![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।
তোমাক খুজি বাতাসের স্রোতে,
ঝড়ের গর্জনে, নীরব প্রভাতে।
আকাশের নীল বিস্তৃত আঁচলে,
তোমার ছোঁয়া মিশে থাকে চুপিচুপি সবখানে ।
হাওয়ায় ভেসে আসে তোমার ঘ্রান,
বৃষ্টি হয়ে ঝরে নরম স্পর্শে।
অদৃশ্য স্পেসে, শূন্যতার কোলে,
তুমি আছো আমার পাশে সবসময়ে।
রৌদ্রের উত্তাপে, চাঁদের আলোয়,
তোমার অস্তিত্ব ছড়িয়ে রয়।
অসীম শূন্যে, অনন্ত কালে,
তোমায় আমি অনুভব করি সবখানে !
বাতাসে মিশে আছে শূন্যতা,
তোমার অভাবে থমকে থাকা সময়,
হাওয়ার ছোঁয়ায় খুঁজি তোমায়,
আকাশের নীল গভীরতায়,
তোমার ছায়া আঁকা,
তবুও তুমি নেই, কেবলই শূন্যতা,
শব্দহীন ব্যথা , অন্তহীন কবিতা।
তোমার স্পর্শে,
বৃষ্টি নামে নির্বাক ব্যথায়,
সময় থেমে, হৃদয় ডাকে,
শূন্যতার মাঝে এই হৃদয় শুধু অনুভব করে তোমাকে ।
২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১৩
দানবিক রাক্ষস বলেছেন: ধন্যবাদ আপনাকে,
ফোন থেকে উপলোড করছিলাম, কিভাবে যে দুইবার পোস্ট হইছে বুঝলাম না,
অন্যটা ডিলিট করে দিছি।
ভালো থাকবেন।
২| ২৭ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০২৫ রাত ১:০৪
ক্লোন রাফা বলেছেন: একই কবিতা ২বার কেনো ⁉️
একটা মুছে ফেলুন।