নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু জিনিস জানি। সেগুলা মানুষের সাথে share করার জন্য ব্লগে প্রবেশ। তাতে দুটো সুবিধে। প্রথমত, আমার জানার ভুলভ্রান্তিগুলো দূর হবে। দ্বিতীয়ত, নতুন কিছু জানার সুযোগ সৃষ্টি হবে। দুনিয়াতে জানার কোন শেষ নেই। এবং আমার আগ্রহের ও কমতি নেই। ইনশাল্লাহ কোনদিন হবে ও না।
প্রত্যেকটি জিনিসের মিনিমাম দুটি Point of View থাকে। কখনো কখনো তার ও বেশি।
আপনি কিছু পারছেন না, কেউ আপনাকে সেটা দেখিয়ে দিতে গেল। আপনি সেটাকে দুই ভাবে নিতে পারেন। এক, মানুষটা অনেক ভালো, সাহায্যপরায়ণ। অথবা, হারামজাদা নিজে পারে যে অইটা দেখাতে আসছে।
একটা মেয়ে একটা ছেলের সাথে ১ম ক্লাসেই Freely কথা বলা শুরু করল। আপনি এই চিন্তা করতে পারেন যে মেয়েটা Friendly, আবার এই চিন্তা ও করতে পারেন যে মেয়েটা লুইচ্চা।
বা একটা মেয়ে আপনার সাথে একদম-ই কথা বলছে না। হয়তো মেয়েটা ভাব নিচ্ছে, বা হয়ত মেয়েটা আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ নয়।
এখন কে কেমন চিন্তা করছে সেটা নির্ভর করে কে কেমন মানুষ, কার Mentality কেমন সেটার উপর। যারা ভালো মানুষ তাদের চোখে মানুষের ভালোটাই আগে চোখে পড়ে, খারাপ মানুষের চোখে খারাপটা।
নিজের ভুল স্বীকার করতে জানা, নিজের জায়গা বুঝতে শেখা, আরেকজনের দিকে এক আঙ্গুল তোলার আগে নিজের দিকে বাকি চার আঙ্গুল তোলা এইসবের মাধ্যমে প্রকাশ পায় আপনার Maturity। আমি ঠিক মানেই আরেকজন ভুল না, এটা বুজতে শেখার নাম Maturity.
সত্যিকারের Maturity আপনার বয়স, গোঁফ-দাড়ি, বা ফিগারে আসে না। Maturity হচ্ছে আমাদের চিন্তাধারার প্রতিফলন। আমাদের চিন্তাধারার কতটা উন্নতি হয়েছে তার উপর নির্ভর করে আপনি কতটা Mature হয়েছেন সেটা।
০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৪
কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ ভাই ভুলগুলো ঠিক করে দেওয়ার জন্য।
শুভকামনা রইল।
২| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩০
কামাল৮০ বলেছেন: এক কথায় ভালো মানুষ কাকে বলে।
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:২৬
কিশোর মাইনু বলেছেন: আপনার সাথে ঠিক একমত হতে পারলাম না ভাই। ভাল মানুষের মধ্যে ও অনেক খারাপ গুণ থাকে, খারাপ মানুষের মধ্যে ও অনেক ভাল গুণ থাকে। অনেক অনেক মানুষের মধ্যে Jealousy, Insecurity দেখা যায়। কিন্ত তার মানেই তারা খারাপ মানুষ ভেবে নেওয়া টা অন্যায় হয়ে গেল না তাদের প্রতি?
৩| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫০
জ্যাকেল বলেছেন: আপ ভাল তু জগত ভাল বলে একটা কথা আছে, আপনি আধুনিক উপায়ে বলতে চেয়েছেন। ভালই হইয়াছে।
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:২৯
কিশোর মাইনু বলেছেন:
আধুনিক উপায়ে বলতে চাই নি। যা মাথার মধ্যে এসেছে, মুখে বললে যেভাবে বলতাম সেটাই একটু সংক্ষেপে লিখে দিয়েছি।
যাই হোক ধন্যবাদ appreciation-র জন্য।
৪| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৪
শেরজা তপন বলেছেন: চির সত্য কথন।
কিন্তু পজেটিভ কিংবা নেগেটিভ চিন্তাভবনাটা আসে কেমনে?
