নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

এমন যদি হতো আহা!

১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯



©কাজী ফাতেমা ছবি

এমন যদি হতো হঠাৎ, ঘুমের ঘোরে আমি,
ডানা মেলে উড়ে গিয়ে, মেয়েবেলায় থামি!
যেখানটাতে গরুর রশির, দোলনা আছে পাতা,
মাথার উপর যেখানটাতে, বটবৃক্ষের ছাতা।

এমন কেনো হয় না আহা, অতীত পাই না ফিরে,
প্রজাপতি সময়গুলো, যাচ্ছে দূরে ধীরে!
এমন যদি হতো আমি, আনডু বাটন টিপে
চলে যেতাম মেয়েবেলার, চঞ্চলতার দ্বীপে!

যেখানটাতে ছিলো বাঁধা, পিঠের উপর ডানা,
সকাল সাঁঝে যেখানটাতে, উড়তে নেইকো মানা।
এমন কেনো হয় না শুনি, যায় না যাওয়া পিছু,
যদি পেতাম মেয়েবেলা, চাইতাম না আর কিছু।

এমন যদি হতো একদিন, নিদ্রা থেকে উঠে,
দেখতাম আমি মেয়েবেলায়, যাচ্ছি দৌঁড়ে ছুটে।
যেখানটাতে চড়তাম আমি, খঞ্জন পাখির পিঠে,
মায়ের হাতের খাবার যেথায়, ছিলো বড় মিঠে।

এমন হয় না কেনো বলো, পিছনে যায় বেলা,
যায় না যাওয়া সেখানটাতে, ভাসালেও ভেলা।
এমন যদি হতো আহা, মেয়েবেলায় ঢুকে
দোলনায় দোলা সময়গুলো, রাখা যেতো রুখে।

মন্তব্য ৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

২| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা আর ছবিতে ভালো লাগা রইলো ++

১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক অনেক ভালো থাকুন

৩| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

মা.হাসান বলেছেন: এটা কি হলো? ছবি নেট কালেকটেড কেন? ক্যামেরায় পানি ঢুকছে?

তিন দিনের ছুটিতে বাড়িতে ধরা খাইছিলেন, কবিতা লিখতে পারেন নাই-- পেট ফুলে ছিলো; কিন্তু সোম আর মঙ্গলবার কি করলেন? নাকি আরো দু তিন টা কবিতা আজকে পরে পোস্ট করবেন?

১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ হাহাহা হাসতে হাসতে পেট ফুলে গেছে

আপনি কী করে ভাবলেন যে আমি কবিতা ছাড়া থাকি হুহ... ফেইসবুকে যাইয়া দেখেন দিনে রাইতে লেইখা ভরাইয়া
লাইতাছি।
দোলনার ছবি তুলি নাই :( তবে আমার ছেলে আমার একটা ছবি তুলছিলো পিছন থাইকা দোলনায় বসা :)

৪| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০

মা.হাসান বলেছেন: এরকম একটা হ্যামক আমারো আছে, কেউ যদি একটা হ্যারিকেন ধরায়া দিত তাহলেই হতো।

১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: একটা টাইম মেশিন পাইলে জব্বর হইতো। আমড়ার সংসার পোলা পান আর রান্নাবান্না ভাল্লাগে না। গাছে উইঠা পাখির বাচ্চা পাড়তাম মন চায়। পুকুরে সাতার কাটতে মন চায় । গাছে উইঠা ফলফলাদি খাইতাম মন চায় :(

৫| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২১

মা.হাসান বলেছেন: আমি কিন্তু কবিতা না পইড়া লাইক দিছি কইলাম; শুধু ছবি দেইখা-- কেউ মাইন্ড করলে আমার করনের কিছু নাই।

১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যাপার না । ছবি দেখলে থুক্কু আমারে না। এমন ছবিদেখে নস্টালজিয়া ভোগা লাগে । তাই ছবিও একটা লাইকের বিষয় :)

৬| ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২১

ইসিয়াক বলেছেন: যেমন ছবি[পিক] তেমনি কবিতা ।
দুটোই সুন্দর।

১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন

৭| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছোটবেলায় পড়া এমন যদি হত কবিতার কথা মনে করিয়ে দিলেন। আমিও ফিরে যেতে চাই সেই দুরন্ত কৈশোরে; কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না। আপনার চাওয়াগুলোর সাথে আমিও যোগ দিলাম।

খুব সুন্দর লিখেছেন আপু!

