নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরন বিল

চরন বিল › বিস্তারিত পোস্টঃ

জীবন কারো জন্য থেমে থাকে না

২০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

জীবনে মসৃনতা আসে না, কোন ভাবেই না। আসলে কারো জীবনই সরল নয়। সামান্য একটু সুখের জন্য কত কিছুই না করি আমরা!! একটু ভাল থাকার জন্য কত ঘুমই না মাটি করে দিই!!
সুখের ডাইমেনশনই আলাদা। পরিমাপ করা কঠিন। জানি টাকা পয়সাই সব কিছু নয়, তবুও টাকাটাই কারো কাছে সুখ।
জীবন, সুখ এগুলো নিয়ে যত গাল গল্পই শুনি না কেন নিজের সাথে মেলানো কঠিন। হয়ত এক এক জনের গল্পই এক এক রকম। কারো সাথে কারো মিলে না, তবে রুপ কথার মত কারো হয় না।
নিজের গল্পটাকে নিজের কাছেই বড় আশ্চার্য মনে হয়। দীর্ঘ পথে হেটে চলা কঠিন। ক্লানি আসে, ভয়ানক ক্লান্তি।
তবুও জীবন বয়ে চলে। কুয়াশা ঢাকা সকাল, ঘামঝরা দুপুর, কোন কিছুতেই থামে না। কোন আঘাতেও না। অসময়ে কেউ নি:স্ব করে দিলেও না।
জীবন কারো জন্য থেমে থাকে না। শুধু মন টা মাঝে মাঝে ভীষন থেমে যায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:

আধুনিক সক্রটিস?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.