নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

একদিন উড়ে যাবো বহুদূর....

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২



©কাজী ফাতেমা ছবি

একদিন সব ফেলে এখানে-আমি উড়ে যাব, মিশে যাবো হাওয়ায়
তুমি তখনো উর্ধ্বমূখী দাঁড়িয়ে খুঁজবে আমায় অপলকে-দখিন দাওয়ায়।

বুকে যত দীর্ঘশ্বাস, নি:শ্বাস টেনে ছেড়ে দিবো-ঝরবে তোমার মাথার উপর
তুমি একলা হবে গো একলা হবে-একদিন উদাস হবে তোমার রোজ দুপুর।

বুকে যত বিষ-যাতনা, উগড়ে দেবো-বৃষ্টির মতন ঝরবে-দেখবে তুমি দেখবে
কষ্টের বদলে কষ্ট-বুমেরাং হবে সব-বিঁধবে বুকে, কিভাবে সে তুমি রুখবে?

মন ছুঁয়ে আছে যত নীল বেদনা-চোখের কোণ গড়িয়ে-হবে ধীরে নিম্নমূখী
মুঠোয় পুড়ে নিয়ো, নীল জলের স্পর্শে সেদিন নিজেকে করে নিয়ো সুখি।

তিতে কথার ফুলঝুড়ি সব ঢেলে দেবো উপর হতে-পড়বে তোমার চোখে
অনুভূতির মূল্য দিতে সেদিন তুমি বন্ধ চোখে মর্ত্যে পড়বে পড়বে ঝুঁকে।

অনুভবের দেউড়ি'টা সেদিন খোলা রেখো-কষ্ট যত হবে বুমেরাং-
যত রঙ আছে জীবন জুড়ে-কালো মেঘে ছেয়ে যাবে-সব হবে বেরঙ!

অবহেলা যত আছে জমা, উজার করে দেবো উড়িয়ে হাওয়ায়-তুমি নিয়ো লুফে
রোমন্থণ করো কষ্টগুলো, আঁকড়ে ধরো স্মৃতি-আঁধারী রাতে চুপে।

অবজ্ঞা উপেক্ষা আছে যত সব ছেড়ে দেব নিচে-পড়বে গড়িয়ে-ধরো!
বুকের বাম দিকটা ছুঁয়ে সেই সব উপেক্ষা অবজ্ঞা-বুকে ছবতাজ মহল গড়ো।

ফিরবো না আর এখানে-তুমি থেকে যাও, আমার দেয়া শেষ উপহার গুলো নিয়ে
শুনে রাখো-উড়ে যাবো ঠিক ঠিক-সাথে নিয়ো যাবো তোমার সুখ ছিনিয়ে।

কষ্ট দিতে দিতে শেষ সীমায় পৌঁছেছো, বোম ব্লাস্ট হবে অতি শীঘ্র
একাকিত্বের হাত ধরে, কি সুখ নিয়ে বাঁচো - দেখতে হয়েছি ব্যগ্র।

সত্যি দেখো একদিন হারাবো-বলে দিলাম-ঠিক হয়ে যাবো নিশ্চিহ্ন
দেহ মন সুখ দু:খ হতাশা নিরাশা আনন্দ তোমা হতে করবো বিচ্ছিন্ন।

আসবো না ফিরে-নামবো না নিচে-ডাকলেও আর তুমি হাত বাড়িয়ে
যাবো চলে যাবো একদিন, শূন্যে ভেসে ভেসে তোমার সীমানা ছাড়িয়ে।

(লেখা চুরি দন্ডনীয় অপরাধ) (মুম্বের উপর ছিলাম তখন)
সনি সাইবার শট

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

আটলান্টিক বলেছেন: একদিন সব ফেলে এখানে-আমি উড়ে যাব, মিশে যাবো হাওয়ায়
তুমি তখনো উর্ধ্বমূখী দাঁড়িয়ে খুঁজবে আমায় অপলকে-দখিন দাওয়ায়।

মন খারাপ করা একটা লাইন :( :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন হারাতে রোজই ইচ্ছে করে কিন্তু উপায় নাই :(

আসলেই মন খারাপ করা লাইনই :( ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অবজ্ঞা, উপেক্ষা, অবহেলার এসব মনখারাপ করা কথায় মনটা খারাপ হয়ে গেল আপু। সব দুঃখ আর না পাওয়ার দীর্ঘশ্বাস চিরতরে মুছে যাক। মনের আকুতিগুলো পূর্ণতা পাক সেই কামনা করি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু জিনিস আসলে কপালেই লেখা থাকে। যখন কপাল ভাল হয় তখন সময় বুড়া আংগুল দেখায়-আমার ক্ষেত্রে সেটাই হবে

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

আরাফআহনাফ বলেছেন: আমার পোস্টটা আপলোড দিয়েই আপনার এ লেখা দেখতে পেলাম - কী আশ্চর্য - কাছাকাছি ভাবনা যেন! ! !

