নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরন বিল

চরন বিল › বিস্তারিত পোস্টঃ

মাছরাঙা টিভির "মাছরাঙা বিশেষ"

২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

মাছরাঙা টিভি "মাছরাঙা বিশেষ" নামে বিষয়ভিত্তিক তথ্যবহুল প্রতিবেদন করে থাকে। ওইদিন ব্লগার হত্যা নিয়ে একটা প্রতিবেদন দেখলাম। যুগে যুগে সময়ের চেয়ে এগিয়ে থাকা মানুষদেরকে কিভাবে ধর্মান্ধরা হত্যা করেছে, তার বিবরণসহ।
মানব পাচারের এই সময়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন "মানুষ কেন মালয়েশিয়া বা থাইল্যান্ড যেতে চায়?" আজ মাছরাঙার প্রতিবেদনে দেখলাম সেই তুলনা নিয়ে তথ্য উপাত্ত। থাইল্যান্ড কিভাবে ছোট ছোট সমুদ্র সৈকতসহ অন্যান্য সুযোগ ব্যবহার করে পর্যটন শিল্পের উন্নতি ঘটিয়ে দেশের উন্নয়ন করেছে। কিভাবে তাদের তুলনায় আমাদের সুযোগ ও সম্ভাবনা অনেক বেশি, এসব উঠে এসেছে।
তাদের এইসব চেষ্টা ভালো লেগেছে। গণমাধ্যম, বিশেষজ্ঞগণ, পলিসি মেকার, জনপ্রতিনিধি, সবাই মিলে একটুখানি স্বচেষ্ট হলে কেবল মানব পাচার বিষয়কে সামনে রেখে বদলে যেতে পারে বাংলাদেশ।
প্ল্যান দরকার, দরকার সবার সহযোগিতা। অমানবিক, নির্মম কায়দায় এই মানব পাচারের বিষয়টি বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করেছে। এর প্রতিশোধ নিতে হবে। রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, তাঁরা যেন এই লজ্জা গুরুত্বের সাথে গ্রহণ করে বাংলাদেশের সম্ভাবনাগুলো কাজে লাগানোর জন্য একটুখানি মনযোগ দেন।
এইসব লজ্জা, এইসব সমস্যা অস্বীকার করে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না। যারা শ্রমিক হিসেবে নিজেকে পাচার করার ফাঁদে পা দিচ্ছে, তারা যে শুধু দরিদ্রতার জন্য এটা করছে, তা ঠিক নয়। খবর নিলে জানা যাবে অনেক স্বচ্ছল পরিবারের যুবকরাও "বিদেশ যাওয়ার" নেশায় আক্রান্ত।
স্বচ্ছলরা কেন এই নেশায় আক্রান্ত, দরিদ্ররা কেন মৃত্যুঝুঁকি জেনেও আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছে, তার কারণ খুঁজে বের করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে হবে। আমরা হয়তো সমুদ্র পথে মালয়েশিয়া, থাইল্যান্ড যাওয়া বন্ধ করে দিবো। কিন্তু তখন এসব মানুষ কী করবে? দল বেঁধে ভারত যেতে চাইবে। সীমান্তে নির্বিচারে গুলি খেয়ে মরবে। আমরা মানবতা কপচাবো।
ভারত যাওয়া ঠেকাবেন। তখন আর কী করবে। আত্মহত্যা করবে, নয়তো একজন আরেকজনকে খুন করবে।
পায়ে কাদা লাগে, বালু লাগে, জুতা না পরে পুরো গ্রাম কার্পেটে ঢেকে দেয়ার চিন্তাভাবনা সঠিক নয়। দয়া করে জুতা পরে নিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.