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ফিরে যাওয়া গেলে আর ফিরে আসতাম না কেউ
তাই যাওয়ার পথ নেই হাহাহা

অনেক ধন্যবাদ ভালো থাকুন অনে অনেক

৮| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

হাবিব বলেছেন: মন্তব্য করিবো না। আপনার সহিত আড়ি /:)

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিয়ের লাই আড়ি দিবাইন কইনছাইন দেহি

আপনার পোস্ট এমন সময় দেইন সেই সময় আমি নেটে থাকি না :(

তাই মিসিং হয়ে যায় সরি

কেমন আছেন
আর আড়ি ভাইঙ্গা লান দেহি

৯| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

ওমেরা বলেছেন: এমন তো আর হবে না , আফসোস করেও লাভ নেই । সুন্দর কবিতার জন্য ধন্যবাদ আপু।

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আপু এমন আর হবে না

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১০| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩

নীল আকাশ বলেছেন: ছবি মারাত্মক সুন্দর হয়েছে।
আন্ডো না হয়ে আন-ডু হবে। কবিতা খুব সুন্দর লেগেছে।
একদম শেষ প্যারাটা আবার পড়ে দেখবেন, এর প্রথম ২লাইন কনফিওউজিং। লাস্ট লাইন ছন্দ কেটে গেছে। এখানে আবার আপনাকে কাজ করতে হবে।

শৈশব স্মৃতি নিয়ে কিছু লাইন-
হারিয়ে যাওয়া স্বপ্নিল রংধনুকাল আসবে না আর ফিরে,
শৈশবের সেই মধুমাখা দিন শুধু পালিয়ে যাবে দূরে?
নতুন করে খুঁজতে বসি হারিয়ে যাওয়া স্মৃতির পাতা,
বিস্মৃতির ইতিহাসে কোথাও গেল সোনালী দিনের সব কথা?

@ নীল আকাশ।

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর মন ভুলানো লাইনগুলো। সত্যিই তাই এমনই জীবন আমাদের । সুন্দর আর ভালো চলে যায় অতীতে ।

কিছুটা ঠিক করেছি ভাইয়া দেখেন তো

ধন্যবাদ আাপনাকে ভালো থাকুন

১১| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬

নীল আকাশ বলেছেন: এবার পারফেক্ট।
কবিতাটা খুব ভালো হয়েছে। অল্প একটুর জন্য খারাপ লাগছিল।
আমি একটূ খুতখুতে পাঠক। আমি সবার মতো করে পড়িনা।

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে লিখতে গেলে সব সময় সঠিক শব্দ আসতে চায় না। যেহেতু কাজের ফাঁকে লিখি তাই ভাবনা চিন্তা করার সময় কম। যদি বেশী সময়ও পাই ঠিক তখনো আমি এমনই লিখি। তাই তাড়াহুড়া সব সময়। আর ধরিয়ে দিলে খুব ভালো লাগে। জাজাকাল্লাহ খাইরান। কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১১

নীল আকাশ বলেছেন: একি? কি দেখলাম? একটু দাড়ান, চশমা আবার মুছে নেই!
মা হাসান ভাই এখানে? কবিতার পোস্টে? সূর্য কোন দিকে উঠলো আজকে?
কেউ আমারে মাহফুজুর রহমানের নন স্টপ গান ছেড়ে দে :P মনটা ঠান্ডা করি! |-)

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও তাজ্জব বনে গেছি হাহাহা
আজ আরেকটা পোস্টে উনাকে দেখেছি । কিরমানি লিটন ভাইয়ার পোস্টে
মারহাবা মারহাবা আমাদের খুতখুতে থুক্কু কবিতা না ভালোবাসা ভাইয়াটাকে কবিতার জগতে আবার ফিরে পাচ্ছি । শুভকামনা ভাইয়া জন্য

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

হাবিব বলেছেন: কবিতা তো ভালাই লেখছুইন। মজা পাইলাম পড়ে। তই এতো এতো কমা কেনে লাইনের মাঝখানে????

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: যেনো থেমে থেমে পড়তে হয় এর লাই :)

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

বলেছেন: মাঃ হাসান ও কবিতা পড়েন... কি যাদুর কবিতা -- আহা।।।। আহা।। আহা!!!
পূর্ব দিগন্তে চাঁদ উঠেছে -- আহা

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বড়ই দু:খজনক সংবাদ

ভাইয়া নাকি আমারে দেখতে আইছে থুক্কু ছবি দেখতে অথচ লুকাইয়া কবিতাও পড়ছে হাহাহাহা

ধন্যবাদ

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা চরম হয়েছে আপ। কিন্তু আপনি কি সর্বনাশ করলেন?মা.হাসান ভাইকে শুধু কবিতাপ্রেমী নয়! রীতিমত আপনার অনুপস্থিতিতে অভুক্ত অবস্থায় থাকা দেখে বুঝলাম তিনি আপনার কবিতার চরম ভক্তে পরিণত হয়েছেন। এই পরিবর্তনে আমরা যারপরনাই ব্যথিত। হাহা হা..
তিন নম্বর কমেন্টটি ঝাক্কাস লাগলো।


১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ নিচের কমেন্ট পইড়া লান হাহাহাহা ভাঙ্গবে তবু মচকাবে বা হাহাহাহা

যাদু টোনা করতে হবে দেখছি

:) কবিতার প্রেমী বানাইয়াই ছাড়ুম হাহাহাহ

ধন্যবাদ ভাইয়া

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এমন যদি হতো... একটা গান আছে না, কবিতার প্রথমদিক পড়ে সেটা স্মরণ হলেও শেষে এসে কবিতার রূপ দেখে ভালই লাগলো।

