নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
আহা প্রাণের সেই বইমেলা...
কাছাকাছি পৌঁছতেই যেনো হৃদয়ে উঠে কাঁপন
বহু পথ হেঁটে হেঁটে ক্লান্ত পথ পাড়িতেও শান্তি।
উৎসব আমেজ, বইয়ের মাতাল ঘ্রাণে মৌ মৌ সুখ গুঞ্জরণ
ফুলপরীরা উড়ছে মেলার হাওয়ায় হাওয়ায়
ফুলের টায়রায় সেজে টুকটুকে পোষাকে।
রাস্তার পাশে পলাশ গাছের শাখে বসে কুহু পাখিটা
ডেকে যাচ্ছে আনমনে,ঠোঁটে তার রঙ ফাগুনের গান।
পলাশের থোকা থোকা ফুলে যেনো বর্ণমালা লেপ্টে আছে
বসন্তের উদ্ভ্রান্ত হাওয়ায় নিজেকে হারিয়ে ফেলা যায় নিশ্চিন্তে।
আহা প্রানের সেই বইমেলা, ছুটে যাই সব ভুলে
স্টলে স্টলে ঘুরে ফিরে রঙ বেরঙের বইয়ে রাখি হাত
বইয়ের পাতার মলাটে হাত ছুঁয়ালেই বুক ভরে উঠে গর্বে
পাতা উলটে উলটে ছুঁয়ে দেই,
আমিও তবে আছি,
আকাশ ছোঁয়া রত্ন লেখকদের পাশে...
নিজের অস্তিত্ব ছুঁতে কার না মনে ইচ্ছে জাগে
আমিও আছি মেলার মধ্যমণি... অথবা কেউ একজন।
কেউ না কিনুক, কেউ না জানুক আমায়
কিছু শব্দ ছুঁড়ে দিলাম বইয়ের পাতায়...
থেকে যাক, সেঁটে থাক পাতায় পাতায়
শব্দরা তুলুক নিরবে সুখে বেঁচে থাকার ঝড়।
আহা প্রাণের সেই বইমেলা,
মন পড়ে থাক সেথা পুরো ফেব্রুয়ারী জুড়ে
চোখে মুগ্ধতা, মনে তৃপ্তি নিয়ে বলে যাই....
আমিও বইমেলার আয়োজনে হতে পেরেছি ক্ষুদে অংশীদার।
(১৫/১২/২০১৭)
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হায় আল্লাহ বলেন কি। টেনশন তাড়াহুড়ায় এসব হয়ে থাকে
ধন্যবাদ আপনাকে
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭
মায়াস্পর্শ বলেছেন: এতো সুন্দর করে সব ফুটিয়ে তুলেছেন।
আর বাকি সবাই দেখলো মুস্তাক আর তিশা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা এইবার বইমেলা মানুষে মনে রাখবে
এদের কারণে
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪১
এম ডি মুসা বলেছেন: রাস্তার পাশে পলাশ গাছের শাখে বসে কুহু পাখিটা ডেকে যাচ্ছে আনমনে,ঠোঁটে তার রঙ ফাগুনের গান। পলাশের থোকা থোকা ফুলে যেনো বর্ণমালা লেপ্টে আছে বসন্তের উদ্ভ্রান্ত হাওয়ায় নিজেকে হারিয়ে ফেলা যায় নিশ্চিন্তে। অসাধারণ একটি লেখা
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মুসা ভাই
ভালো থাকুন
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৪
ঢাবিয়ান বলেছেন: কত বছর যে যাইনা
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও যাই না কয়েক বছর যাবত। বই মেলাতেও আনতে পারছি না আর
ধন্যবাদ আপনাকে
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
নয়ন বড়ুয়া বলেছেন: করোনার পর, আর একবারও যেতে পারিনি...
এইবার যাওয়ার প্ল্যান আছে...
কিন্তু ট্রেনের টিকিট এখনও ম্যানেজ করতে পারিনি। অনলাইনে টিকিট শূণ্য...
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: েআমিও আর যাইনি
নিজের বইও বের করতে পারছি না
ধন্যবাদ আপনাকে
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
সোনাগাজী বলেছেন:
কোথায় সেই বইমেলা, যেখানে গেলে ফুলপরী দেখা যায়?
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা এবার গেলে ছবি তুলে আনবো আপনাকে দেখানোর জন্য
আসলেই পাওয়া যায়
ধন্যবাদ আপনাকে
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, বই মেলায় আপনার নতুন বই এসেছে?
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: না ভাইয়া ।কয়েক বছর যাবত বই আসছে না। বিদ্যানন্দ পান্ডুলিপি নিচ্ছে না আর
আগামী বছর ইনশাআল্লাহ
ধন্যবাদ আপনাকে
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৯
কামাল১৮ বলেছেন: অভিজিত আর আজাদ হত্যার পর আর বই মেলায় যাওয়া হয় নাই।তার আগে প্রতি বছর যেতাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: েআমি কয়েকবছর যাবত যাই না। অফিস ব্যস্ততা আর ছুটির দিনে তো বেরই হতে পারি না
ধন্যবাদ ভালো থাকুন
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: যত রকমের মেলা আছে, তার মধ্যে বইমেলা সবচেয়ে সুন্দর মেলা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই বই মেলা সুন্দর। কী যে ভালো লাগে। কিন্তু ব্যস্ততার জন্য আর যাওয়াই হয় না
ভালো থাকুন ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪
রানার ব্লগ বলেছেন: মজার একটা অভিজ্ঞতা শেয়ার করি । গতকাল বই মেলায় বিসজেষ এক কারনে আমাকে সিগনেচার করতে হয়েছে উত্তেজনায় নিজের নামের বানান ভুলে গেছিলাম এমন কি সাইন করতে গিয়ে দেখি আমি অক্ষর ভুলে গেছি ।