![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**fOr soMe, I aM SaLvaTion. fOr tHe othErs.... thEir deStruCtion!!
প্রিয়, ব্লগার বন্ধুগন।
খুব সমস্যায় আছি, একটা গুরুত্বপূর্ণ পেপারে ভুল সীল মেরে বড় বিপদে আছি।
আমি শুনেছি, পেপার থেকে নাকি সীল রিমুভার জাতিয় কিছু দিয়ে ইঙ্ক রিমুভ করা যায়।
কেউ কি আমাকে জানাতে পারেন, এমন কোন "ইঙ্ক রিমুভার" আপনার জানা মতে আছে কিনা?
থাকলে কোন ব্র্যান্ড? দাম?
খুব উপকৃত হব।
অগ্রিম ধন্যবাদ
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: ্নিজেকে যদি খুব রসিক মনে করেন, সেক্ষেত্রে আপনি আমার ধারে কাছেও নেই।
ফাইজলামি চা দিয়া ভিজায় খা।
তুই মরি যা!
বলদ।
উপ্রে কি লিখছি দেখস নাই?
** খুব সমস্যায় আছি, একটা গুরুত্বপূর্ণ পেপারে ভুল সীল মেরে বড় বিপদে আছি। **
চোখে কি ছানি পড়ছে? :/
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
আকাশদেখি বলেছেন: দাগ থেকেই দারুণ কিছু
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: বাঁশ থেকে কুটির শিল্প!
দিমু কিছু বাঁশ? :/
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
ঘর জামাই বলেছেন: বড় স্টেশনারী দোকানে ইংক রিমুভার পাবেন, দেশী বিদেশী -দু ধরনেরই ইংক রিমুভার আছে । ব্যবহার করে দেখতে পারেন ।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: ধন্যবা্দ।
অনেক খুজে একটা পেয়েছি, "ইঙ্ক রিমুভার" দাম ১২০ টাকা।
সীল যা উঠল, কলমের দাগ টা থেকে গেছে, সাক্ষর টা।
নতুন করে আবার ডকুমেন্টস বানাতে হবে ভাই,
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১
জনাব মাহাবুব বলেছেন: এডোবি ফটোশপে দিয়ে ভুল সিল তুলে, নতুন আরেকটি প্রিণ্ট নিতে পারেন। কিন্তু সেই প্রিন্টটা অরিজিন্যাল হিসেবে চালাতে পারবেন না, ফটোকপি হিসেবে জমা দিতে পারবেন।
শুভ কামনা রইল।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: ফটোকপি হলে তো আর কথাই ছিলনা!
তবু ও আপনার সময় নস্ট করে মন্তব্য করার জন্য ধন্যবাদ
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
ফ্যাট পান্ডা বলেছেন: উনি একটা বিপদে পরে সাহায্য চেয়েছেন। এটা নিয়েও দেখলাম দুইজন রসিকতা করলেন। নিচু মন মানসিকতা। সেই সাথে কাণ্ডজ্ঞানের অভাব যে কোন পরিস্থিতিতে রসিকতা করা ঠিক না।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
শাহরিয়ার খান রোজেন বলেছেন: ঢাকায় থাকলে নীলক্ষেতে যান।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২
বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: চট্রগ্রামে আছি।
আগ্রাবাদে পেয়েছি।
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯
নক্শী কাঁথার মাঠ বলেছেন: সিলের দাগ ওঠার কথা না, ওটা লিকুইড বলে কাগজের ভেতর পর্যন্ত কালি পৌছে যায়। কোন রকমে তোলা গেলেও ঘষা-মাজার দাগ থেকে যাবেই।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
আরজু পনি বলেছেন:
বিপদে ধৈর্য্য ধরতে হয় । যারা ফান করছে তাদেরকে এড়িয়ে গেলেই পারতেন ।
খাঁন রোজেন বলেছেন: ঢাকায় থাকলে নীলক্ষেতে যান।
নীলক্ষেতে এই ধরনের অনেক সমস্যারই সমাধান পাওয়া যায় ।
ব্লগার ঘর জামাইএর মন্তব্যটাও গুরুত্বপূর্ণ ।
আপনার বিপদমুক্তি হোক ।
শুভকামনা রইল ।।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০
বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: এভাবে আজ আমি এড়িয়ে গেলে, আরেকদিন অন্য কাওকে আরো বেশি কিছু বলার সুযোগ পেয়ে যাবে।
দেখা গেল কারো , মা এর অসুখের কোন ওষুধের প্রাপ্তিস্থান সম্পর্কে জানতে চাইল, এরা সেখানে ও রসিকতা শুরু করবে।
এদের সুযোগ দিতে নেই।
শুভকামনার জন্য খুশি হলাম, আমার কাজ টা প্রায় হয়েগেছিল, কিন্তু - কলমের একটা দাগ উঠলনা.।
তাই ডকুমেন্টস টা নতুন করে তৈরি করতে হবে।
নতুন খরচ!
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
আকাশদেখি বলেছেন: ফানটা একটু বেশী হয়ে গিয়েছিল, তার জন্য সরি...।
আমি ফানটাকে আসলে ফান মনে করে আপনাকে পাঠাই নি। আসলে বুঝাতে চেয়ে ছিলাম, তাড়াহুড়ো করে কাজ করলে কাজটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে মানে দাগ পড়ে যায়।
অকে ভালো থাকবেন। আর ঠান্ডা মাথায় কাজ করবেন
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
এম এ কাশেম বলেছেন: পুরো পেপারটা বাংলা ৩৭ সাবান দিয়ে ধুয়ে ফেলুন।