![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশ্চাত্য দেশগুলতে বিতর্কের কোন শেষ নেই । ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা থেকে শুরু করে চন্দ্রাভিজান পর্যন্ত রয়েছে বিতর্ক । কিছুদিন আগে শুনলাম টাইটানিক ডোবা নিয়েও প্রচলিত আছে একটি কন্ট্রভারসি । আজকে আমাদের প্রিয় নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে একটি বিতর্কের কথা বলব ।
উইলিয়াম শেক্সপিয়ার
কন্ট্রভারসিটি হচ্ছে – যাকে আমরা নাট্যকার শেক্সপিয়ার মনে করি সেই কি প্রকৃত শেক্সপিয়ার ? নাকি অন্য কেউ তার লেখা শেক্সপিয়ারকে অ্যাট্রিবিউট করত , অথবা শেক্সপিয়ার এর ছদ্মনামে লিখত ?
কয়েকটি সূত্র থেকে জানতে পারি , তার মৃত্যুর পর তার বাসায় কোন পাণ্ডুলিপি পাওয়া যায়নি । এতবড় একজন সাহিত্যিকের কাছে কোন পাণ্ডুলিপি এমনকি কোন নোট পাওয়া যাবে না ব্যাপারটি স্বাভাবিক নয় ।
তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কে হতে পারে প্রকৃত শেক্সপিয়ার এর সাহিত্তের দাবীদার । এ বিষয়ে বহু মতামত প্রচলিত আছে । Oxfordian theory of Shakespeare authorship অনুযায়ী এডওয়ার্ড ডি ভেরিকে শেক্সপিয়ার সাহিত্তের প্রকৃত স্রষ্টা বলে ধরে নেয়া হয় ।
এডওয়ার্ড ডি ভেরি
এ বিষয়ে ২০১১ সালে Anonymous নামক একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল । চলচ্চিত্রের ট্যাগলাইন – was Shakespeare a fraud ? যেখানে এডওয়ার্ড ডি ভেরিকে শেক্সপিয়ার এর নাটকের প্রকৃত লেখক হিসাবে দেখান হয়েছে ।
এগুলো ছাড়াও শেক্সপিয়ারকে ঘিরে বিতর্ক প্রচলিত আছে , যেমনঃ
১। তার মৃত্যুর প্রকৃত কারন কি ছিল ?
২ ।তার অধিকাংশ সনেটে সুদর্শন যুবকের প্রতি উগ্র ভালবাসা প্রকাশ পায় – এ নিয়ে অনেক শেক্সপিয়ার গবেষক মনে করে থাকেন , তিনি হয়তবা পুরুষের প্রতি বিকৃত যৌন মন মানসিকতার অধিকারি ছিলেন ।
৩। কিছুদিন আগে এক গবেষণায় প্রকাশ পায় , তিনি আলুর ব্যবসায় ট্যাক্স ফাঁকি দিতেন , অর্থাৎ দুর্নীতিগ্রস্থ ছিলেন ।
প্রকৃত সত্য হচ্ছে আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে খুব কমই জানতে পেরেছি ।
সূত্রঃ
Click This Link
Click This Link
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৩:৪৪
কেমিক্যাল রিয়াদ বলেছেন: আমিও চিন্তিত !
২| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১:২৯
রমিত বলেছেন: অনেকের মতে Sir Francis Bacon-ই উইলিয়াম শেকসপীয়ার ছদ্মনামে লিখতেন।
Shakespeare's authorship was first questioned in the middle of the 19th century, when adulation of Shakespeare as the greatest writer of all time had become widespread. Shakespeare's biography, particularly his humble origins and obscure life, seemed incompatible with his poetic eminence and his reputation for genius, arousing suspicion that Shakespeare might not have written the works attributed to him. The controversy has since spawned a vast body of literature, and 80 authorship candidates have been proposed, the most popular being Sir Francis Bacon; Edward de Vere, 17th Earl of Oxford; Christopher Marlowe; and William Stanley, 6th Earl of Derby
০৬ ই মার্চ, ২০১৫ রাত ৩:৪৪
কেমিক্যাল রিয়াদ বলেছেন: হয়তবা , আগেই বলেছি অনেকগুলো মতামত আছে এ ব্যাপারে
৩| ০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:২০
শুভ্র বিকেল বলেছেন: গত বছর ওনার বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছিল! ওনি ছোট সময় কোথায় থাকতেন বড় হলে কোথায় থাকতেন, ওনার সন্তান এবং তার সন্তান কোথায় থাকতেন তাও দেখলাম! অন্য কেউ সেক্সপিয়ার নামে লিখত বা তিনি ভুয়া এমন মনে হয়নি!
০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৮
কেমিক্যাল রিয়াদ বলেছেন: আমিও বিশ্বাস করতে চাই , তিনিই প্রকৃত শেক্সপিয়ার । তবে বিতর্ক তো বিতর্কই ।
৪| ০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৪৭
ভিটামিন সি বলেছেন: খাইছেরে বাংগালি গোয়েন্দাগণ এইবার যুক্তরাজ্যেও নাইম্যা গেছে!! লও ঠেলা। রানী এলিজাবেথ এইবার তুমি টের পাইবা, বাংগালি কি জিনিস!!
৫| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৯
সাদী ফেরদৌস বলেছেন: আমি বুঝি না , মা মাত্র দুই তিনশো বছরের আগের উইলিয়াম সেক্সপিয়ার সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নয়।আরও দুই তিন হাজার বছর আগের ইতিহাস যে কই পাইছে আল্লা মালুম।হকিং এর একটা কথা মনে পরে যাচ্ছে " টাইম মেশিন এ করে যদি অতীতে যাওয়া যেত তাহলে সবচেয়ে বেশি বিপাকে পরতেন ইতিহাসবিদেরা"
০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৫
কেমিক্যাল রিয়াদ বলেছেন: ঠিক বলেছেন , ধন্যবাদ ।
৬| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেক্সপিয়ার নয় উনার নাম হচ্ছে শেক্সপিয়ার। অনুগ্রহ করে তা সংশোধন করে নিন।
০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৩
কেমিক্যাল রিয়াদ বলেছেন: সংশোধন করা হল । ধন্যবাদ । আমি বাংলা ভাষায় দুর্বল
৭| ০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২২
হেমলক, ধুতুরা ও অন্যান্য বলেছেন: মাথা ঘুর-তাছে...............
৮| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ২:৩৬
মহান অতন্দ্র বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১:২০
খান আসিফ তপু বলেছেন: চিন্তিত বোধ করছি।