নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভাঁট ফুলের মিহি ঘ্রাণে মন হারায়=

০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৭



©কাজী ফাতেমা ছবি
=ভাঁট ফুলের মিহি ঘ্রাণে মন হারায়=
অযত্নে গড়ে উঠা প্রেমও ছুঁয়ে দেখতে পারো
যেমন মাটির বক্ষ ফুঁড়ে অযত্নে অবহেলায় ভাঁট ফুল ডানা মেলে
কী মিহি ঘ্রাণ নাক টানলেই অনুভব করা যায়,
ভালোবাসার চারা কখনো অযত্নেই বড় হয়
অস্ফুট থেকে যায় ভালোবাসি শব্দ।

মাটিতেই চোখ রেখে হাঁটো
চোখ ঘুরাও প্রকৃতির বুকে, কী মুগ্ধতায় ঘেরা এই পৃথিবী,
আমার প্রেমী নাই বা হলে, প্রকৃতি প্রেমী হও,
তোমার পেরেশানি মুছে যাবে, স্বপ্নগুলো হবে ভাঁটফুল মিহি ঘ্রাণ।

শুভ্র ফুলের বুকে যেমন গোধূলী রঙ মাখা,
আমার প্রেমও তেমন শুদ্ধ, আর বুকের মধ্যিখানে রক্তিম স্বপ্ন,
তুমি কি গোধূলী ভালোবাসা অথবা বিকেলের রক্ত মেঘ,
তবে অনুভূতিতে জাগাতে পারতে ভালোবাসার অনুভব।

সবুজে চোখ রেখে দৃষ্টির বল নিতে পারো বাড়িয়ে,
গাঁয়ের মেঠোপথ জুড়ে ফুটে আছে ভাঁটফুল
হাত ধরে হাঁটতে পারো, নিতে পারো সুখ ঘ্রাণ নাক টেনে,
এবেলা হাওয়ায় উড়ে চিকন ঘ্রাণ আর নৈঃশব্দে বাজে
ভালোবাসার সুর,
কান পাতলেই তুমি সে সুর নিতে পারো চিনে।

এসো মনের জমিতে ভাঁটফুল চারা করি রোপন,
অযত্নেই বড় হোক, যখন ব্যস্ততা আমাদের ছেড়ে পালাবে
ঠিক তখনই সাদা লাল পাপড়ির ডানা মেলে উড়বে ভাঁটফুল,
ভাঁটফুলের পাপড়িতে লিখে রাখবো ভালোবাসি শব্দ,
সে শব্দু লুফে নিয়ো ধুলায় গড়ানোর আগেই
রেখো বুক পকেটে তুলে।

বুক পকেটে যে ভালোবাসি রেখেছিলে, অবসরে খুলে নিয়ো হাতের তালুয়
অনুভব করো ভালোবাসার ঘ্রাণ, অথবা প্রেমের টান,
মনে যদি মুগ্ধতা না থাকে তবে দুনিয়ার সব সৌন্দর্য পানসে,ফিকে বর্ণ
মনে রঙ আনো এবার, ভালোবাসো ভাঁটফুল, ভালোবাসো প্রকৃতি।


০৩/১১/২০২১

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:০৯

মৃতের সহিত কথোপকথন বলেছেন: বড় অবহেলার এই ফুল। রাস্তা, মাঠে ঘাটে দেখা যায়।
কবিতা ভাল লেগেছে

০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী যে সুন্দর লাগে। গ্রামে গেলে কত কত ছবি উঠাই
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

২| ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫১

বাকপ্রবাস বলেছেন: মৌ বুঝে ফুলের ঘ্রাণ কেমন মধু অন্তরে
সে ঠিকই কাছে এসে কানেকানে যপ করে

০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর কথামালা মাশাআল্লহ

থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৩| ০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: পড়লাম। কিন্তু
হৃদয় মন প্রান জুড়িয়ে গেলো না।

০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত জুড়ানোরই কী দরকার

৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

দি এমপেরর বলেছেন: সুন্দর! ভালো লাগল ফুলের কবিতা।

১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দি এমপেরর ভালো থাকুন

৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

প্রামানিক বলেছেন: ভালো লাগল

১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি

৬| ১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

সাইফুলসাইফসাই বলেছেন: শৈশবে মা এর সাথে গ্রামে গেলে দেখতে পেতাম। আমারও খুব পছন্দের ফুল। বেশি দিন হয়নি এর নাম জেনেছি। খুব সুন্দর!

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম পছন্দের ফুল

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ বেশ মিহি একটা মিঠেল গন্ধ এই ফুলের।

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
ভালো থাকুন

৮| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৬

ডঃ এম এ আলী বলেছেন:





ভাটফুল নিয়ে সুন্দর কবিতা ।
ঠিক ভাটফুলের বিচির মত দেখায়
একটি ফল অআছে যাকে ইংরেজীতে
বলে Physalis ।
নীচে ছবিতে দেখুন
এর গাছ , ফুল ও ফলের ছবি ।


এর ফল খুবই সুস্বাদু কিছুটা টক আর মিষ্টি
তবে বেশ দামী এখানে এর কেজি প্রতি
দাম বাংলাদেশী টাকায় প্রায় ২ হাজার টাকা।
আসে কলম্বিয়া হতে ।
দেশের ভাটফল কি খাওয়া যায়, না এটি
একেবারেই বন্য , যদি খাওয়ার মত হয়
তাহলে কতই না হত ভাল ।
দেশে ভাট ফল দেখেছি তবে বন্য ভেবে
কোনদিন তা খেয়ে দেখিনি । এবার
যখন হাতের কাছে পাব তখন চেষ্টা
করে দেখব একে খাওয়া যায় কিনা।

শুভেচ্ছা রইল

২৬ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই বীচ কেউ খায় নাকি? আমরা কখনো খেয়ে দেখি নাই

দেশী ভাটফুল বন্য। খেয়ে টেস্ট করবো নাকি এবার বাড়ী গেলে

এই তথ্য জানতাম না
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৯| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:




ভুলেও দেশী ভাটফল নীজে খেয়ে টেস্ট করবেন না ।
সম্ভব হলে টেস্ট করার পুর্বে হর্টিকালচারিষ্টের পরামর্শ গ্রহন করবে ।
বিদেশে যেটি পাওয়া যায় সেটি ভাটফুল পরিবারভুক্ত নাও হতে পারে ।
দেখেন জাপানে ফজুকি মার্কেটে এ ফল কেমন করে বিক্রি হচ্ছে

২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খাবো না ভাঁটফুল
খাইয়া মরতাম চাই না।

থ্যাংকিউ সো মাচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.