![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রজাপতি উড়ে গিয়ে টমটমে বসে-
হৃদয়ের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে ভাসে।
টগবগে সাদা ঘোড়া ডাক ছাড়ে হ্রেষা-
উদাসীন বনলতা হারায়েছে ভাষা।
যান্ত্রিক শহুরেরা হকচকে দ্যাখে-
হৃদয়ের উষ্ণতা নেয় কিছু মেখে।
উদাসের স্বাপ্নিক চোখ পানে চেয়ে-
হৃদয়ের তোলপাড়ে অস্থির হয়ে,
বনলতা মাথা রেখে উদাসের কাঁধে-
দু’ চোখের জল ফেলে চুপচাপ কাঁদে।
উদাসীন বিব্রত বোকা বোকা হাসে-
হৃদয়ের চোখে সেও নোনা জলে ভাসে।
‘আমি আজ পাইলাম’ চিরায়ত বাণী-
উদাসের মনে এল কী কারনে জানি!
দুই হাত রেখে ওরা আর দুই হাতে-
হৃদয়ের বেগবান উল্লাসে মাতে।
টমটম ছুটে যায় সোনা ঝরা রোদে-
রাজপথ ছয়লাব ভালোবাসা বোধে।
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৪
চরন বিল বলেছেন: হাঁ ভাই অনেক মিল।
২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতা ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৫১
চলন বিল বলেছেন: দেখছেন আপনার নামের সাথে আমার নামের কত মিল