নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখী মানুষ।

বনী জয়সোয়াল পান্ডে

সুখী মানুষ।

বনী জয়সোয়াল পান্ডে › বিস্তারিত পোস্টঃ

সুখের মন্ত্র

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৬


পেশায় আপনি কর্পোরেট কিম্বা মুদি দোকানি; গৃহিনী অথবা ব্যবসায়ী। সুখ ধরার ধান্দাতেই দিন পার করছেন, এটা স্বীকার করতেই হবে। কখন ধরা দেবে সুখ, আছে কি এর কোন সূচক, কিম্বা অর্থ মূল্য?

উত্তর খোজাঁ বোকামি। এটা বলবেন?

উত্তর খুজঁতে মরিয়া ছিলেন ড. থমাস গিলোভিচ-ও। নিউ ইয়র্কের এ মনোবিজ্ঞানি রীতিমত রাত দিন গবেষণা চালিয়ে সম্প্রতি সুখী হওয়ার একটি দূর্দান্ত মন্ত্র দিয়েছেন। ড. থমাস গিলোভিচ পেশায় কর্নেল বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যার অধ্যাপক।
তিনি দাবি করছেন, বস্তুগত সম্পদের চেয়ে ঘোরাঘুরিই আমাদের বেশি সুখী করে। কারণ যখন পকেটে টাকা থাকে তখনই নিজেকে সুখী মনে হয়, যে কোন নতুন কিছু কিনতে পারার ভিতরেও সুখ আছে। তবে তার ব্যাপ্তি সীমিত সময়ের জন্য। কারণ সময়ের সাথে সাথে সেটি পুরোনো হয়ে যায়। আসে নতুনের নতুন আগ্রহ। তার গবেষণায় দেখা গেছে, পুরোনো বস্তু আর আনন্দ দেয়না। আবার নতুনের দিকে ঝোঁক বাড়ে।

অপরদিকে একটি ভ্রমণ আপনাকে আনন্দ দিবে আজীবন, যা পুরোনো হলেও তার স্মৃতি মনে করে আপনি নস্টালজিক হবেন বার বার। ছবি কিম্বা ভিডিও-তে চোখ বুলোলে, স্মৃতির থলে থেকে উৎগরিত হবে নানান সুখ স্মৃতি। পুলোকিত করবে আপনাকে বারংবার। সে আপনার বয়স ৩০ হোক কিম্বা ৯০।

তার এ তত্ত্বে অবশ্য বাধ সেধেছেন অর্থনীতিবিদরা। তাদের দাবী, একজন মানুষকে সুখী হতে হলে একটি সুন্দর সমাজ এবং টাকাই যথেষ্ট। কারণ টাকা আপনার মৌলিক চাহিদা পূরণ করবে। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকেই যায়, টাকা যেহেতু একটি সীমিত সম্পদ...!! সাথে যুক্ত আছে “চাহিদা” নামক অসীম এ শব্দখানি। সুতরাং....

আসলে সুখ একটি আপেক্ষিক জিনিস যা অনুভব করা যায় কিন্তু বর্ণনা করা যায়না। জন-মত-পথ-শ্রেণীর সাথে সাথে সুখ তার সংগা ও ধরণ পরিবর্তণ করে, অথবা আমরাই পাল্টাই, নাম দেই সুখের।

সুখী হওয়ার জন্য টাকা অন্যতম একটি বিষয় কিন্তু প্রধান ও একমাত্র বিষয় নয়। এক কাড়ি টাকা থাকলেও যেমন সুখী হওয়া যায় না, আবার কোন মতে দিনাতিপাতের সামর্থ যাদের, তাদের পক্ষেও সুখী হওয়া সম্ভব।

শেষ করতে চাই, ড. থমাসের গবেষনার সূত্র ধরে আপনি নিজের জন্য এমন সময় কিছুটা ব্যায় করেন, যা বেঁচে থাকবে আপনার স্মৃতিতে আজীবন, অম্লান হয়ে। দেখবেন সেই সময়ের কথা ভেবে অন্তত কিছুটা সময় সুখী হবেন আপনি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৫

সামিয়া বলেছেন: বাহ বেশ সুন্দর সুন্দর কথা বললেন তো। শুভ কামনা রইলো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

বনী জয়সোয়াল পান্ডে বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

২| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৬

একজন ভ্রমণ পাগল বলেছেন: আসলেই, ভ্রমণ সব সময় আমাকে সুখী করে। এমনকি ভ্রমণ পরবর্তীকালেও তার প্রভাব বেচে থাকে ছবির এলবাম বা ভিডিও গ্যালারী অথবা ডায়েরির পাতায়। :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

বনী জয়সোয়াল পান্ডে বলেছেন: ভ্রমণের ছবি কিম্বা ভিডিও-তে চোখ বুলোলে মনে হয় ওখানেই আছি । কতো শত গল্প মনে পড়ে।

৩| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৭

প্রথমকথা বলেছেন: ভাল লাগল।

৪| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৬

রিফাত_হাসান বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি পোস্টের জন্য। ব্যক্তিগত ভাবে আমি মনে করি, সুখ নয় বরং শান্তিই হওয়া উচিত একজন মানুষের কাম্য। সুখের জন্য একজন মানুষের নানা ধরণের উপকরণ লাগে, সেটা টাকার বিনিময়ে প্রাপ্ত কোন বস্তুই হোক, অথবা ভ্রমণের ফলে কোন সুখস্মৃতি। কিন্তু শান্তির জন্য কেবল আপনার মানসিক ইচ্ছাই যথেষ্ট।

৫| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভ্রমণের জন্যেও তো অর্থের প্রয়োজন। আসলে যত যাই বলেন, সুখের মন্ত্র একটাই-- নিজেকে সুখী মনে করা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০২

বনী জয়সোয়াল পান্ডে বলেছেন: আসলে আমি মনে করি, অর্থের প্রয়োজন তো বেচে থাকতেই। সুতরাং অর্থের বিকল্প নেই। ইচ্ছা থাকলে, বিদেশ ভ্রমণ না করলেও চলে। দেশেই অনেক জায়গা আছে, যা অল্প খরচেই ঘুরে আসা যায়। খুজলে তো আমরা বাড়ির কাছেই সুন্দর জায়গা পাবো,, তা না ।!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.