![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মত যারা বেকার ছেলেপেলে তাদের কোনও কাজ থাক আর না থাক , দেশের বিভিন্ন ইস্যুতে বড্ড বেশী মাথাব্যাথা যেন ! তাই তো সিগারেট ধরিয়ে আকাশপানে ফুকে ফুকে আফসসের বোল উঠাই প্রতিদিন । আজ থেকে প্রায় বছর আড়াই আগে একদিন বিকেলে বাসে করে গিটার শিখতে যাচ্ছি পথে ফোন দিল এক বন্ধু, বলল দোস্ত সীমান্তে আবার একটা বাচ্চাকে হত্যা করে তার কাটার বেড়ায় তার লাশ ঝুলিয়ে রেখেছে বি এস এফ , আগামীকাল প্রতিবাদ সমাবেশ আছে তুই চলে আসিস । আমি হতভম্ভ হলাম হু বলে ফোন কেটে দিলাম । পরদিন প্রতিবাদ সমাবেশ করেছি আর বেশী কিছু করতে পারিনা তাই , মনে মনে ইচ্ছে হচ্ছিল পুরো ভারত কে তারকাটায় ঝুলাই । এর পর থেকে যতবার মনে হয়েছে ছোট্ট বাচ্চাটির কথা বাচ্চাটির ঝুলন্ত লাশের কথা ততবার মনে হয়েছে আমি ঝুলছি তারকাটায় , আমার বুক বেয়ে উষ্ণ রক্ত নাক ছুয়ে ছুয়ে পড়ছে সবুজ ঘাসে , সবুজের মাঝে লাল লাল ফোঁটা , আমার দেশের পতাকা সৃষ্টি হচ্ছে যেন । আবার মনে হতে থাকে ত্রিশ লক্ষ শহীদের রক্তের কথা , আমার দেশের পতাকা যেন রক্তের ই সৃষ্টি রক্তই আমার পতাকার পরিচয় । ঘুমতে পারিনাই কিছুদিন বার বার ফেলানি হয়ে দুঃস্বপ্নের ঘোরে তারকাটায় ঝুলেছি , আর অমিয় এর হলুদ দাঁতের হাঁসিতে দেখেছি নব্য পাকিস্তানী ভারতের পতাকাকে ।
একটি দুটি নয় হাজার হাজার ফেলানী মরেছে গত কয়েক দশকে , একটি লাশ শুধু নয় হাজার লাশের দেয়াল তুলে বার বার নির্ধারণ করেছে সীমানা চিহ্ন ওই আমিয় ও অমিয়র দোসররা । কিছুদিন পূর্বে যখন ফেলানী হত্যার বিচার হবে শুনলাম আবারও অস্থির হয়ে উঠলাম যেন ,আড্ডায় সিগারেটের ধোয়া পাশ কাটিয়ে বার বার স্পষ্ট হচ্ছিল ফেলানীর সম্ভাব্য রায় । অবশেষে রায় আসল গতকাল রাতে , আগেই এমনটি ধারনা করেছিলাম , এ ধারনা পেতে শারলকহোমস হতে হয় না , সাধারন মানুষ হলেই চলে ( তথাকথিত ইন্তিলেক্তুয়ালরা ভিন্ন মত পোষণ করবেন হয়তো আবারও) । আবার ও অস্থিরটা ভর করা শুরু হল , আবার ও ঘুমে দুঃস্বপ্নের আধিক্য , আবার ও আমি স্বপ্নে ফেলানী হয়ে ঝুলছি তারকাটায় , আবার ও আমার রক্তে সবুজের বুকে আমার পতাকা ।
©somewhere in net ltd.