নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

একবার অনুশোচনায় নত হও পুরুষ..............

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮



একবার হও নতজানু-অনুশোচনায় নয় প্রেমে
একবার চাও ক্ষমা-ভালবাসা পারো নি দিতে তাই!
তাকাও ভালবাসায়
ভালবাসায় এসো ধুয়ে দেই বক্ষ তোমার যত আছে অভিযোগ
একবার বলো, নারী তুমি নও ছলনাময়ী, মায়াময়ী।

মোহিনী কামিনী নয় নারী
নারী তোমার মা-বোন-কন্যা-স্ত্রী
একবার সম্মানে হও নত।
পুরুষ -নও ঈশ্বর.....
তোমার পদতলে হতে পারে স্বর্গসুখ তবে
নারী মা,তার পায়ের নিচে তোমার জান্নাত।

একবার ভালবাসাবাসির পরামর্শে হও আগুয়ান
নারীর আবেগ বুঝতে একটু হও সচেষ্ট
নারী নয় পাথর কিংবা আগাছা
ছুঁড়ে ফেলো না অবহেলায়।

তোমার ভেতরের কাপুরুষটাকে- করো শাসন
যত অহম মনে পুরুষ বলে?
এসো চুরমার করে দেই ভালবেসে যত অহম।

নারীর ভিতর সেঁটে দিয়ো না তোমার মতামত
বুকের ভিতরের আহাজারি
কত না বলা কথার ছন্দ আকুলি বিকুলি উথলায় বুকে
শুনো নিবিড় কান পেতে।

পুরুষ, হয়ো না কামুক....
তাকিয়ো না ঐ রাস্তার ছিন্নমূল ষোড়শী পানে
চোখ মুদে তার জায়গায় বোনকে ভাবো!
একবার পুরুষ হও....
জোরে চেপে বসো না অবলার দেহে
মোহ কাটিয়ে দাও,এসো শুদ্ধতায় প্রেম শিখাই
নিশ্চিন্তে স্বস্তি দেই।

কামে হয়ো না হিংস্র
ছুরি বসিয়ো না বুকে কোন এক নারীর
সে তোমার আপনজন,
মা - ভেবে নাও তোমার কন্যা
এসো এখানে সম্পর্কের মূল্য শিখাই
অনুধাবন করো নারীর মূল্য।

কর্তৃত্ব হাতের মুঠোয় নিয়ে হুকুম করো না জারি
ভালবেসে হাত রাখো আলতো কাঁধে
সর্বস্ব দিতে হবে রাজি অনায়াসে নারী
তার আবেগে ঢেলে দাও প্রেম, বৃথা যাবে না স্বার্থপর পুরুষ
একবার আবেগ ছুঁয়ে দাও।
নতজানু হও,ভালবাসার জাল দাও বিছিয়ে
দেখে নিয়ো,সে নারী শুধু তোমার হবে,
জিয়ন ও মরণে।

মন্তব্য ৬৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

মানুষ বলেছেন: খিদা লাগসে

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: রান্নাঘরে যান-ভাত বেড়ে খাইয়ালান গিয়া :)

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: আপু শিরোনাম দেখে ভয় পেয়েছি।
কবিতা পড়ে ভয় কেটে গেছে।
সবাই মিলেমিশে থাকলেই ধরনীতে সুুখ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
জি ভাইয়া আমরাও এটা চাই
সবাই মিলেমিশে চললেই সুখ

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পুরুষদের জন্য উপদেশ বুঝলাম, নারীদের জন্য উপদেশ কে বিতরণ করবে?

লেখার বিষয়বস্তু ভাল হয়েছে আপু।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
আপনি আছেন কি কইত্তে। লিখে ফেলেন একখান

ধন্যবাদ ভাল থাকুন

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
কবিতাটা পরে আবেগে আপ্লুতে হয়ে পড়লাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

নতুন নকিব বলেছেন:



কবিতায় ভাললাগা।

ইদানিং কম দেখা যায়। কারন কী?

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

সামুর সবাই কম ভালবাসে তাই আসি না :(

আমার নাম কারো মনেই থাকে না :'(

এইতো আছি ব্যস্ততার মাঝে
ভাল থাকুন

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাহ! যেমন সুন্দর কবিতা তেমন সুন্দর মেসেজ। মুগ্ধ হইছি আফা।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ অয়ন ভাইয়া । ভাল থাকুন পাশেই থাকুন অনেক ভালবাসা শুভেচ্ছা রইল

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

কুঁড়ের_বাদশা বলেছেন: নারী মা,তার পায়ের নিচে তোমার জান্নাত। কিংবা, স্বামীর পায়ের চলে স্ত্রীর বেহশত!!