ভালো লিখেছেন - ভালো থাকুন অজস্র।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আরাফ ভাই
আপনিও ভাল থাকুন
সুন্দর থাকুন

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২

কানিজ ফাতেমা বলেছেন: ছবিটা কিন্তু দারুন হয়েছে সেই সাথে কবিতায় ভালোলাগা ।

কাছে থাকুন, সুন্দর থাকুন ...।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি
ভাল থাকুন সাথেই থাকুন

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ছবি আপু।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সোহেল ভাইয়া ভাল থাকুন

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

তারেক_মাহমুদ বলেছেন: আহা, সুন্দর হয়েছে আপু, মন খারাপ করা কবিতা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকুন

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

ডঃ এম এ আলী বলেছেন: এই কবিতাটি খুব সুন্দর হয়েছে ।
ভাল লাগল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

পৌষ বলেছেন: ওয়াওওওওওওও!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ পৌষ
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

ওমেরা বলেছেন: আপু এত মন খারাপ কেন ? আমাদের রেখে হারিয়ে যেয়েন না আপু প্লিজ আমার লক্ষী আপু ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন খারাপ বারো মাসই থাকে। না যাবো না কোথাও । মেয়েদের যাওয়ার জায়গা বড় সীমিত :(

ধন্যবাদ আপি ভাল থাকুন

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় + ছবিতে ++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ধ্রুবক ভাইয়া
ভাল থাকুন

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো । +++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
ভালবাসা নিন
ভাল থাকুন

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

সুমন কর বলেছেন: নজরুল, নজরুল হয়ে গেল যে....... ;) তবে, ভালো হয়েছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ কি যে বলেন না
শরম পাইছি দাদা

ধন্যবাদ আপনাকে

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪

অংকুর জেসফি বলেছেন: কি বলব? মুগ্ধতা, হ্যা, এটা ঠিক আছে :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪

জাহিদ অনিক বলেছেন:


একদিন উড়ে যাব বহুদূরে------- লেখাটা ভালো লাগলো ছবি আপু।
লেখার সাথে সংযুক্ত ছবিটার দারুণ মিল আছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাক
শুভেচ্ছা

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

মিঃ সালাউদদীন বলেছেন: তোমার লেখা কিছু কবিতা আছে, যা পড়লে রূদয় ছিন্নভিন্ন হয়ে যায়, মনের ভিতরে মহা এক সাইক্লোনের শৃষ্টি হয়, যা এক দিন বোম ব্লাস্ট নয়, পারমানবিক ব্লাস্ট হয়ে ছিটকে পড়বে, যা তোমার শাড়ির আঁচল দিয়েও বেঁধে রাখতে পাড়বে না । মনে রেখ, সেদিন তোমার আত্মা জেগে উঠবে, কিন্তু সেদিন তুমি আমার হাড়গোড়-ও খুঁজে পাবে না, চলে যাবো ইথারের দেশে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে মহা অনুপ্রাণিত হলাম সালা ভাইয়া
ভাল থাকুন সংগেই থাকুন

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬

সিনবাদ জাহাজি বলেছেন: অনেক অনেক ভালো লাগা।
লিখা এবং ছবি দুই মিলিয়ে ++
ভালো থাকুন

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ জাহাজি
অনেকদিন পর আপনাকে পেলাম পোস্টে
ভাল থাকুন অনেক অনেক

১৭| ২৫ শে জুন, ২০১৯ রাত ১০:১৩

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
দুপুরবেলায় ওই কবিতাটা সাথে এটাও পড়েছিলাম। এই কবিতা
এতোটা অবুঝ মনা ও অভিমানের ছাপে এঁকেছেন যেনো,
বুকের ভিতর জমানো কষ্ট গুলোর সাথে আলিঙ্গন করে।
অসাধারণ সুন্দর ,মুগ্ধতা এবং শুদ্ধ ভালোবাসার কবিতা।
সোজাসুজি আমার প্রিয়তে +++

২৭ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপি। নোটিফিকেশন পাইনি তখন। এত সুন্দর মন্তব্য আর আমি কি না তা দেখিই নি।

আপি কিছু কষ্ট আসলেই কাউকে বলা যায় না। সে কবিতায় উঠে আসে। দীর্ঘশ্বাসের শব্দগুলো যেনো আমারই শুধু।
জাজাকিল্লাহ খাইরান আপি । অনেক ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.