নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ইট পাথরের শহরে শুধু ধুলোর কুয়াশা
এখানে প্রকৃতির বুকে উষ্ণতা বড়, যায় না বয়ে হীম হাওয়া;
কুয়াশার চাদরে ঢাকা একটি প্রহর চাই
চাই শিশির ভেজা মাটি,
এমন ইচ্ছে মনের ভিতর করে আকুলি বিকুলি।
ব্যস্ততার কাঁধে বসে এখানে কেবল নাকে টানি ধুলো,
ভেজা ঘাস নেই, নেই পাতার উপর বিন্দু বিন্দু শিশির,
পা রাখলেই ইট পাথর, মন রাখলেই বিতৃষ্ণার লহর;
আমি কুয়াশায় আচ্ছন্ন কিছু প্রহর চাই এবেলা।
হেমন্তের ঘ্রাণ টানতে চাই নাকে, জড়াতে চাই গায়ে চাদর,
নিঃশ্বাসে উড়াতে চাই ধোঁয়া, অথবা কথা বললেই
গরম চায়ের মত উড়বে ধোঁয়ার কুন্ডুলি,
শিশিরের স্পর্শ চাই, যেখানে হাঁটলেই ঘাসের শিশির
ভিজিয়ে দেবে আমার পা।
কাঁথা কম্বল জড়িয়ে শুতে চাই রাতের বিছানায়,
কান পেতে শুনতে চাই টিনের চালে শিশিরের টুপটাপ আওয়াজ,
এখানে কান পাতলেই শুনি যন্ত্র দানবের সুর,
ঘুম ভাঙ্গানির সুর রাতের ঘুম কেড়ে নেয় অনায়াসে ।
শিশিরে পা রেখে ভোরে দেখতে চাই সূর্যের উদয়,
আলো ফুটা সকালে শিশির বিন্দুর ঝলমলানি রাখতে চাই চোখে
রোদ্দুর সোনা রঙ নিয়ে যেখানে আলো বিলায়
যেতে চাই সেথায় সব পেরেশানি পিছনে রেখে।
শুকনো নদীর কিনারায় কুয়াশার সাথে গল্প জুড়তে চাই,
দেখতে চাই ঘাস ফড়িংয়ের উড়াউড়ি,
ভেজা পায়ে আগাতে চাই কুয়াশা ভেদ করে ভেজা মাটির পথে,
কবে যে আসবে সেই দিন, যেই দিন শীতের বুকে রাখবো এ মন।
©কাজী ফাতেমা ছবি
(১১/১১/২০২১)
১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
২| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১২
সাইফুলসাইফসাই বলেছেন: শৈশবে কুয়াশা ভোরে কত হেটেছি- খুব সুন্দর কবিতা কবি
১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ কত শত স্মৃতি মন উঠোনে পড়ে আছে
অনেক ধণ্যবাদ আপনাকে
ভালো থাকুন
৩| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
শেরজা তপন বলেছেন: এমনিতেই নিজের মনে রঙিন ঘুরিয়ে উড়িয়ে বেড়ান সারাক্ষণ- এগুলো স্বপ্নতেই থাক বাস্তবে না আসাই ভালো। কিছু আফসোস না থাকলে জীবনটা সুন্দর হয় না।
১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাস্তবে আসে মাঝে মাঝে। কী যে ভালো লাগে আলহামদুলিল্লাহ। কিছু সময় স্বপ্নে বসবাস করলে ভালো লাগে। বাস্তব কঠিন রূঢ় যে
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন অনেক অনেক
৪| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫২
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো লেগেছে। এই সুন্দর ছবিটা যতবারই দেঝি- ভালো লাগে।
১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা রইলো ভাইয়া
জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন
৫| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১২
ডঃ এম এ আলী বলেছেন:
শহরের ইট-পাথরের কঠিন, ধুলোভরা জীবন থেকে মুক্তির একান্ত আকাঙ্ক্ষাকে সুন্দরভাবে প্রকাশ করেছেন।
প্রকৃতির স্নিগ্ধতা, শীতলতা ও শান্তির জন্য তীব্র আকুলতায় যে ভুগছেন তা বুঝাই যায়। শহরের যান্ত্রিক জীবন,
যেখানে কেবল ধুলোর কুয়াশা এবং ব্যস্ততার ছায়া বিদ্যমান, তা থেকে যে মুক্তি চেয়েছেন তা গ্রামে গেলেই
পাবেন ইনসাল্লাহ। প্রকৃতির কাছে ফিরে গিয়ে কুয়াশার চাদরে মোড়ানো প্রহর, শিশিরভেজা ঘাস, হেমন্তের
স্নিগ্ধ ঘ্রাণ, এবং শীতের গভীর রাতের প্রশান্তি যেন পান সে দোয়াই করি ।
এই ইচ্ছাগুলি প্রকৃতির গভীর সংস্পর্শের জন্য এবং সরল জীবনযাপনের আকাঙ্ক্ষাকে অবশ্যই প্রতিফলিত করবে।
শহরের যান্ত্রিক সুর, বিতৃষ্ণার অনুভূতি, এবং আধুনিক জীবনের ক্লান্তির বিপরীতে আপনি শীতল শিশিরে পা ভিজিয়ে,
হেমন্তের গন্ধে মন মাতিয়ে, এবং কুয়াশার সাথে গল্প করে নিজের আত্মাকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলতে চান।
আপনার এই অভিপ্রায় শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি এবং প্রকৃতির কোলে শান্তি পাওয়ার ইচ্ছাকে প্রাঞ্জল করে
তোলার বাসনা বাস্তবায়িত হোক এ কামনাই করি ।
শুভেচ্ছা রইল
১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কিছুদিন এক নাগাড়ে শহরে থাকলে গ্রামে যাওয়ার জন্য মন আনচান করে।
ঢাকায় কুয়াশা দেখি না। শিশির দেখি না। গাছপালাও কম। সজীবতা খুব কম।
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন অনেক অনেক
৬| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫
ফেনা বলেছেন: " ইট পাথরের শহরে শুধু ধুলোর কুয়াশা "
সেই কুয়াশায় উড়ে ভাই টাকা আর পয়সা
জীবন বাচাতে আর লোভ লালসার কেরণেই বল-
এই টাকার পিছনেই ছুটছে প্রতিটা জীবন।
শুভকামনা রইল।
২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কীসের নেশায় যে মানুষ ছুটছে। অথচ গ্রাম কত আরামের জায়গা। যদি একটু বুদ্ধি করে সেখানে রোজি রোজগারে ব্যবস্থা করা যেত।
ধন্যবাদ ফেনা
ভালো থাকুন
৭| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৮
জটিল ভাই বলেছেন:
বরাবরের মতোই সাধারণ নয় ♥♥♥
৮| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৮
আরাফআহনাফ বলেছেন: শিশির ভেজা মাটি আর মটরের ক্ষেতে মাড়িয়ে জমির আল ধরে হেঁটে যাওয়া, খেজুর রসের চুঁইয়ে পড়া সাথে টক-মিস্টি ঘ্রাণ, বিকেলে কাঁচা খেসারী আর চাল ভাজার স্বাদ, রাতের নিস্তব্ধতায় পেঁচার ডাক আর ভোরে টিনের চালায় আবার সেই শিশিরের ঝরে পড়ার শব্দ টুপটাপ - সবই যেন টেনে দিলেন চোখের সামনে - আপনার কবিতায়। শৈশব আর শৈশব!!!
মুগ্ধতা একরাশ!!!
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বরাবরের মতো এবারো সুন্দর হয়েছে।