![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার খুনের খবর পেয়ে গ্রাম থেকে মা ফোন করেছিলেন। বললেন যেন সতর্ক থাকি, চোখ কান খোলা রেখে চলি। তারপর বললেন "সবসময় আল্লাহর কাছে বলি, যেন তুই নিরাপদে থাকিস।"
মাকে বলি, "যে ছেলেরা অভিজিৎ দা'কে মারতে এসেছিলো, তাদের মাও সবসময় আল্লাহর কাছে বলে তাদের ছেলে যেন নিরাপদে থাকে। মায়েরা শুধু শুধু আল্লাহকে দোটানায় ফেলে। যে খুন করতে আসে, তার মাও আল্লাহর কাছে সন্তানের নিরাপত্তা চায়; আবার যে খুন হয়, তার মাও আল্লাহর কাছে নিরাপত্তা চায়। আল্লাহ কাকে নিরাপত্তা দিবে, এটা ভাবতে ভাবতেই খুনটা হয়ে যায়। খুনীরা নিরাপদে পালিয়ে যায়।"
শুনে মা বলেন, "নারে বাবা, এইভাবে বলিস না। খুনী একদিন না একদিন ধরা পড়বেই। ধরা পড়ার পর সবাই জানবে সে শুধু একজনকে খুন করেনি, তার মা-বাবা, ভাই-বোন, বন্ধু-স্বজন সবাইকে একসাথে খুন করেছে। সেদিন কেউ তাকে আপন বলে পরিচয় দিবে না।"
রাজীব হায়দারের খুনীকে তার পরিবার জামিনে বের করে নিয়ে বিদেশ পাঠিয়ে দেয়ার কথাটা আর মা'কে বলিনি। মা'কে এতো কঠিন বাস্তবতার মুখোমুখি করতে চাইনি।
©somewhere in net ltd.