আপা, আপনার লাইনটা কোথা থেকে পেলেন? বা সঠিক রেফারেন্স কি?

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বামীর পায়ের তলে বেহেশত এটা বলি নি
এটা কোথাও নাই

حديث معاوية بن جاهمة أنه جاء النبي صلى الله عليه وسلم قال : يا رسول الله أردتُ أن أغزو ، وقد جئت أستشيرك فقال : هل لك أم ؟ قال : نعم ، قال : فالزمها ؛ فإن الجنة تحت رجليها .

অর্থঃ মুয়াবিয়া ইবনে জাহিমা রাঃ নামের এক ছাহাবী রাসূল সাঃ এর কাছে এসে বললেন: হে আল্লাহর রাসূল সাঃ আমি যুদ্ধ করতে চাই। আর আমি আপনার কাছে পরামর্শ চাইতে এসেছি। তখন রাসূল সাঃ বললেন: তোমার মা কি বেঁচে আছেন। তখন ছাহাবীটি বললেন হা আছেন। তখন রাসূলে আকরাম সাঃ বললেন: তুমি তার কাছেই থেকে যাও। কেননা জান্নাত তো তাঁর পায়ের নিচে। নাসায়ী, তাবারানী, হাদীসের সনদ হাসান । তবে হাকিম রহঃ এবং যাহাবী রহঃ সহীহ বলেছেন আর মুনযিরী রহঃ স্বীকৃতি দিয়েছেন।

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এমন হাদিস অনেক জায়গায় পড়েছি। মায়ের মর্যাদা বুঝাতেও এ কথা বলা হয়েছে।
পিতামাতার সাথে সদাচারণ ভাল ব্যবহার করার কথাকোরআন এবং হাদীসে অসংখ্য জায়গায় স্পষ্টভাবে উল্লেখ আছে। এর চেয়ে আর রেফারেন্স আমার জানা নেই।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

ইমরান নিলয় বলেছেন: কবিতার চেয়ে ভেতরের কথা বড় হয়ে যায় মাঝে মাঝে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আমার বেলায় হয়। আমি এমনভাবেই লিখি
বড় হয়ে যায়
কি আর করা
ধন্যবাদ মন্তব্য করার জন্য

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


কারো পায়ের নীচে, মাথার উপরে কিছু নেই; নারীপুরুষে মিলেই পরিবার ও শান্তি, কিংবা অশান্তি

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম মিলে মিশেই শান্তি

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দাম্পত্য কলহের ঝাল ব্লগে মেটানোর কুনু মানে হয়??? ;)

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ বদের হাড়ির প্রতি ঝাল মিটাইছি। বাইরের ঝাল বাইরেই হাহাহাহাহ

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: নারী জাগরণের প্রতিবাদ মুখর কবিতা।
কবির লেখনীতে প্রতিবাদের ভাষা।
সুন্দর উপস্থাপনা।
কবিতা পাঠে মুগ্ধ হলাম প্রিয়কবি।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৬

নূর-ই-হাফসা বলেছেন: আপু কবিতা খুব ভালো লাগল ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি ভালবাসা রইল

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০০

পবন সরকার বলেছেন: দারুণ

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধণ্যবাদ অনেক অনেক

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




নারীবাদী কবিতা ?
অনুশোচনায় নত হওয়া নয় ; পুরুষ তুমি একবার নত হও নিজের কাছে.....

