নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
গত ২৬-০৮-২০১৪ তারিখে ক্যানন ৬০০ডি ক্যামেরা খরিদ করি । এখনো ফাংশনগুলো
বুঝে উঠতে পারিনি....... ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাব।
প্রথম ছবিগুলো এডিট ছাড়াই পোষ্ট করলাম। শুধু সিগনেচার দিয়েছি ........ সাইজ ৫ মেগা হয় এটা কমাবো কিভাবে। আসলে কত মেগা থাকলে ছবির কোয়ালিটি ভাল থাকবে এবং লোড হতে সময় কম লাগবে আশাকরি সুচিন্তিত মতামত জানতে পারবো........
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
মতিঝিলের ছবিগুলো আজকেই তুলেছি........
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু আপি । ১১০০০ কিনতে গিয়েও মত পাল্টিয়ে এটা কিনলাম
২| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৮
অন্ধবিন্দু বলেছেন:
সাবজেক্টে আরও মনযোগী হতে হবে। গুগলে প্রশ্ন করুন ! উত্তর পেয়ে যাবেন সহজেই। ধন্যবাদ এবং পোস্টে প্লাস।
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা এটা সত্য........ আসলে হয় কি..... মেয়েরা ছবি তুলতে অনেক কষ্ট লজ্জার জন্য অনেক সময় তাড়াহুড়া করা হয় বেশীর ভাগ ছবিই আমার এমন তুলি তুলি করে নষ্ট হয়ে যায় । থ্যাংকস সুন্দর পরামর্শের জন্য
৩| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২২
লুলুপাগলা বলেছেন: ছবির কোয়ালিটি মেগাপিক্সেল দিয়ে মাপা হয়না, মেগাপিক্সেল হলো ক্যামেরা মেনুফেকচারারদের একটা মার্কেটিং পলিসি। রাস্তায় যে বড় বড় বিলবোর্ডগুলো দেখা যায় সেই মাপের একটা ছবির জন্য ৭/৮ মেগাপিক্সেল হলেই চলে। বেশী মেগাপিক্সেল মানেই ভাল ক্যামেরা এই ধারণাটা সম্পূর্ণ ভূল। ভালো ছবি নির্ভর করে ফটোগ্রাফারের ক্রিয়েটিভিটি, দক্ষতা এবং অভিজ্ঞতার উপর, ক্যামেরা যার একটা উপকরণ মাত্র।
আপনার কাছে যদি ভালো একটা ক্যামেরা এবং ল্যান্স থাকে সেই সাথে ক্রিয়েটিভিটি, দক্ষতা এবং অভিজ্ঞতা যোগ হয় হয়তো অসাম কিছু বের হয়ে আসতে পারে। ফটুগ্রাফীর জন্য দামী ডিএসএলআর কিংবা সাদা রঙ্গের ল্যান্স প্রথম শর্ত নয়। তবে ফটোশপ কিংবা লাইটরুম টাইপের ফটো এডিটিং এপ্লিকেশন সম্পর্কে জানাটা জরুরী। এই ধরণের থার্ডপার্টি সফ্টওয়ার দিয়ে আপনি অনায়াসে ছবির কালার এডজাস্ট, সাইজ/রেজুলেশন বাড়াতে বা কমাতে পারবেন।
আপনার ছবিগুলো ভালো হয়েছে।
হ্যাপি ক্লিকিং...............
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর পরামর্শ পেলে তো ফটোগ্রাফার হয়েই যাব একদিন।
লাইটরুম সফটওয়্যারটা নাই
এটা শিখতে হবে ।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সুন্দর থাকুন
৪| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২০
ট্রোল বলেছেন: লুলুপাগলা র সাথে একমত
ফটোশপ না থাকলে একটু বেশী সতর্ক থাকতে হবে।
ফটোশপ দিয়ে ছবির অবাঞ্চিত অংশ সরিয়ে দিলে মোটামুটি সুন্দর দেখা যায়।
ছবির কোয়ালিটি না কমিয়ে সাইজ কমানোর কিছু সফ্টওয়ার আছে, ৫এমবি থেকে ১এমবি করা যায়।
৫| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৬
বনসাই বলেছেন: সামুতেই ফোটোগ্রাফির উপর লেখা অনেক অনেক ব্লগ আছে, পড়ে নিতে পারেন। ভালো ছবি দেখতে হবে খুব বেশি, কেন ভালো লাগছে- বের করুন।
আজকের ছবিগুলো আপনার প্রথম তোলা- নিজেই তবে যাচাই করতে পারবেন কেমন হয়েছে।
হ্যাপি ফোটোগ্রাফি!
৬| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১০
নুর ইসলাম রফিক বলেছেন: এই পালটা যে বাস্তবতার শিকার।
৭| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭
মিজভী বাপ্পা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ছবি দি আমার আবার ফুটু শুটু তুলতে লুইজ্জা লাগে। তাই তুলি টুলি না +++++++++++++++++++++++
৮| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৬
নাজিয়া হাসান বলেছেন: আপনার যা করতে হবে ছবি গুলো আর একটু ক্লোজ,এবং ডিটেইল আনতে হবে।আর নেট থেকে ফটো এস্কেপ সফটওয়্যারটা নামিয়ে নিবেন,ছবি গুলো একটু এডিট করে নিবেন ব্যাস।ছবি সুন্ধর হয়েছে লেগে থাকুন পারবেন।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৫
সায়েম মুন বলেছেন: ২ নং ছবিটা বেশী ভাল লেগেছে। ছবি তুলতে থাকুন। একদিন হাত ঠিক হয়ে যাবে।
ক্যামেরাটা কত নিয়েছে?
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৮
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: সন্দর পোষ্ট। মনে হয় কিছু ছবি বাংলাদেশ ব্যাংক থেকে তোলা। আপনি কি বাংলাদেশ ব্যাংককে আছেন?
শুভ কামনা আপনার জন্য।
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২০
সুমন কর বলেছেন: ++++
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৬
সোহানী বলেছেন: ভাইরে আমি ক্যানন ১১০০ ডি কিনে চালানো চেস্টা করে ব্যার্থ হয়ে বাক্স বন্দী করে রেখেছি.... আপনিতো ভালই চালাচ্ছেন.....
ছবিগুলো কিন্তু ভালো হয়েছে......++++