নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

'ন্যায় এবং অন্যায়ের মাঝে নিরব ভুমিকা-অন্যায়ের প্রশ্রয়দাতা'

দোলন বড়ুয়া

আমি মানবতা এবং অহিংসাকে জীবনের পরম ব্যক্তিত্ব মনে করি।

দোলন বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

পথ হারাবে না বাংলাদেশ

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮

এ পৃথিবীতে একদল মানুষ আছে যারা নিজের দোষকে-দোষ হিসেবে স্বীকার করে না । এবঙ আরেক দল মানুষ আছে যারা নিজের দোষকে-দোষ হিসেবে স্বীকার করে অম্লান বদনে মাথা নত করে। আরেক দল আছে যারা অপরের দোষ বা প্রশংসা না করে নিরব ভূমিকা পালন করে । আমি তাদের দলে নই বরঙ ন্যায়কে ন্যায় এবং প্রশঙসাকে প্রশংসা হিসেবে গণ্য করে তা মাথা উচু করে বলতে পারি।একথা কেন বললাম তা একটু খোলসা করে আপনাদের বলছি-আমি কোন রাজনীতিবিদ নই এবং রাজনীতি সম্পর্কে খুব বেশী আগ্রহী ও নই । তবে রাজনীতির মধ্যে যে বেহায়াপনা তা নিয়ে মাঝে মধ্যে ব্যতীত হই । কারণ-একসাগর রক্ত আর লাখো মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে । দীর্ঘ চার দশক পেরিয়ে গেলেও আমরা আমাদের সেই স্বাধীনতাকে বাস্তবে রূপদান করতে পারিনি । কোথায় পড়েছিলাম-‘স্বাধীনতার জন্য মানুষকে দু’বার ত্যাগ স্বীকার করতে হয় এবং প্রথম ত্যাগ স্বীকার করতে হয় স্বাধীনতা অর্জনের জন্য-পরে ত্যাগ স্বীকার করতে হয় স্বাধীনতা রক্ষার জন্য । বর্তমান রাজনৈতিক হালচাল অথবা মুক্তিযুদ্ধ বিরোধীদের সহিংস আচরণ কিংবা মুক্তিযুদ্ধ বিরোধীদের স্ব-মহিমায় স্বাধীনতার বিপক্ষে অবস্থান কিংবা তাদেরকে দমন করার জন্য বর্তমান সরকারের দৃঢ় অবস্থান-বিষয়গুলো পর্যবেক্ষণ করলে আপনি কী মনে করবেন ? আমরা চার দশক পরে বর্তমানে সেই স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করছি বললে ভুল হবে কেননা আমরা জানি যে শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীনতার কাণ্ডারী, এও ধরে নিয়েছি শেখ মুজিবুর রহমানের আদর্শে রচিত হবে একটি দল যে দল শুধু স্বাধীনতার কথা বলবে । যেখানে স্বাধীনতার সুফল জনগণ পাবে সেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং গণতন্ত্র ও স্ব-মহিমায় চির ভাস্বর হবে । কিন্তু না, যে দলটিকে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের দল হিসেবে মনে করেছিলাম সে দল ও আজ তার নির্ল্লজ্জ চেহারা দেখাতে কার্পণ্য করেনি । বর্তমান সরকার ৭১’সালের মানবতা বিরোধী ভূমিকার জন্য যারা জড়িত, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে, তার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ কিন্তু এ সরকার সমালোচনার উর্ধে উঠে তা সম্পন্ন করতে পারেনি কারণ তার দলের অনুসারীও আছে যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত । চলমান রাজনৈতিক সহিংসতায় যারা প্রাণ দিয়েছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তাদের জন্য কাঁদো কাঁদো চেহারায় শোক প্রকাশ করেছেন কিন্তু তিনি বিরোধী দলের যে সমস্ত নেতা কর্মী তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক নিহত বা আহত হয়েছেন তাদের জন্য শোক প্রকাশ তার জন্য বাতুলতা ছাড়া কিছুই নয় । এই হল আমাদের প্রধানমন্ত্রী । তিনি নিজেও বিরোধী দলে থাকাকালীন সময়ে ১৭০ দিনের উপরে হরতাল দিয়ে মানুষ হত্যা করেছেন । সংবিধান , গণতন্ত্র রক্ষা নিয়ে জনমত যাচাইয়ের কথা বলেছিলেন কিন্তু সেই প্রধানমন্ত্রী আজ ক্ষমতায় যাওয়ার পর নব্য বাকশাল সৃষ্ঠি করে একদলীয় শাসন ব্যবস্হা কায়েম করে আজীবন ক্ষমতার স্বাধ নিতে চান , তাহলে এখন গণতন্ত্র কোথায় গেল? তিনি বললেন বিরোধী দলকে হত্যার রাজনীতি বন্ধ করতে কিন্তু এ হত্যার রাজনীতির জন্য তো তিনি একাই দায়ী । তিনি যদি আসলেই গণতন্ত্র চান তাহলে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার কেন চান না । একটি সমান প্রতিদ্বন্দ্বী বিরোধী দলকে কেন তিনি বার বার নিবার্চন থেকে দূরে সরিয়ে দিতে চান, নির্বাচনে তিনি হেরে যাবেন বলে ? তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে তো এ ধরনের হত্যার রাজনীতি বন্ধ করতে পারেন । যদি তার সরকারকে জনগন চায় তাহলে তো তিনি আবার নির্বাচিত হতে পারেন । ১৫৪ টি আসনে কোন রকম নির্বাচন ছাড়াই সাংসদ নির্বাচিত হওয়া হাস্যকর নয় কী ? এ ধরনের প্রহসনের নির্বাচন কখনো জনগন চায়না । আর তাইতো শেখ হাসিনাকে জারজ সরকারের প্রধানমন্ত্রী বলতে ও কেউ দ্বিধা বোধ করছেন না । সামনে নির্বাচন ঘনিয়ে আসছে এবং এ ধরনের একক নির্বান কতটুকু গ্রহনযোগ্যতা পাবে তা বর্তমান সমাজের বিশিষ্ঠ নাগরিক বৃন্দ থেকে শুরু করে আপামর জনসাধারণের প্রতিক্রীয়া সম্পর্কে অবগত হয়েছেন । এখন শুধু একটাই প্রশ্ন-নির্বাচনের আগে দেশের পরিস্তিতি সম্পর্কে আমরা অবগত হয়েছি কিন্তু নির্বাচনের পরের পরিস্তিতি কী হবে ? নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় এতগুলো মানুষের লাশ এবং নির্বাচন পরবর্তী অনির্ণেয় লাশের মিছিলের দায়ভার কে নেবে ? আমরা সাধারণ জনগণ মোটা চালের ভাত আর মোটা কাপড়ের নিশ্চয়তা চায় । দু’ই নেত্রীকে বলছি আপনার আমাদের মত জনসাধারণের ‘মা’, এখন আপনারা যদি আমাদের মত জনসাধারণের জীবন নিয়ে ছিনিমিনি খেলেন-তাহলে আমরা কোথায় যাবো ? বাংলার মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি এবং করবেও না । বাংলার মানুষের উপর বিশ্বাষ আছে বলেই তাইতো বঙ্গমাতা বলে ওঠে বার বার পথ হারাবে না বাংলাদেশ ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৪

পাঠক১৯৭১ বলেছেন: আপনি লিখেছেন, "বর্তমান সরকার ৭১’সালের মানবতা বিরোধী ভূমিকার জন্য যারা জড়িত, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে, তার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ কিন্তু এ সরকার সমালোচনার উর্ধে উঠে তা সম্পন্ন করতে পারেনি কারণ তার দলের অনুসারীও আছে যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ।"



পিগমী সাহেব, সরকার ৫৫ হাজার থেকে মাত্র ১১ জনের বিচার করছে, সবার বিচার তো হচ্ছে না, উনার দলেরগুলো তো বাংলাদেশের বিরোধীতা করছে না; আপনি ডামী মগজের মানুষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.