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: না

হ যেভাবেই হোক নত হোক

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:






চমৎকার আহবান । আবার পুরুষরা মানূষ হ ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন অনেক অনেক

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটিতে ভীষণ ঝাল ঝাড়ছেন আপুনি। সবাইকে এক ভাবলে কী হবে! তবে নারীবাদী কবিতা একখান হইছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: না ঝাল ঝাড়িনি
সবাইকে বলিনি
যারা ভাল তারা তো ভালই

ধন্যবাদ

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৭

মলাসইলমুইনা বলেছেন: ইচ্ছে মতো বললেন নাকি বকলেন ? তবুও কবিতায় ভালো লাগা |

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: না বকি নাই ভালবেসে লিখছি
ধন্যবাদ অনেক অনেক

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া ভাল থাকুন

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কেমন হলো....??? :)

আসলেই আজও পারিনি।
তাই বলে কভু কি পারিবো না ?
নাকি পারিবো একবার ?
কোন এক বসন্ত বাতায়নে...
তাই আশায় বুক বাঁধি
তারে বুকে লয়ে
কাটিয়ে দেবো এক রাতি..
রাত ফুরিয়ে আসিবে দিন
আমাদের প্রেম তবু
রবে অমলিন।
আজও পারিনি তাই বলে
কভু কি পারিবো না।
পারিবো বোধ হয়,
ভালোবাসা না পারিলে
মরিবো বোধ হয়!!

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ
ভাল থাকুন

২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

ওমেরা বলেছেন: আমাদের সহনশীলতার কত অভাব। পুরুষবাদী আর নারীবাদী হয়ে ছোট্ট এই জীবনটাতে নরক যন্ত্রনা বানানো ছারা আর কিছু কি পাওয়া যাবে অথচ আমাদের একটু ত্যাগই আমাদের এই ছোট্ট জীবনটাতে জান্নাতের সুখ বইয়ে দিতে পারে ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাই যদি বুঝত রে আপি
তবে নারীদের জীবন সুন্দরই হতো। সবাই বলছে নারীবাদী কবিতা
আজব প্রশ্ন

ধন্যবাদ আপনাকে আপি

২১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯

জাহিদ অনিক বলেছেন:

পুরুষের প্রতি কিছুটা ক্রোধ ও বিতৃষ্ণার দেখা পাওয়া গেল কবিতায়

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ আরে না সব পুরুষ তো আর সমান না

ভালরা তো ভালই

মন্দই তো বেশী দেখি

ধন্যবাদ এখানে আসার জন্য

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

এফ.কে আশিক বলেছেন: ভালো লিখেছেন
কবিতায় ভালো লাগা...।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আশিক ভাইয়া ভাল থাকুন

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

শাহানাজ সুলতানা অধরা বলেছেন:

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু :) ভাল থাকুন

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

আমি স্বর্নলতা বলেছেন: এসো এখানে সম্পর্কের মূল্য শিখাই
অনুধাবন করো নারীর মূল্য ।

কবিতায় একরাশ ভালোলাগা।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবা স্বর্ণলতা
ভাল থাকুন সাথেই থাকুন
ভালবাসা রইল

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

শায়মা বলেছেন: তাদের অনুশোচনার ধার কে ধারে আপুনি!!!!!!!!! :P



তার থেকে আমার রিমোই ভালো মানে আমার রোবোট! :)

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা হাহাহাহাহ হাহাা হাসতেই আছি

আসলেই তো তাদের শোচনার ধার কে ধারে। আমিও আর ধারি না
সকালেও গাইলাছে -আমার সব বই ফালায় দিতে বলছে। আমি এক কান দিয়া হুনছি খালি হাহাহহা

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: িআপনাকেও শুভেচ্ছা । কেমন আছেন?

২৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

মিঃ সালাউদদীন বলেছেন: যদি শুধু এটুকুই ভাবি ভাবি, "নারী পুরুষ" মিলেই পরিবার বা সমাজ এবং এ সমাজের প্রতি "নারী পুরুষ" দুজনেরই সমান দ্বায়িত্ব রয়েছে সুস্থ একটি সমাজ গড়ার, যে সমাজে থাকবেনা নারী দিবস বা পুরুষ, থাকবে শুধু মানবতা দিবস ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার মন্তব্যে সহমত পোষন করছি

ধন্যবাদ আপনাকে

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

মিঃ সালাউদদীন বলেছেন: ভালো থাকবেন স্বপরিবারে, ভালো থাকবেন আরো বেশী করে লেখার জন্য ।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি
আপনিও ভাল থাকুন

