![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুশকিল হল, একজন নাস্তিক তার অবস্থান জানান দিতে সবসময় সৃজনশীলতার আশ্রয় নেয়। কাগজ-কলম ধরে, ক্যানভাস-রঙ-তুলি ধরে, গলায়-গিটারে সুর তোলে। আস্তিকের অস্তিত্ব নয়, আস্তিকত্বের অভিশাপকে শেষ করতে চায়। বদলে আস্তিক সবসময়ই নাস্তিকের মুণ্ড-প্রার্থী। ভাবে, শিরদাঁড়া থেকে মস্তিষ্ককে বিচ্ছিন্ন করতে পারলেই হবে নাস্তিকতার অবসান। বিশ্বাসের নামে প্রাণ নিয়ে আসলে আরও অবিশ্বাসের জন্ম দেয়। তাই পৃথিবী থেকে শেষ নাস্তিককে মুছে ফেললেও নীতিযুদ্ধে কোনওদিন জয় লাভ করবে না আস্তিকতা...
মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইওরোপীয় দেশগুলোতে ইসলামের ব্যঙ্গচিত্র নিয়ে যা হচ্ছে, তা অত্যন্ত নক্কারজনক। কারও বিশ্বাসে লাগাতার আঘাত দিয়ে যাওয়া কোনও নাস্তিকতার নীতির মধ্যে পড়ে না। কিন্তু বদলে ইসলাম এবং আস্তিকতার তথাকথিত ধ্বজাধারীরা যা করছে, তাতে নাস্তিকদের বিতর্কিত আচরণ অনেক লঘু হতে বাধ্য। রঙের জবাব রক্তে দিলে হার নিশ্চিত
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৫ সকাল ১০:০৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: কারও বিশ্বাসে লাগাতার আঘাত দিয়ে যাওয়া কোনও নাস্তিকতার নীতির মধ্যে পড়ে না
এতবড় মিথ্যা এত সহজে বললেন কি করে? ধর্মকারী, মুক্তমনা আর নাগরিক ব্লগ (এখন ইস্টিশান) আপনার যুক্তি অনুযায়ী তাহলে নাস্তিকের ব্লগ নয়, কারণ মুসলিমদের ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া ছাড়া এই ব্লগগুলোর ব্লগারদের আর কোন নীতি আছে বলে আমার মনে হয়না।