নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
ও হিমুর কারিগর তুমি
হারালে কই শুনি
হিমুর দেখা পেতে আবার
আজো প্রহর গুনি।
চান্নি পসর রাত্রিগুলোয়
স্মরি তোমার কথা
অবেলাতে গিয়ে দিলে
পাঠক মনে ব্যথা!
হিমু সাজে চান্নি রাতে
তোমায় ভালবেসে
অবাক করা জোছনার আলোয়
হিমুরা যায় ভেসে!
হলুদ সাজে সাজি হিমি
খোলা চাঁদে বসি
হিমেল হাওয়ায় চান্নি আকাশ
একলা একা চষি!
তিথিরা সেই নীল তোয়ালে
ওড়িয়ে দেয় হাওয়ায়
মারুফের অপেক্ষায় তারা
বসে দখিন দাওয়ায়!
রূপা আজো খুঁজে ফিরে
হিমুর দেখা পেতে
তোমার কাছে তাইতো রূপা
চায় সে ফিরে যেতে!
ভুলি নাই-তো আমরা তোমায়
জন্মদিনে স্মরি
তোমার জন্য ভালবাসা
শ্রদ্ধায় বুকে গড়ি!
শুভেচ্ছাতে কোটি পাঠক
স্মরণ করলো তোমায়
প্রিয় মোদের হুমায়ুন স্যার
আছো চির কোমায়!
আজ তোমার জন্মদিন শুনো
শুভেচ্ছার অন্ত নাই
মোদের ছেড়ে নিলে তুমি
চির নিদ্রাতে ঠাঁই।
যেথায় আছো ভাল থেকো
দোয়া তোমার তরে
সুখ শান্তিতে থেকো একা
আঁধার কালো ঘরে!
তোমার লেখার ভালবাসায়
করলে মোদের আটক
আত্মা যেনো সুখে থাকে
দোয়া করি পাঠক!
November 13, 2016 at 11:29pm
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন
২| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যেথায় আছো ভাল থেকো
দোয়া তোমার তরে
সুখ শান্তিতে থেকো একা
আঁধার কালো ঘরে! সুন্দর!
হিমু স্রষ্টার জান্নাতবাস কামনা করছি।
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
ধন্যবাদ আপনাকে
৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
ধ্রুবক আলো বলেছেন: স্যারের স্মরণে লেখা ছড়া খুব সুন্দর লিখেছেন।
স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সব সময়।
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন অনেক অনেক
৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
"সুখ শান্তিতে থেকো একা
আঁধার কালো ঘরে! "
-মনে হয়, ভুল কামনা! আঁধার কালো ঘরে একা কেন থাকবেন তিনি, যেখানে কোটী মানুষ উনার পাঠক!
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবরে একলা থাকতে হয়-সেখানে দুনিয়ার কোন কর্মই কাজে লাগবে না গাজী ভাইয়া .. সব হিসাব নিজেকেই দিতে হবে।
যাই হোক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাল থাকুন
৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
নাগরিক কবি বলেছেন: হুমায়ূন, ভালোবাসার একটি নাম
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সইত্য দাদাভাই
ধন্যবাদ অনেক অনেক
৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
নিরাপদ দেশ চাই বলেছেন: হিমু, মিসির আলী, শুভ্র, রুপারা কালজয়ী হয়ে গেছে।শত বছর পরেও তারা বেচে থাকবে ।
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য। হুমায়ূন আহমেদ আমাদের মাঝে অমর হয়ে থাকবেন
ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
রাজীব নুর বলেছেন: ওস্তাদ চাঁদগাজী সাহেবের মন্তব্যের সাথে একমত।
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
ধন্যবাদ নুর ভাই ভাল থাকুন
৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
হে গল্পের যাদুকর....
আজ শুভ জন্মদিন তোমার ।
শ্রদ্ধা আর ভালবাসার থাকবে
তোমার প্রতি চিরকাল।
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকো
৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১
জাহিদ অনিক বলেছেন:
আপনি বেশ প্রচুর হুমায়ুন পাঠ করেছেন; বোঝাই যাচ্ছে।
ধন্যবাদ ও শুভেচ্ছা
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আগে তো পড়তাম
এখন আর পড়ার সময়ই পাই না আফসোস
ধন্যবাদ আপনাকে
১০| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
এফ.কে আশিক বলেছেন: শুভ জন্মদিন যাদুকর।
যেখানেই থাকুন ভালো থাকুন...।
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন
ভাল থাকুন প্রিয় লেখন
ধন্যবাদ আপনাকে
১১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা হয়ে থাকুক বাংলার আকাশ জুড়ে
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হৃদয় আকাশ জুড়েও
ধন্যবাদ
১২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন আপু, মুগ্ধতা জানবেন
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন অনেক অনেক
১৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: হুমায়ুন স্যারকে জন্ম দিনের শুভেচ্ছা!!!
ছড়া এন্ড ছবির জন্য ++
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভেচ্ছা লেখককে
ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সাথেই থাকুন
১৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৭
রাতুল_শাহ বলেছেন: বেশ ছন্দময়....
১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন অনেক অনেক
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভালোবাসা একটি আবেগ।
যারা হিমুকে অনুসরণ করেন, তাঁরা কখনও আবেগের বশবর্তী হোন না।
বরং, রুপারাই তাঁদেরকে খুঁজে বের করে আবেগ প্রকাশ করে যায় চিরন্তন।
আর, হিমু? সকল বাঁধন ছিঁড়ে ফেলে খালি পায়ে পথে নেমে খুঁজে ফিরে অজানার পথ। তাঁর সাথী হয় শুধুই পক্ষী মানব।