নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কী‌সের অহংকা‌র ছুঁয়ে থা‌কি ধরায়=

১০ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৩১



©কাজী ফা‌তেমা ছ‌বি

কী ক‌রে অল্প অল্প ক‌রে রি‌‌যিক ওঠে যায়,কা‌ছে থে‌কে সে দে‌খে‌ছি খুব
কী ক‌রে রু‌চি ওঠে যায় রি‌যি‌কের দানা হ‌তে সে'ও দে‌খে‌ছি,
কী ক‌রে বিতৃষ্ণা লে‌গে থা‌কে দু'‌চোখ জু‌ড়ে,
কী ক‌রে বিষণ্ণতা ভর ক‌রে এ‌সে চো‌খের পাতায় তা'ও দে‌খে‌ছি!

অতঃপর ‌তোমরাই ব‌লো কী‌সের অহংকা‌রে নু‌য়ে প‌ড়ো জগত সংসা‌রে
কোন সে মোহ আক‌ড়ে ধ‌রে থা‌কো বেঁচে,
আহা কী রঙবাহারী দিন তোমার আমার আমা‌দের,
ইয়া বড় বু‌কের পাটা, কত কিছু করার ক্ষমতা,
ক্ষমতার মোহ‌হে অন্ধ হ‌য়ে, অহংকারী হই নি‌মে‌ষেই।

বয়সীর কা‌ছে ব‌সে দে‌খে‌ছি, ‌জি‌ভের রু‌চি, কত কিছু খাওয়ার আবদার,
এক পেয়ালা চা সময়মত না হ‌লে ‌যে ঘর উঠতো মাথায়
একটু মি‌ষ্টি, একটু কেক, এক দুই প্লেট ভাত...... ধী‌রে ধী‌রে
রুচি এক এক ক‌রে হারিয়ে যায়, না খা‌বো না ব‌লেও অন্যখ আবদার;
চামড়ার ভা‌জে ভা‌জে দুঃসহ সম‌য়ের কষাঘাত,
চো‌খে মাকড়শার জাল, ধুয়াশা আ‌লোয় বয়সী ক্রমেই এক ঘ‌রে।

অতঃপর না খাওয়ার দিন ডা‌কে তা‌রে হাত বা‌ড়ি‌য়ে,
দিন দু‌নিয়ার খবর নেই আর, খাওয়ায় নেই রু‌চি
এক কাপ চা‌য়ে ঠোঁট দেয়ার ক্ষমতাও যায় এক‌দিন হা‌রি‌য়ে,
‌চিবা‌নোর শ‌ক্তি হারায় চাপা, দাঁতগু‌লো এ‌লো‌মে‌লো,
কো‌নো এক‌দিন না‌কে ‌সেঁটে দি‌তে হয় নল,
যে নল দি‌য়ে তরল খাবার দখল করতো উদর!

কী ক‌রে রি‌যিক ও্‌ঠে যায়, সে আ‌মি দে‌খে‌ছি খুব কা‌ছে থে‌কে,
এক‌দিন সব সম্পদ, সব আড়ম্বরতা, সব মোহ এখা‌নে রে‌খে
‌তি‌নি চিরতরে বন্ধ কর‌লেন চোখ।

তারপর ব‌লো কী‌সের দম্ভ আমরা বু‌কে পু‌ষে এ‌গি‌য়ে যাই মো‌হের পিছু,
কিছুই না, নিঃশ্বাস ছে‌ড়ে পালা‌লেই সব মি‌থ্যে, সব ভূঁয়া,
কিছুই যায় না স‌ ঙ্গে, কিছুই রয় না আপন হ‌য়ে,
স‌ফেদ কাপ‌ড়ে মোড়া শব, মা‌টির আচ্ছাদ‌নে জ‌ড়ি‌য়ে শু‌য়ে থাকা অনন্তকাল,
ত‌বে চো‌খে কে‌নো এত রঙ, ম‌নে কে‌নো এত মোহ,
কে‌নো এত অহংকার পু‌ষি মন জ‌মি‌নে!
(১০-০৭-২০২০)

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

ডঃ এম এ আলী বলেছেন:


খুব সুন্দর হয়েছে কবিতা ।
অহংকার পোষলে শত শত পাখী
পায়ের কাছে চারিধারে বসে
হাতের খাবার খায় ।