আমি বলতে চাচ্ছি এই দু ধরনের মানুষ কি জেনিটিক্যালি এমন হয় নাকি পরিবেশগত বা পারিপার্শিক কারনে এমন হয়?
আপনার মতামত জানতে চাচ্ছি?
*আমার শব্দ ও ব্যাকারনে প্রচুর ভুল থাকে। তবুও বলছি, পার্ট-এর পরিবর্তে 'ভাব' এবং মোছে'র পরিবর্তে গোঁফ দিলে ভাল লাগবে।
০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:৪৪
কিশোর মাইনু বলেছেন: Genetically কেও ই খারাপ-ভাল হয় বলে আমি বিশ্বাস করি না। কিছু কিছু জিনিস পরিবারগতভাবে আসে, কিছু জিনিস পরিবেশগতভাবে। পারিবারিক শিক্ষা ইম্পরট্যান্ট, কিন্ত চরিত্রগঠন নিজের উপরে। এই মুহুর্তে সঠিক শব্দ বা লাইন খুঁজে পাচ্ছি না আমার চিন্তাধারা প্রকাশের জন্য। কিন্তু আশা করি আপনি কিছুটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি।
*আর ধন্যবাদ আপনার সাজেশনের জন্য। ভালো সাজেশন দিয়েছেন। পরিবর্তন করে দিলাম শব্দ দুটো।
ভাল থাকবেন।
৫| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৯:৩৩
কামাল৮০ বলেছেন: আমিতো কিছুই বলিনি।প্রশ্ন করেছি মাত্র।আমার প্রশ্নের সাথেও আপনার দ্বিমত আছে।
০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১২:৩৪
কিশোর মাইনু বলেছেন: ও আচ্ছা। প্রশ্নবোধক চিহ্ন ছিল না তো তাই বুঝতে পারি নি এটি প্রশ্ন ছিল।
তবে প্রশ্নের উত্তর যদি দিতে হয় আমি কোন সজ্ঞার মধ্যে যাব না। আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো খারাপ ২টি ই আছে। যেই মানুষটাকে আপনি খারাপ বলছেন তাকেই অন্য কেউ ভালো বলছে। তবে এর মধ্যে ও কিছু কিছু জগন্য প্রাণী আছে যারা দেখতে মানুষের মত হলে ও ঠিক মানুষ না। উদাহারণ হিসেবে আপনি র্যাপিস্ট/ স্যাডিস্ট-র নিতে পারেন।
৬| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:৩৫
আরোগ্য বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগলো পোস্ট পড়ে। দুনিয়া আয়না মানুষ অধিকাংশ ক্ষেত্রে নিজের প্রতিবিম্বই দেখেন।
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:০২
কিশোর মাইনু বলেছেন: একটা লাইন পড়েছিলাম কোথাও, কোথায় ঠিক মনে নেই, পড়েছিলাম না শুনেছিলাম সেটা ও মনে নেই। কিন্তু বাক্যটি এখনো মনে আছে।
The flaws you see in others are actually u reflection of yourself.
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
শুভকামনা রইল।
৭| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: একেবারে খাঁটি কথা।
০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:০৪
কিশোর মাইনু বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আশা করি ভাল আছেন।
৮| ১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫০
সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: খুবই চমৎকার কথা বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:৪১
ককচক বলেছেন: হ্যাঁ। আপনার বক্তব্যের সাথে সহমত।
[ভাল< 'ভালো' এভাবে লিখলে পড়তে ভালো লাগে। 'শিকার' < 'স্বীকার'৷ টাইপো ঠিক করে নিয়েন।]