প্লাস+++

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
+ এ ক্লিক পড়ে নি :(

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

মা.হাসান বলেছেন: আমার কবিতার পাতায় আসা নিয়ে লাফালাফির কিছু নাই। এই কবিতা পড়ি নাই, লিটন ভাইয়েরটাও না। এই কবিতায় ছবি (ফটো) দেখে লাইক দিয়ে গেছি। লিটন ভাইয়ের পোস্টে নাম দেখে লাফায়া উঠছি। যেখানে ক্যাচাল, আমি সেখানে।

কবিদের একদিন ধইরে দেবানে। একদন বদি দেব। বুঝায়ে দেব হাউ মেনি পেডি হাউ মেনি রাইস।

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা আমরা কিছু মনে করি নাই মাহা ভাই
আপনি ছবি দেখতে আসছিলেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি

হাহাহাহা ক্যাচাল ম্যাচাল লাগাইমু নাকি। যাতে আপনাকেপোস্টে পাওয়া যায়। মাঝখান দিয়া কবিতা ঢুকায় দেবো হাহাহাহা

তখন আমিও দেখে নেবো হাউ মেনি ধানে হাউ মেনি ভাত

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

তারেক ফাহিম বলেছেন: শৈশবতো আর দোলনায় দোল খাওয়ার মাঝে সিমাবদ্ধ না।

দূরন্তপনা শৈশবের এ অল্প পড়লে কি আর মন ভরে :P

চমৎকার হয়েছে কবিতা।
পাঠে মুগ্ধতা।

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সইত্যা। তাই হামেশাই লিখি যখন যা মনে পড়ে

ধন্যবাদ অনেক অনেক

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

সাইন বোর্ড বলেছেন: সত্যিই তো, এমন যদি হত !

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম এমন হয় না হবে না :(

ধন্যবাদ আপনাকে

২০| ১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৬

রুমী ইয়াসমীন বলেছেন: আহা এমন যদি হতো ঘুমে স্বপ্নের ঘোরের মতো
এক পলকেই চলে যেতাম ডানা মেলে কতো।
সে যে আমার প্রিয় শৈশববেলার রঙবাহারি দিন
বলতো যদি নিয়ে যাবে আমায় আলাদিনের জ্বীন!

এক কথায় অসাধারণ অসাধারণ লিখেছেন প্রিয় কবি আপু.... ❤

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য

ধন্যবাদ আপি

২১| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,

আগের ছোটবেলার দিন গুলোই ভালো ছিল । আহা , যেদিন গেছে সেদিন যদি আর ফিরে পাওয়া
যেতো । জানি ফিরে পাওয়া যাবে না আপনার কবিতায় একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
চমৎকার লেখনি এবং ভালোবাসা ।

১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি। এমন দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না তবে স্মৃতি রোমন্থণ করলে ভালো লাগে ।মনে হয় আমরাও সুন্দর সময় কাটিয়েছি।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন
পাশেই থাকুন

২২| ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫০

সোহানী বলেছেন: আহা, সত্যিই এমন যদি হতো...............

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি
এমন হয় না :( আগের জীবনের স্বাদ পেতে ইচ্ছে হয় বারবার

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

২৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: বোন আমি চলে এসেছি।
চাঁদগাজীকে খুঁজে বের করবো কোনো সমস্যা নাই।

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: চাঁদগাজী আসলেই কী হলো বুঝতেছি না
উনি কী অসুস্থ নাকী বাংলাদেশে বেড়াতে আসছেন কে জানে
:(
যেখানেই থাকুন ভালো থাকুন

২৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

এফ.কে আশিক বলেছেন: ভালো লাগলো +

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
ভালো থাকুন ভাইয়া

২৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

মা.হাসান বলেছেন: দুপুর বারোটা বাজে, এখনো ব্লগে নতুন কবিতা দেন নাই ক্যান? আঙুলে ব্যথা? যা করার জানুয়ারির মধ্যেই কইরা ফালান।

১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: পাহাড় পর্বত জয় করে আসছি। ছোট ছেলে তামীমের পিইসি পরীক্ষা ছিলো আজ। এত মানুষের ভিড়ে নিজেকে হারায় ফেলছিলাম। ফুটপাতে দাঁড়ায়ে ছিলাম কিছুক্ষণ পর দেখি আমি গেইটের ভিতরে কিভাবে গেলাম তা বুঝতেই পারছেন। পরে ভাবছি ছেলেকে খুঁজে পাবো কিনা খালি আল্লাহর নাম জপতে জপতে পরে খুঁজে পেয়েছি। আল্লাহর রহমতে প্রথম পরীক্ষা ভালো হয়েছে।

২৭| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০১

রমিত বলেছেন: খুব সুন্দর কবিতা!

২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে রমিত দা
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.