নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিনিক্স

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

এক মুঠো ভালোবাসার জন্য

২৯ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫২

এক মুঠো ভালোবাসার জন্য
আমি অপেক্ষা করি,
সন্ধ্যা নেমে এলে ঝরা পাতার মতো
একলা বসে থাকি নদীর ধারে,
হয়তো কোনো একদিন তুমি আসবে বলে।

এক বিন্দু ভালোবাসার জলের জন্য
এই মরুপ্রান্তরে দাঁড়িয়ে আছি,
আকাশের দিকে তাকিয়ে,
যেন বর্ষার প্রথম ফোঁটা হবে তোমার স্পর্শে,
আর আমি হবো তৃষ্ণার্ত মাটি।

দূর আকাশে চাঁদের আলোও মলিন,
যখন তুমি নেই,
হৃদয়ের শহরে আলো জ্বলে না,
যখন তোমার কণ্ঠ শুনি না।

তুমি আসবে কি?
একটা ভোরের মতো আমার আঙিনায়,
দু’চোখ ভরে স্বপ্ন সাজিয়ে,
এক মুঠো ভালোবাসা এনে দেবে কি
আমার শূন্য বুকের গহীনে?

অপেক্ষার পথটা দীর্ঘ হলেও,
আমি থাকব তোমারই জন্য,
এক ফোঁটা ভালোবাসার আশায়,
এক বিন্দু জলের প্রত্যাশায়,
এই দুবিক্ষের দেশের নিঃশব্দ প্রহর গুনে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৫ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: বাহ!

সুন্দর কাব্য!

২| ২৯ শে মার্চ, ২০২৫ রাত ১০:২০

জিনাত নাজিয়া বলেছেন: খুব সুন্দর অপেক্ষা। অপেক্ষা টা যেন সাক্সেস হয় সেই কামনা থাকল।

৩| ৩০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.