![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বাঁশ খায় ধুপধাপ শুনে লাগে খটকা
টিনা মিনা জোরে কয় সাঈদ'রে লটকা
চাই চাই নীতি তার কি যে প্রেম ছন্দ,
ইনা বীনা রিনা প্রেমে সাঈদ'টা অন্ধ।
হাঁস ফাঁস কাটে তার খায় দিলে ঝাটকা
ফুলি এসে বলে যায় সাঈদ'রে আটকা
দিলে চোট পেয়ে শেষে করে দোর বন্ধ
কাঁদে বেটা হুশ হাশ, দিল পুড়া গন্ধ।
ঠাস ঠাস চড় মারে যেনো ফুটে ফটকা
সাঈদের মনে লাগে কিসে যেনো খটকা
জেনে গেছে মাতা, কি যে হবে হাল তার
ক্ষণ তার হলো টক দই চালতার।
বুটবাট বাজে পেটে একি শুনি ভাইরে
প্রেম জমে হলো গ্যাস, শব্দ আসে বাইরে
নাক টিপে মাতা বলে তোর কি-যে হয়েছে
পেটে কি বদহজম'টা এখনো রয়েছে?
(ফেবুতে দি অনলাইনার্স একটা গ্রুপ আছে এখানে সবাই খুব মজা করি। আবু সাঈদ ভাই নামে একজন ভাই আছেন-তিনি বিলু ভাইকে পচান প্যারোডী লিখে-মাঝে মাঝে আমিও পচাই। ইহা তাহারই একটি নমুনা)
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মাআইপা
ভাল থাকুন
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো আপু । মজার ছিল ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন অনেক অনেক
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬
মানিজার বলেছেন: মন্দ হয়নাই ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাঈদ ভাইর কাহিনী এটা না হয় বুঝলাম!
কিন্তু উপরে 'কি করির' ছবি দিলেন ক্যা?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা বদ পোলা তো তাই সেটে দিলুম হাহাহাহ
থ্যাংকু
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩
বিজন রয় বলেছেন: কেমন আছেন আপা!
জীবনে খটকা লাগুক এটা চাই না।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ দাদা ভাল আছি কিন্তু আপনাকে বহু দিন দেখি না
কেমন আছেন আপনি?
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: একেবারে সুকুমার রায়ের মত হয়েছে দেখছি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ ভাইয়া বলো কি
ভয় দেখাইয়ো না কিন্তু
সুন্দর মন্তব্যে রজন্য ধন্যবাদ ভাল থাকো
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৪
আটলান্টিক বলেছেন: ধর সাঈদ রে ধর.....
হা হা হা আপু
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ ধর ধর
অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
শুভেচ্ছা
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২
শকুন দৃিষ্ট বলেছেন: কোবতেতে ভালুলাগা!!!
মনে হইতেছে ঝিঁ-কে মারিয়া বউকে শেখাইতে চাইতেছেন!!! তয় "কি করি" পুলাডা বড় ভালু লুক আছিল!! হেতের চুল গুলান সামনে থেইকা কাইটা দেন!! মাস্তান-মাস্তান লাগিতেছে!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যহ হ্যহ হ্যহ ভালই বুঝছেন দেখি হাহাহা
হেতের চুল আমি কাটুম কি করে-হেতে দূরে থাকে
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮
হাসান ৭৮৬ বলেছেন: হেহে বেশ লাগল আপু।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: খুব ভালো খুব ভালো পচালেন কাহারে
বেচারির বারোটা, দুখ লাগে আহা রে...
পচানিতে ওস্তাদ দুষ্টুর রানি
এতে খুব মজা হয়, নয় মানহানী।
শুভেচ্ছা রইল। আপনি ভালো লিখছেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা এটা নিয়ে অনেক মজা হয়েছে হাহাহা
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬
জাহিদ অনিক বলেছেন:
এই বিলু কি আমাদের বিলিয়ার রহমান ??
প্যারোডি ছড়া ভালো লেগেছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: না
দা অনলাইনার্স এর এক বিলাল ভাই
ধন্যবাদ
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিদের কাজই হল শব্দ বুনে কারিশমা দেখানো!
খুব সুন্দর ছড়া লিখেছেন আপা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ
তো আপনার লেখালেখি দেখতে পাচ্ছি না বড়
কি হলো আবার
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
ধ্রুবক আলো বলেছেন: কবিতা বুঝি নাই, কিন্তু বেশ মজার ছিলো +।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা মজা লাগলেই হলো
অনেক ধন্যবাদ
১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এক কথায় অনন্য। পড়ে তৃপ্তি পেলাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাইয়া ভাল থাকুন
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হাত তালি দিতে চেয়েছিলাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই তো পেয়ে গেলাম হাহাহাহাহ
১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮
সোহানী বলেছেন: হাহাহাহাহা... প্রেম জমে পেটে গ্যাস হয়................... এর চেয়ে জটিল তথ্য আর নেই
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা একদম ঠিক আপি
প্রেম জমে পেটে গ্যাস
অনেক ধন্যবাদ পোস্টে আসার জন্য
১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮
রুফাইদা তারান্নুম বলেছেন: পড়ে মজা পেলাম
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
নিচু তলাৱ উকিল বলেছেন: অনলাইনার্সে পড়েছিলাম আপা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ এখানে দেখে ভাল লাগল
ভাল থাকুন
২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাইয়া
ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯
মাআইপা বলেছেন: দারুন লাগলো