"অহংকার জিনিসটা হাতিঘোড়ার মতো নয়;
তাহাকে নিতান্তই অল্প খরচে ও বিনা
খোরাকে বেশ মোটা করিয়া রাখা যায়।"
"রবীন্দ্রনাথ ঠাকুর"( গল্পগুচ্ছ/রাসমণির ছেলে)

শুভেচ্ছা রইল

১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার খুব ইচ্ছে করে পায়রা পালন করতে। ভবিষ্যতে কয়েক জোড়া কিনবো ইংশাআল্লাহ

অহংকার রাখতে চাই না তবুও অহংকার এসে যায় মনে

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

২| ১০ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:




উপরের কথাটা পকৃত পক্ষে হবে অহংকার না পোষলে
লেখার সময় ভুলক্রমে না শব্দটি লেখা হয়নি ।
মন্তব্যের ঘরে লেখা প্রকাশের পরে অন্তত একবাবের জন্য হলেও
মন্তব্য দানকারীর পক্ষে বানান এডিটের সুযোগ থাকা উচিত।
তা না হলে সামান্য একটু ভুলের জন্য মন্তব্যের অর্থ একেবারে
উল্টা হয়ে যেতে পারে , বিষয়টির দিকে ব্লগ কতৃপক্ষ নজর
দিলে ভাল হয় ।

১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই । টাইপ করে পোস্ট দিয়ে পরে দেখা যায় ভুল আছে । এই জিনিসটা মডুকে বলা দরকার

ধন্যবাদ ভাইয়া আবারও

৩| ১০ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

লিখন২০১৬ বলেছেন: বালো অইচে আফা।

১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ২০১৬ .... ভালো থাকুন

৪| ১০ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:০২

নয়া পাঠক বলেছেন: কবিতা তো বুঝি না তারপরও মনে হল সুন্দর হয়েছে, দেখতে হবে না কে লিখেছে!

১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইতো হইছে আর কী। মন্তব্য পেয়ে ভালো লাগলো
থ্যাংকিউ সো মাচ

৫| ১১ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৪০

আলামিন১০৪ বলেছেন: ইবলিশই যত নস্টের গোড়া

১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: শালার পুত যেতে চায় না মন থেকে। আসতাগফিরুল্লাহ।
ভাগাই দেই । আবার মন দখল করে ফেলে ছি ছি

ধন্যবাদ আলামিন

৬| ১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৪

করুণাধারা বলেছেন: ভয়ংকর অবস্থা। :(

কবিতা ভালো হয়েছে।

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু মাঝে মাঝে এসব অনুভব করি :( মন খারাপ হয়ে যায় । পরক্ষণেই ভুলে যাই

জাজাকিল্লাহ খইর
ভালো থাকুন আপুন

৭| ১২ ই জুলাই, ২০২৪ রাত ১২:০৬

জটিল ভাই বলেছেন:
বরাবরের মতোই সাধারণ হয়নি আভী :)

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্যস্ত থাকার কারণে কারো পোস্ট পড়তে পারিনি। বোন হাসপাতালে ভর্তি ছিল

ভালো থাকুন

৮| ১২ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লাগলো কবিতা। মানুষ তার মৃত্যুর দিন, ক্ষণ জানলে সারা দিন জায়নামাজে পড়ে থাকতো। জীবনে কিছু বিপদ আপদ আগেই আসলে মানুষ সতর্ক হয়। আরাম আয়েসে থাকলে পরকালমুখী হওয়া কঠিন হয়ে যায়। তাই সঠিক পথে আসার জন্য আল্লাহ অনেক সময় কিছু বিপদ আপদ আমাদের উপরে চাপিয়ে দেন।

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই। আল্লাহই আমাদের ভোলার ক্ষমতা দিয়েছেন। মাঝে মাঝে মন অন্যরকম হয়ে যায়। আল্লাহ আমাদের আরও হিদায়াত দান করুন। আল্লাহ যেন আমাদের সঠিক পথে চালান

জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া

৯| ১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:০২

নাজনীন১ বলেছেন: রিযিক কি আসলে ক্ষয়ে যায়! নাকি ফুরিয়ে আসে নির্দিষ্ট বাজেট!

কবিতায় কেমন জানি আহাজারি!

আনন্দের কবিতা পড়তে আসছিলাম!

একটা আনন্দের কবিতা লিখেন না প্লীজ!

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটাই বাস্তব আপু। আচ্ছা আনন্দের কবিতা লিখবো ইংশআল্লাহ

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.