নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসাধারণ দেশের সাধারণ একজন নাগরিক।নিজের সম্পর্কে তেমন কিছুই বলার নেই।

অবাস্তব প্রতিবিম্ব

মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে

অবাস্তব প্রতিবিম্ব › বিস্তারিত পোস্টঃ

পণ্ডশ্রম

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার
বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে। দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে,
কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।
কান গেলে আর মুখের পাড়ায় থাকল কি-হে বল?
কানের শোকে আজকে সবাই মিটিং করি চল। যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরেছে চিলে,
পাঁজি চিলের ভূত ছাড়াব লাথি-জুতো কিলে।
সুধী সমাজ! শুনুন বলি, এই রেখেছি বাজি,
যে-জন সাধের কান নিয়েছে জান নেব তার
আজই। মিটিং হল ফিটিং হল, কান মেলে না তবু,
ডানে-বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু!
ছটতে দেখে ছোট ছেলে বলল, কেন মিছে
কানের খোঁজে মরছ ঘুরে সোনার চিলের পিছে? নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে
গাছে;
কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।
ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম?
বৃথাই মাথার ঘাম ফেলেছি, পণ্ড হল শ্রম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

fa siam বলেছেন: শামসুর রাহমানের অসাধারন সৃষ্টি কর্ম এটি,
যা খুব সত্য

২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

অয়ন নাজমুল বলেছেন: অন্যের কবিতা কপি পেস্ট করার জন্যই যদি ব্লগে এসে থাকেন তাহলে বিদেয় হন প্লিজ....

৩| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৯

বিজন রয় বলেছেন: বিখ্যাত কবিতাটি এখানে শেয়ার করার জন্য ধন্যবাদ।
তবে কবির নাম দিলে ভাল হতো।

শুভকামনা।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

অবাস্তব প্রতিবিম্ব বলেছেন: অন্যের কবিতা হতে যাবে কেনো। কবি এবং কবিতা দুটোই আমাদের সকলের।
আর ভাই আপনি কয়টা ব্লোগ লিখে নোবেল-অস্কার পেয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.