নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=সুকন্যা নদী একদিন মরে যায়=

২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৬



©কাজী ফাতেমা ছবি

কত অত্যাচারই না সয়ে যায় সুকন্যা নদী,
নদী নাম নিয়ে একদা তার জন্ম, কী হুলস্থুল কান্ড!
কলকল হেঁটে চলে শিশু নদী, উচ্ছ্বলতায় ভরা বুক তার,
টলটলে জল, তার বুকের উপর তখনো শ্যাওলারা আসন পেতে বসেনি।

নদী বড় হতে থাকে, তখন তার ভরা যৌবন,
বুকে প্রেমের উত্তাল ঢেউ, নদী যেদিকে যায়
তাকিয়ে থাকে মানুষ, পাখ-পাখালি
এমনকি আকাশটাও, নদীর বুকে ফুঁলে ফেঁপে উঠে ভালোবাসার জল,
সে জলের আয়নায় আকাশ মুখ দেখে নেয় রোদ্দুর গলা দুপুরে,
বিকেলে গোধূলীর রঙের আকাশ নুয়ে পড়লেই,
নদী আকাশের রঙ বেনারসীতে সেজে ঢেউয়ে ঢেউয়ে ভাসতে থাকে নিরবধি।

একদা..........
নদীর যৌবন পুড়িয়ে যায়, নদীর বুকে কচুরীপানা ঝেঁকে বসে
শ্যাওলারা ভাসতে থাকে নির্দ্বিধায়,
নদীকে বাঁচতে দেয় না মানুষগুলো, নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে
নদীর বুকে চালায় স্বার্থের ছুরি;
জাল পাতে কখনো, কখনো বাঁধ দেয় বাঁশ গেঁড়ে
নদীর বুক রক্তাক্ত, নদী মরে যায়, নদী কাঁদে
কে আর ভাবে নদীর কথা, কে দেখে নদীর কান্না
নদীকে ভালো না বাসা মানুষগুলোর হা হুতাশ দেখি নদী মারা যাওয়ার পর
নদী আর ফিরে আসে না, বার্ধক্যে এসে নদী নিশ্চল,
ঢেউ নেই, নেই স্বচ্ছ জলের আয়না গাঁথা তার বুকে।
(২৪-০৩-২০১৯)

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৮

সাইফুলসাইফসাই বলেছেন: খুব চমৎকার!

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

২| ২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১১

মায়াস্পর্শ বলেছেন: অসাধারণ লিখেছিলেন আপু।
নদীর মাছ এখন আর পাওয়াই যায়না। নদীগুলোকে হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নাই

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৩| ২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: নদীর প্রেম জল বয়ে যায়
বর্ষা শুধু চেয়ে চেয়ে বায়
খড়াস্রোত ভাঙ্গে আঙ্গীনায়
হায় রে নদী এ কি তোর খেলা;

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৪| ২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৪

ইসিয়াক বলেছেন: মানুষ নিজের প্রয়োজনে অপ্রয়োজনে প্রকৃতি ধ্বংস করে চলেছে। সময় থাকতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য না ভাবলে, উপযুক্ত ব্যবস্থা না নিলে একদিন মানুষের অস্তিত্ব চরম হুমকির মুখে পড়বে। অবশ্য এখনই তার আলামত পাওয়া যাচ্ছে।
নদী সচেতনতা বাড়াতে কবিতটিতে নদীর প্রতি গভীর মমত্ব ফুটে উঠেছে।
ভালো লাগলো।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: উপযুক্ত ব্যবস্থা যারা নেবে তারা চিরনিদ্রায় আছে

নদীগুলোর জন্য কষ্ট হয়।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ইসিয়াক ভাই
ভালো থাকুন অনেক অনেক

৫| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

এম ডি মুসা বলেছেন: ছবিতে কবিতায় কথা বলে

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুসা ভাই
ভালো থাকুন

৬| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৪

ঢাবিয়ান বলেছেন: ছবি ও কবিতা দুটোই খুব ভাল লাগলো

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ঢাবিয়ান ভাইয়া
ভালো থাকুন

৭| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: নদী আমাদের সবচেয়ে বড় সম্পদ।
কিন্তু আমরা নদী গুলোকে মেরে ফেলেছি।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এদিকে প্রশাসনের খেয়ালই নাই :(

৮| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ গাছ এবং নদী এই দুটা গুরুত্বপূর্ন বিষয়কে সব সময় উপেক্ষা করেছে।

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইজন্যই তো ঋতুর পরিবর্তন হচ্ছে দিনকে দিন। একদিন বুঝবে তখন সময় থাকবে না

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৯| ২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০২

ফেনা বলেছেন: "নদী আর ফিরে আসে না, বার্ধক্যে এসে নদী নিশ্চল,
ঢেউ নেই, নেই স্বচ্ছ জলের আয়না গাঁথা তার বুকে। "

মুগ্ধতা রেখে-
"নদী আর ফিরে আসে না, বার্ধক্যে এসে নদী নিশ্চল,
ঢেউ নেই, নেই স্বচ্ছ জলের আয়না গাঁথা তার বুকে। "
থাকবে কিভাবে বল-!!!
সেই বুকে ত ফালি ফালি করেছ
বাঁধ দিয়ে দখল করে বানিয়েছ স্থুল।
তার বুকে বয়ে চলা তাজা যৌবন ভাল লাগেনি
ভাল লেগেছে নফ্রাতের দখলদারি,
আর-
রক্তাক্ত বুকে সু-উচ্চ ইমারত।

২৭ শে মার্চ, ২০২৪ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী সুন্দর লিখেছেন

জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.