![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"৮ মিনিট ১৭ সেকেন্ড"অতি উৎসাহীদের জন্য সংখ্যাটা আগে বসালাম।
আপনাদের বলছি, সাইবার ক্রাইম আপনাদের জন্য একটা যৌন বিনোদন হতে পারে, ইটস নট এ জোক! ইটস নট এ ব্লাডি জোক!
৮ মিনিট ১৭ সেকেন্ডের 'জোক' দেখে যারা যথেষ্ট পরিমাণে যৌন বিনোদন নিয়েছেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খালাতো ভাই চাচাতো ভাই ফুপাতো ভাই জ্যাঠাতো ভাই ক্লাসমেট কলিগ সবাইকেও বিনোদন নেয়ার সুযোগ করে দিয়েছেন, বিনোদনটা নিতেই হলে বরং আপনারা একটু চুপচাপ নেন। বাট প্লিজ, স্টপ ক্র্যাকিং জোকস এবাউট ইট! মানুষের জীবন নষ্ট হইতেসে, সেটা নিয়ে মজা নিতেসেন নেন, এতও উচ্চস্বরে হাইসেন না।
এমন অবাক আমি আগেও হয়েছি, মাঝেমধ্যেই হই, আজকেও হলাম! এরকম আমাদের আশেপাশের কারো কোনো গোপন কিছু ফাঁস হলে হুট করে সব মানুষ কি সুন্দর সাধু হয়ে যায়! কেউ কখনো কোথাও কারো সাথে কিচ্ছু করেনি! কিচ্ছুনা! সবাই কত্ত ভালো, কত্ত সাধু! কি নোংরা ছেলেমেয়ে এরা, ছিঃ! আপনারা ফেসবুকে এত ভালো কেন? কিভাবে পারেন, বলেন তো?
আপনি এই ভিডিও দেখে শারীরিক বা মানসিক কোনো এক বা উভয় রকম মাস্টারবেশন করবেন, এটা জানা কথা। ইউ কান্ট হেল্প ইট, সবাই পারেনা, কারো কারো প্রবৃত্তি। কিন্তু এটাও মাথায় রাইখেন, এমন ঘটনা আপনার সাথে, আপনার পরিচিত কারো সাথেও ঘটতে পারে। এটাও মাথায় রাইখেন, আপনি ফেসবুকে যত ভালো মানুষ, ফিডার খান টাইপ, বাস্তবে আপনি তা না। আপনি না, আমিও না!
মজা নিচ্ছেন, নেন, নিতে থাকেন। আপনাদের মজা দেখতে খারাপ লাগেনা!
খারাপ লাগে এই মেয়েগুলোর কথা ভেবে! ভাই, যা ইচ্ছা কর, যার যা ইচ্ছা করবে, সবার ব্যাক্তিগত ব্যাপার! এসব ব্যাক্তিগত ব্যাপার গুলো ভিডিও না করলে বা কাউকে করতে দিলে হয়না? ব্যাপারটা কতটুকু কুরুচিকর, একটুও মাথায় আসেনা!?
আমি ফেসবুক লাইভ নিয়েই ভয়ে আছি! এটা নিয়ে আরো ভয়াবহ সাইবার ক্রাইম করা সম্ভব! মেয়েরা, সাবধান হও, যেই প্রেমিক এত আদর দিচ্ছে, কাল তোমার প্রচন্ড সামাজিক বিপদের দিনে সে তোমার 'সামাজিক' কলংকের পাশে দাঁড়াবে কিনা, এটা একটু মাথায় রাইখো!
©somewhere in net ltd.