নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লিপিং এরিয়া

ক্লিপিং এরিয়া › বিস্তারিত পোস্টঃ

ফটোশপ ওয়ার্কিং নিয়ে কিছু ভাবনা(২)

২১ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৯

টিউনের শুরুতে সবাইকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা।মহান আল্লাহ্‌তায়ালার অশেষ মেহেরবানীতে বছর ঘুরে আবারো আমাদের মাঝে পবিত্র রামাজান । এই রমজান আমাদের জীবনের সকল গুনাহ ধুয়ে-মুছে দিয়ে আমাদের সকলকে জীবনের কাঙ্খিত লক্ষে পৌছিয়ে দিক সকলের জন্য এই দোয়া রেখে শুরু করছি আমার ২য় টিউন। সত্যিকার অর্থে আমি কোন টিউনার না আর ব্লগিং বিষয় গুলো খুব একটা ভাল বুঝিনা তবুও কিউরিসিটি মাইন্ডের যতটুকু কৌতূহল- আগ্রহ তা দিয়েই শুরু করলাম ......। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি ইমেজ থেকে খুব সহজে স্পট তথা ব্রন/ মেছতা ইত্যাদি দূর করে ছবিটিকে আরও আকর্ষণীয় করে তোলা যায় কোন রকম ইমেজের কোয়ালিটি নষ্ট না করে। তো কাজে নেমে পড়া যাক-


এই জন্য আপনাকে প্রয়োজন হবে অ্যাডোবি ফটোশপের যেকোনো একটি ভার্সন। অবশ্য আপডেট ভার্সন হলে ভাল হয় কারন নতুন নতুন ফিচার আর প্রয়োজনীয় টুলস এড করা থাকে আপডেট ভার্সনগুলতে। তো শুরুতে আপ্নারা নিচের ইমেজটি ভাল ভাবে লক্ষ্য করুন। এখানে পূর্বের ও পরের ইমেজের মধ্যে পার্থক্য লক্ষ্য করুন।

এবার প্রথম ইমেজটার মত একটি ইমেজ ফটোশপে ওপেন করুন।তারপর কন্ট্রোল যে(Cnt+J) চেপে লেয়ারটিকে কপি করুন যাতে মূল ইমেজ নষ্ট হয়ে না যায়।
এবার টুলবার থেকে ক্লোনস্ট্যাম্প টুল(Clone Stamp tool)নিয়ে অলটার(Alt) চেপে নষ্ট বা দাগ বা স্পট এর কাছে ফ্রেশ ইমেজে ক্লিক করে স্পটের উপর ধীরে ধীরে রিপ্লেস করুন। ব্যাস- কাজ শেষ।এবার আপনার কাঙ্ক্ষিত ফলাফল যাচাই করুন।আজ এখানেই বিদায় নিচ্ছি।
যদি আপনার কিউরিসিটি মাইন্ড আরও কিছু জানতে চায় তাহলে(http://clippingarea.com/) এখানে ঢু মারতে পারেন আর ফেসবুকে আমাকে পাবেন এখানে(https://www.facebook.com/clippingarea),টুইটারে এখানে(https://twitter.com/clippingarea),গুগলপ্লাসে এখানে(Click This Link)। আজ এই পর্যন্ত । অন্য কোনদিন নতুন কোন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ্‌ হাফেজ।। (চলবে)

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ বিকাল ৫:৩৩

রুপম হাছান বলেছেন: ভালো লাগলো। আপনার ইচ্ছা দেখে আমারও খুব শিখতে ইচ্ছে করছে। যদি অবসর থাকে, তাহলে মাঝে মাঝে আমাদের একটু সময় দিবেন। ধন্যবাদ।

আমার ফেসবুক আইডি হচ্ছে : http://www.facebook.com/JajaborSomoy

নিশ্চয় কথা হবে। ভালো থাকবেন।

২| ২২ শে জুন, ২০১৫ সকাল ৮:২৯

ক্লিপিং এরিয়া বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। সর্বদা চেষ্টায় থাকবো যতটুকু জানি ততটুকুই শেয়ার করতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.