নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
ঈদের খুশি ঈদের হাসি
ঝরে পড়ে রাশি রাশি
সবার মনে বাজে বাঁশি
ঈদ সকল দু:খ নাশী।
২।
রোজার শেষ প্রভাতে
ভাঙ্গে যখন নিদ
হই হুল্লোরে মনে পড়ে
আজকে খুশির ঈদ।
৩।
কঠিন সাধনা শেষে
খুশির ঈদ আসে
ঈদের আনন্দে আত্মহারা
পাপে পা, পূন্যি নাশে।
অধিক উল্লাসে মেতে
পার্কে গিয়ে বসে
কপোত-কপোতিরা
মাতে রঙ্গে রসে।
রোজাতেই হয় নাকি
কেবল সংযম?
বছরজুড়ে শুদ্ধ থাকলে
পূণ্যি কি খুব কম!
নিয়ন্ত্রণে রাখা নিজেকে
কঠিন কিছু নয়
সকল কাজের আগে, মনে
রাখ আল্লাহর ভয়।
৪।
ছোট মণির ঈদে চাই
ক্লিপ চুড়ি লাল
এসব হাতে পেলেই
হাসি দেয় এক গাল।
৫।
আদরের সোনামণিরা
চায় নতুন শার্ট
কিনে যদি না দেই তবে
ভেঙ্গে যাবে হার্ট।
৬।
ঈদ আনন্দে সঙ্গি হয়
গরীব দু:খী সব
দিন জুড়ে বাতাসে ভাসে
খুশির কলরব।
৭।
ঈদের দিনে ভাল লাগে
শিশুদের হাসি
নতুন জামায় হাসি মুখ
বড্ড ভালবাসি।
৮।
ঈদের দিনে টিভি দেখি
একসাথে স্ব-পরিবারে
নাচ, গান, নাটক সিনেমা
কোনটাই দেই না ছেড়ে।
৯।
এত চ্যানেলের ভীড়ে
কি রেখে কি দেখি
হাবিজাবি আর যাচ্ছেতাই
সবই লাগে মেকি।
১০।
রিমোট হাতে চ্যানেল ঘুরাই
হুমায়ূন নাই কোথাও
অসময়ে স্যার চলে গেল
হাসির নাটক উধাও।
১১।
অপেক্ষায় থাকা হতো
ঈদ আসবে যখন
নাটক দেখব হুমায়ূনের
টিভিতে বসি তখন।
১২।
হুমায়ূন আহমেদের নাটক ছাড়া
ঈদে মজা পাইনা
আগের মতো তাই নাটক দেখতে
টিভির সামনে যাইনা।
১৩।
ঈদ আসে ঈদ যায়
থেকে যায় স্মৃতি
কত প্রিয়জন হারায়
এটাই যে রীতি ।
১৪।
ঈদের খুশি ম্নান হলো
গাজায় শিশু, মুসলিম নিধনে
ঝাঁঝরা হলো শিশুর বুক
বাতাস ভারি মায়ের রোদনে ।
১৫।
ঢাকার ঈদ লাগে না ভালো
মন উড়ে চলে যায় গায়ে
পায়েস সেমাই হরেক পিঠা
নিজ হাতে বানাতো মায়ে ।
১৬।
গায়ের ঈদে খুব ভোরেই
ভাঙ্গত সবার ঘুম
সকাল বেলায় সালামী নিতে
পড়তো সালামের ধুম ।
১৭।
বাবা চাচা ভাইয়েরা সব
চলে যেত ঈদগাহের মাঠে
মা চাচী বোনেরা মিলে
উল্লাসে মাতি পুকুরঘাটে।
১৮।
নতুন জামা পড়ে লিমা
আয়নার সামনে বসে
সাজুগুজু করে শেষে
গ্রাম বেড়ায় চষে ।
১৯।
ঈদ সকালে সেমাই খেতে
ছোটসোনারা ঘরে করে ভীড়
পিঠা পায়েস সেমাই খেয়ে
হাসে খোকা; আনন্দে ভরা নীড়।
২০।
দাওয়াত খেতে এঘর ওঘর
চলে যাই সবে মিলে
হরেক রকম খাবার পেয়ে
সবগুলো খাই গিলে।
©somewhere in net ltd.