নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর ।।। সবার উপরে মানুস সত্য, তাহার উপর নাই

নাহিদ হাসান সরকার

উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসঃ শহীদুল্লাহ হল। উৎপত্তিঃ জামালপুর সদর, ঢাকা, বাংলাদেশ

নাহিদ হাসান সরকার › বিস্তারিত পোস্টঃ

আমাদের পরিচিত কিছু উদ্ভিদ এবং অজানা ওষুধিগুণঃ- পর্ব-১

২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

পরিবেশ এর ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ অপরিহার্য। সুন্দর ধরণী বিনির্মাণে এর বিকল্প হয় না। মহান সৃষ্টিকর্তা মানবজাতির কল্যাণে এই বৃক্ষসমাজকে দিয়েছেন স্বতন্ত্র কিছু মহিমা। আমাদের অতিপরিচিত, সহজলভ্য অনেক ফুল, ফল আছে যাদের উচ্চ ওষুধিগুণ থাকা সত্তেও আমরা জানি না, যা অত্যন্ত দুঃখজনক। এখন ভুমিকা দিয়ে অযথা বিরক্ত না করে আলচনায় আসি-



জামঃ Syzygium cuminii

।পুষ্টিগুণঃ ক্যারোটিন,ভিটামিন সি, লৌহ, ও ক্যালসিয়াম।

ওষুধিগুণঃ কচিপাতা পেটের পীডা নিরাময়ে সাহায্য করে।

বীজ বহুমূত্র রোগ এ ব্যবহৃত হয়। জাম ও আমের রস একত্রে পান করলে বহুমূত্র রোগ প্রসমিত হয় অনেকাংশ।



কুলঃ Ziziphus mauritiana

পুষ্টিগুণঃ ভিটামিন সি

ওষুধিগুণঃ ফল রক্ত পরিস্কারক এবং হজম সহায়ক। কুল ও পাতাবাটা বাতের জন্য উপকারি।



আমডাঃSpondias pinnata

পুষ্টিগুণঃ ভিটামিন সি, ক্যারোটিন।

ওষুধিগুণঃ কফ নিবারক, আমনাশক, ও কণ্ঠস্বর পরিস্কারক। অরুচিতে বেশ কার্যকর।



কলাঃ Musa sapientum

পুষ্টিগুণঃ লৌহ, ভিটামিন সি

ওষুধিগুণঃ ডায়াবেটিস,আমাশয়, আলসার, পেটের পীডা।



পেঁপেঃ Carica papaya

পুষ্টিগুণঃ ভিটামিন সি, ক্যারোটিন।

ওষুধিগুণঃ অজীর্ণ, কৃমি সংক্রামণ, ত্বকে ঘা, একজিমা। পাকস্থলীর ক্যান্সার রোগ নিরাময় এর ভূমিকা আসে।



সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস, স্যার এর লেকচার এবং বিভিন্ন বই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৮

খেয়া ঘাট বলেছেন: ছবি থাকলে আরো ভালো হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.