![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন
ভারত বধের কাব্য আবার করিব বর্ণন।
কত সরকার এল গেল সৌম্য সরকার চাই
ব্যাটে তাঁহার স্ট্রোকের বাহার কুল না খুঁজে পাই।
সঙ্গ দিল ভাতিজা তাঁর নাম কী বলা লাগে?
বৃষ্টি শেষে মারে একজন, আরেকজনে আগে।
পাকিস্তানের সাথে নাকি ব্যাটিং পায় না সে
ভারত বধের পথে দেখ তাহার ব্যাটও হাসে।
পঁচিশ রানের ভাবনা তাঁরে মাঝপথেতে মারে
ভারতপতির বিদায় সে তাই ত্বরান্বিত করে।
বিরাট কুলি শিকড় ধাওয়ান এ কী টাশকি খেল!
মুশিও নাকি ক্যাচ ফেলিতে ভীষণ লজ্জা পেল।
রোজার দিনে শর্মা বুঝি জলদি খাওয়া যায়?
মুস্তাফিজও আস্তে ধীরে তাহার উইকেট পায়।
হালকা পলকা চিকনা চুকনা মুস্তাফিজের বলে
বিদায় নিল আরেক দাদা, ভারতবাসীর জ্বলে।
ফেবু টুইটার মিডিয়াতে দুয়োর বন্যা বয়
সুরেশ খাঁটি সরিষার তেল একাই ক্রিজে রয়।
তিনশ রানের পাহাড় সে কি একা ডিঙান যায়?
স্যার জাদেজা থাকলে সুরেশ একটু ভরসা পায়।
কমতে থাকে রানের গতি, বাড়তে থাকে ভয়
একটা সময় উহাদেরও বিদায় নিতে হয়।
অল আউট করা এখনও কি কষ্টসাধ্য কাজ?
মোটেও তা নয়, মুস্তাফিজই দেখিয়ে দিল আজ।
একে একে পাঁচ পাঁচটি বিদায় তাঁহার হাতে
বিশ্বসেরা ব্যাটিং কাঁপে মুস্তাফিজের রাতে।
সেনাপতির আহত পা বোলিং করে যায়
লেজ মুড়াতে তাঁহারও তো থাকে কিছু দায়!
সাকিব দিলেন কফিনের শেষ পেরেকটি ঠুঁকে
বিশ্বকাপের কষ্ট ভুলে ষোল কোটি লোকে।
আইসিসিটা করতে খরিদ কত টাকা লাগে?
মোড়ল যদি লুঙ্গি হারায়, মান ইজ্জত থাকে?
সবে হলো লুঙ্গি খোলা, বাংলাওয়াশটা বাকি
ভারত বধের গীতিকাব্য চলেন গাইতে থাকি।
©somewhere in net ltd.