আসেন, তখন তিনি শ্রীকৃষ্ণের চারটি মন্দির নির্মান করার আদেশ দেন। মন্দিরগুলো হলো- গোবিন্দজি মন্দির, মদন-মোহন মন্দির, গোবিনাথ মন্দির এবং যুগল কিশোর মন্দির । এছাড়াও মথুরার কাছেই শ্রীকৃষ্ণের আরো কিছু বিখ্যাত মন্দির রয়েছে। চাইলেই দেখে আসতে পারেন। যেমন: বাঙ্কি বিহারি মন্দির, কৃষ্ণ বলোরাম মন্দির, ইস্কন, গোবিন্দজি মন্দির, মদন-মোহন মন্দির।


যুগল কিশোর মন্দির (Jugal Kishore Temple):

কাশী ঘাটে যুগল কিশোর মন্দিরের প্রতিষ্ঠা হয় ১৬২৭ খ্রীষ্টাব্দে। এই ঘাটেই কাশী রাক্ষসকে বধ করেছিলেন কৃষ্ণ। তাই এই মন্দির কাশী ঘাট মন্দির নামেও পরিচিত। শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরায় অবস্থিত এটি । বলা হয়ে থাকে, ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পুরোনো এবং বিখ্যাত মন্দির এটি।


ইসকন মন্দির (Iskcon Temple):
ইন্টারন্যাশানাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন)। ১৯৬৬ সালে নিউ ইয়র্ক সিটিতে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ইসকন মন্দির সারা বিশ্বে রয়েছে। বর্তমানে, সোভিয়েন ইউনিয়নের পতনের পর পূর্ব ইউরোপে ও ভারতে এই সংগঠনের সদস্যসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।



দ্বারকাধীস মন্দির (Dwarkadish Temple):
কংস বধের পর দ্বারকাতেই নিজের রাজ্য স্থাপন করেছিলেন কৃষ্ণ। গুজরাতে প্রায় ২৫০০ বছর আগে স্বয়ং শ্রীকৃষ্ণ মোট ৭২টি থামের ওপর তৈরী পাঁচতলা রাজধানী তৈরী করেন। রাজধানী এখন সমুদ্রের জলে আংশিক নিমগ্ন। এখানেই রাজত্ব করেছে যদু বংশ।


জগন্নাথ মন্দির (Jagannath Temple):
পুরীর জগন্নাথ মন্দিরের কৃষ্ণমূর্তি অন্যান্য কৃষ্ণমূর্তির থেকে একেবারেই আলাদা। নিমকাঠের তৈরি জগন্নাথ এখানে ভাই বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পূজিত। একাদশ শতকে রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গা এই মন্দির প্রতিষ্ঠা করেন। ভারতের অন্যতম পবিত্র ধর্মস্থান পূরী জগন্নাথ মন্দির। রথযাত্রার সময় প্রতিবছর লক্ষ লক্ষ পূণ্যার্থীর ভিড় হয় এখানে।


প্রেম মন্দির(Prem Temple):
আধ্যাত্মিক গুরু কৃপালু মহারাজ বৃন্দাবনে প্রেম মন্দির স্থাপন করেন। মার্বেল পাথরে তৈরি অসাধারণ মন্দির সনাতন ধর্মশিক্ষার কেন্দ্রস্থলও। বিভিন্ন মূর্তিতে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন পর্যায়ের বিবরণ রয়েছে মন্দিরে। কৃষ্ণ এখানে বহুরূপে পূজিত।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

বিজন রয় বলেছেন: ধনবাদ এই পোস্টের জন্য।

২| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৮

সুমন কর বলেছেন: আজকের দিনের জন্য দারুণ পোস্ট।
+।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৬

বনী জয়সোয়াল পান্ডে বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.