নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

চোখে কেবল অন্ধকার আসে নেমে..........

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১



©কাজী ফাতেমা ছবি

চির ঘুমে যেদিন আমি
থাকব আঁধার গোরে
কেউ কি এসে নাড়বে কড়া
আমার বন্ধ দোরে!

কেউ থাকবে না পাশে আমার
নিঝুম একলা একা
কেউ কি তখন আসবে করতে
আমার সাথে দেখা!

মোমের আলো জ্বালবে কি কেউ
আমায় ভালবেসে
আমার কষ্টে কেউ কি যাবে
খিলখিলিয়ে হেসে!

সর্প বিচ্ছু যখন আমায়
দংশন করবে এসে
কেউ কি তখন বাঁচাবে গো
বসবে কাছে ঘেঁষে।

মাটি যখন এপাড় ওপাড়
চেপে ধরবে জোরে
আটকাবে কি কেউ এসে হায়!
বাঁধবে বাহুডোরে!

দাউদাউ করা আগুন হল্কা
পুড়তে যদি আসে
পানি ঢালতে আসবে কি কেউ
থাকতে আমার পাশে।

কেউ হবে না আপন আমার
হবে না কেউ আশা
এই দুনিয়ায় দেখাও কেনো
এতো ভালবাসা!

একলা এসে একলা যাবো
কেউ নই কারো আপন
এই দুনিয়ার মোহে পড়ে
সুখের জীবন যাপন।

আমি মোহ তুমি মোহ
ক্ষণস্থায়ী সকল
ভালবাসা কাছে আসা
সবই যে ভাই নকল!

এক লহমা করলে চিন্তা
আহা কষ্টের মরণ
থাকতে কি আর দিবে যমে
ধরলে গো তার চরণ!

ভাবতে বসে দীর্ঘশ্বাসে
মুহুর্মুহু কষ্ট
কেনো তবে ছুটছি মোরা
পথ ধরে সে ভ্রষ্ট!
November 30, 2016

মন্তব্য ৩৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

শায়মা বলেছেন: হায় হায় এমন কবিতা কেনো আপু!!!!!! :(

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: গত বছর লিখেছিলাম আপি। এ বছর পোস্ট করলাম । তবে মাঝে মাঝে এমনই মনে হয় :(

২| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

শাহিন বিন রফিক বলেছেন: মৃত্যুকে স্মরণ করে দেওয়া ছড়া।
খুব ভাল হয়েছে।
নতুন এলাম কি মন্তব্য করব ভাল বুঝতেছি না।

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকে ব্লগে স্বাগতম। পাশেই আছি পাশে থাকুন আর ধুমছে লিখুন ।

এইতো মন্তব্য দিয়ে দিলেন ভাল লাগল
ভাল থাকুন

৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতার মাধ্যমে চরম সত্য গুলোই বলে গেলেন আপু।
+++

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভাল থাকুন

আল্লাহ আমাদের আরো হেদায়েত দিন আমিন

৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

বিজন রয় বলেছেন: কবিতা লিখতে কষ্ট হয় কি না??

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: না দাদা তাতে তো কষ্ট হয় না । যত কষ্ট আমল করতে গিয়ে আফসোস :(

কেমন আছেন অনেক দিন পর দেখছি আপনাকে
ভাল থাকুন অনেক অনেক

৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

করুণাধারা বলেছেন: কবিতা পড়ে মন খারাপ হয়ে যাওয়াকে কি ভালোলাগা বলা যায়?

ছন্দে গাঁথা কবিতা পড়তে ভাল লাগল, আর সেই সাথে নির্মম সত্য আরেকবার উপলব্ধি করে মন বিষন্ন হল।

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া এমন কবিতা পড়লে মন খারাপই হয়-নিজের কথা ভাবি ফিরে ফিরে । কি সুন্দর সময়গুলোই না অবলীলায় হেসে খেলে দুনিয়ার জন্য পার করে দিচ্ছি। আল্লাহ আমাদের আরো হেদায়েত দিন আমিন

জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকুন

৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

ওমেরা বলেছেন: একজন ইসলামী স্কলারের লেকচারে শুনেছিলাম, উনি বলেছিলেন, “ আখেরাতের জন্য আপনি স্বার্থপর হবেন , আপনি আপনার ভাল আমলের ব্যাপারে কাউকে ছাড় দিবেন না , বাবা,মা,স্বামী,স্ত্রী এমনকি সবচেয়ে আদরের সন্তান তার জন্যও না । অন্ধকার কবরে বা আখিরাতের মাঠে এরা কেউই আপনাকে হেল্প করবে না । কাজেই স্বার্থপর হন ভাল আমলের ব্যপারে , আপনার সে আমল সেই কঠিন সময়ে আপনার পাশে থাকবে”। আপু আপনার কবিতা পরে সেই কঠিন সময়কে স্বরন হল । অনেক ধন্যবাদ আপু ।

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা একদম সত্য আপি। অথচ আমরা নামাজ রোজা কাযা করি সংসারের জন্য কাজের জন্য সন্তানের জন্য। অথচ আমার হিসাব আমাকেই দিতে হবে। আল্লাহ আমাদের আরো হেদায়েত দিন আমিন

ভালথাকুন আপি। জাজাকিল্লাহ খাইরান

৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যভাদ প্রামানিক ভাইয়া ভাল থাকুন

৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে++++ :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাক অনেক অনেক

৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাল মেসেজ দিয়েছেন। এসব রিমাইণ্ডার সবারই দরকার। আর কবিতা যথারীতি সুন্দর।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য। চোখের সামনে মানুষকে মরে যেতে দেখি তবু হুশ ফিরে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন আরো

ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১০| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম আপু.....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাইয়া
কেমন আছেন? লেখালেখি কেমন চলছে

ভাল থাকুন অনেক অনেক

১১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? আমরা আসলে ভুলে যাই যে মৃত্যুর পেয়ালায় প্রত্যেক প্রাণিকে চুমুক দিতেই হবে। আর তারপর মানুষকে নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে।

খুব সুন্দর জিনিস লিখেছেন আপু।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান ভাইয়া ভাল থাকুন

আল্লাহ আমাদের হেদায়েত দান দিন আরো

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

জেন রসি বলেছেন: জীবন উপভোগ্য হোক।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: তার সাথে মনে থাকুক পরকাল
ধন্যবাদ আপনাকে

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৬

মনিরা সুলতানা বলেছেন: জীবন হোক আলোকিত !!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
ভাল থাকুন

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৮

মলাসইলমুইনা বলেছেন: ওমেরার মন্তব্যটা কপি করা যাচ্ছে না (দুচ্ছাই কি যে নতুন নিয়ম কানুন এলো ব্লগে ! মনের সুখে একটু কোট করবো সেটাও মডারেটরদের সহ্য হয় না)| নইলে ওটা পেস্ট করলে সব বলা হয়ে যেত | শায়মার মতো প্রশ্ন নেই কেন এই কবিতা? বিরহ ব্যাথার, প্রেম ভালোবাসার কবিতার মধ্যেও মাঝে মাঝে মনে করিয়ে দেবেন সেদিনের কথা | ভালো লাগলো |

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

আল্লাহ আমাদের দয়া করুন আরো

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পারলৌকিক চিন্তা মুসলমানের ইমানদারির লক্ষণ ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আল্লাহ আমাদের হেদায়েত দিন আরো

ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

তারেক ফাহিম বলেছেন: মৃত্যু চরম সত্য। আমরা অবলিলায় সে সত্যকে ভুলে গিয়ে বিভিন্ন পাপে লিপ্ত হই।

পরকালের চিন্তা নিয়ে সুন্দর কবিতা, পাঠে মুগ্ধতা জানালাম।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া

সুন্দর মন্তব্যের জন্য ভাল থাকুন অনেক অনেক

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৬

কালীদাস বলেছেন: এ তো পুরাই কবরের আজাবের বিবরণ পড়লাম মনে হৈল :|

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হতে পারে
ভাল থাকুন অনেক অনেক

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

ব্লগ মাস্টার বলেছেন: অসাধারণ দারুন লিখেছেন আপু ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.