২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

মিঃ সালাউদদীন বলেছেন: পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা হয়তো স্বয়ং সৃষ্টিকর্তাই চেয়েছেন, যদি তাই না হতো তাহলে সকল নবী এবং রাসুল শুধুমাত্র পুরুষদের মধ্য থেকেই প্রেরন না করে তাঁদের মধ্য হতে অন্তত একজন হলেও মহিলা নবী বা রাসুল করে প্রেরন করতেন ।
তাই বলে, আমরা পুরুষরাকি একটু মানবিক হতে পারিনা ? একটু কি বিবেচনা করতে পারিনা যে মহিলাগনও-তো আমরা পুরুষদের মতই মানুষ, তাঁদেরও বিবেক এবং বুদ্ধি আছে, আছে সখ এবং ইচ্ছা । আমরা পুরুষরা কি একটু ভাবতে পারিনা যে, আমরা যেমন অফিসে চাকুরী করে টায়ার্ড হই, তেমনি ভাবে মহিলাগনও-তো সারাদিন সংসারের ঘানি টেনে টেনে টায়ার্ড হন ? তাহলে কেন অফিস থেকে ফিরে সাংসারিক কাজে স্ত্রীকে একটু সাহায্য করিনা, কেন দুইকাপ চা বানিয়ে তা স্ত্রী স্বামী একসাথে বসে পান করিনা ? আসুন আমরা পুরুষ আজ থেকেই সাংসারিক কাজে স্ত্রীকে একটু সাহায্য করার প্রতিজ্ঞা করি, সাবাস পুরুষ !

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ভাবনা সুন্দর
ভাল থাকুন

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫

মিঃ সালাউদদীন বলেছেন: তোমার ভাবনা গুলো আরো সুন্দর ।তোমার ভাবনা গুলো আরো সুন্দর ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিটা ভাল নয়
এমন ছবি আমার লেখায় পোস্ট করবেন না প্লিজ

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪১

মিঃ সালাউদদীন বলেছেন: আমি এক হাজার বার দুঃখিত !

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন

৩২| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ১২:০৭

মুক্তা নীল বলেছেন:
তোমার ভেতরের কাপুরুষটাকে- করো শাসন
যত অহম মনে পুরুষ বলে?
এসো চুরমার করে দেই ভালবেসে যত অহম।


আপা , আপনি তো অসম্ভব ভালো কবিতা লিখেন। আমি
এই কবিতা পড়ে অবাক হয়ে গেলাম , এতো ভালো করে
আহ্বান, শুধরানো ও ভালোবাসার কথা লিখে গেলেন ।
ভালো থাকুন ও শুভকামনা।

২৫ শে জুন, ২০১৯ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি আমি কৃতজ্ঞ। এত আগের লেখা খুঁজে পড়েছেন। আমার লেখা অনেকেরই ভালো লাগে না আমি জানি। অনেকেই বলে লেখা টেনে হিচড়ে বড় করি। কিন্তু কি করবো আমি এমনভাবেই লিখি, টেনে বড় করার মত কোনো কথা তো লিখিনি। যাই হোক । আপনার মন্তব্য দেখে আবারও অনেক অনেক অনুপ্রাণিত হলাম । আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

জাজাকিল্লাহ খাইরান

৩৩| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩৪

রানার ব্লগ বলেছেন: অভিযোগ সমৃধ্য কবিতা। এত্ত অভিযোগ নিয়ে থাকেন কি করে ?

২৫ শে জুন, ২০১৯ দুপুর ১২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অই ভাইয়া অভিযোগের সুযোগ টা দিছে কিডা কন তো দেহি হুহ

৩৪| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৩:০১

রানার ব্লগ বলেছেন: আমি যদি বলি আপনারা !! আমি জানি আপনি চিৎকার করে বলে উঠবেন না আ আ আ আ আ আ !! সব দোষ পুরুষের, আসলেই কি তাই? একটা কথা বিশ্বাস করেন আর নাই করেন আমরা ছেলেরা যখন ভালবাসি সর্বস্ব দিয়ে ভালোবাসি। আপনি তো জান্নাত টান্নাত নিয়ে অস্থির হয়তে আছেন, আসুন না পুরুষ কে পুরুষ হিসেবে না দেখে আপনার সহযাত্রি হিসেবে দেখুন দেখবেন সামান্য বা অসাম্ন্য ত্রুটি গুলও আর চোখে লাগবে না। নতজানু হওার দরকারটাই বা কি দুজন দুজনার দিকে শির উর্ধে রেখে চোখের দিকে তাকিয়ে বলি আমি তোমাকে ভালবাসি। দেখবেন সব ভুল গুল কথায় পালিয়ে গেছে।

৩৫| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: নারী দিবস আজ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.