নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে: https://t.ly/atJCp এছাড়া, বইটই-এ: https://boitoi.com.bd/author/2548/&

দারাশিকো

লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি

দারাশিকো › বিস্তারিত পোস্টঃ

'ইউ এন্ড মি' কনডমের নতুন অ্যাডটা দেখেছেন?

১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৪

বাংলাদেশে টেলিভিশনে কন্ডমের অ্যাড প্রচারের ইতিহাস খুব নতুন নয়। বেশ ছোট থাকতে টেলিভিশনে প্যানথার আর সেনসেশন কন্ডমের অ্যাড দেখেছি, যদিও বুঝিনি এর কোন আলাদা আবেদন আছে কিনা। এতদিন পরে যখন সেই অ্যাডগুলোর কথা মনে করতে যাই, তখন মনে হয়, সময়ের আগেই নেয়া পদক্ষেপগুলোর মধ্যে একটি ছিল টেলিভিশনে কন্ডমের অ্যাড দেয়া।



ঈদের ছুটিতে বাসায় গিয়ে টেলিভিশনে ইউ অ্যান্ড মি কন্ডমের নতুন একটা অ্যাড দেখলাম। যুগের সাথে তাল মিলিয়ে ভালোই সেনসেশন সৃষ্টি করেছে বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনচিত্রে দেখা যায় আলো আধারি এক পরিবেশে একজন নারী এবং একজন পুরুষ বাহিরে যাবার জন্য তৈরী হচ্ছে। ছোট ছোট কাটে পুরো বিষয়টিকে উপস্থাপন করায় গতি লাভ করা সম্ভব হয়েছে। স্ত্রী নিজেকে সজ্জিত করতে লিপস্টিক, পারফিউম ইত্যাদি ব্যবহার করেন, অন্যদিকে স্মার্ট স্বামী জামার বোতাম লাগানো, টাই বাধাঁর মাধ্যমে তৈরী হন। কিন্তু জামার বোতাম থেকে বের হয়ে থাকা টুকরো সুতোটিকে দূর করার জন্য এগিয়ে আসেন স্ত্রী এবং দাঁত দিয়ে কেটে ফেলেন, কিন্তু খুলে যায় লম্বা চুলের বাধানো খোপা এবং ছিটকে পড়ে চুলের কাটা। পরিপাটি বেশে দুজন রওয়ানা হয়, স্ত্রী দরোজা খুলে ধরেন, তবে তা বাহিরে যাবার জন্য নয় বরং বেডরুমের। দর্শকের চোখের সামনে বেডরুমের দরোজা বন্ধ হয়ে যায়।



লাইটিঙের সুন্দর ব্যবহার, পরিচ্ছন্ন এডিটিং আর ক্যামেরার মুভমেন্ট অ্যাডটিকে সুন্দর এবং আকর্ষনীয় করেছে সন্দেহ নেই তবে দর্শকের কাছে কতটুকু গ্রহণযোগ্য করেছে সে ব্যাপারে কথা থাকতে পারে। ব্যক্তিগতভাবে অ্যাডটি আমার কাছে অ্যাডের তুলনায় কিছুটা অড মনে হয়েছে। অ্যাড এর পাত্র পাত্রীকে চিনতে পারিনি, তবে পাত্রী হিসেবে জোলির মতো ঠোটের অধিকারী কন্যা জোলির মতো পুরোটা না হলেও অনেকটা আবেদন সৃষ্টি করেছেন। বিশেষ করে পেছন থেকে নেয়া পিঠখোলা নারী এবং ঠোটের ঝাঁকুনি উদ্দেশ্য অর্জনে সহায়তা করেছে। কিন্তু অ্যাড হিসেবে কতটুকু সার্থক? কিংবা বলা যায় কতটুকু প্রয়োজন ছিল এতটা আবেদন সৃষ্টি করার।



এশিয়াটিক থেকে নির্মিত এই বিজ্ঞাপনের ক্লায়েন্ট এস এম সি। নির্মান করেছে ড্রিমস্মিথ। অ্যাডভার্টাইজিং এর উদ্দেশ্য সমূহের মধ্যে প্রধান তিনটি হলো প্রোডাক্ট সম্পর্কে তথ্য সরবরাহ করা, দাম সম্পর্কে জানানো এবং ভোক্তাকে পুনরায় মনে করিয়ে দেয়া। এই চিত্রে এর কোনটিই প্রকাশিত হয়েছে বলে মনে হয় না। তাছাড়া এ ধরনের অ্যাড টেলিভিশনের মতো মাস মিডিয়ায় প্রচার করার পূর্বে চিন্তা করার দরকার আছে বলে মনে হয়। এটি অবশ্যই ১৮+ ট্যাগ করার মতো নয়, কিন্তু ভেবে দেখুন তো, প্রাপ্তবয়স্ক একাধিক ব্যক্তি যেখানে বাবা মা থেকে শুরু করে আরও সদস্যরা থাকতে পারেন, সেখানে এই বিজ্ঞাপন কতটা সস্তি দিতে পারে দর্শকের মনে। যতটুকু দেখানো হয়েছে তার থেকে অনেক বেশী চিন্তা করতে উৎসাহিত করার ক্ষেত্রে এর সার্থকতা বিশাল।



সম্পূর্নই ব্যক্তিগত মতামত। মাইনাসের পরোয়া না করেই লিখেছি। তবে আপনাদের মতামতও আশা করছি। আর বিজ্ঞাপনচিত্রটি সম্পর্কে আরও তথ্য যুক্ত করার আহবান জানাচ্ছি। ধন্যবাদ।



ইউটিউবের লিংক

আমার ব্লগ

মন্তব্য ৪৪ টি রেটিং +২৩/-৬

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২১

অজানা আমি বলেছেন: ভাইজান কি সিঙ্গেল নাকি ডাবল? ;) ;)

২| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২২

ভুরিদত্ত বলেছেন: আমি নকিয়া ইউজ করি। যকোন অন্য কোনো মোবাইলের অ্যাড দেকায় তকোন টিবির সামনে তেকে উটে চলে যাই।

নিজের জীবনের সাথে রিলেটেড সকল ব্র্যান্ডের ক্ষেত্রেই এই থাম্বরুলটি ফলো করি অক্ষরে অক্ষরে।

৩| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৩

অমিত হাসান বলেছেন: চলো................

৪| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৬

স্বপ্নকথক বলেছেন: কনডম কি??? :P

৫| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩০

সাধারণমানুষ বলেছেন: কনডম কি??? :P

৬| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৫

আরিফুর রহমান বলেছেন: নাইস ওয়ান.... আ লাইক ইট...

আমাদের নৌজুবিল্লা গুষ্ঠী কি বলে এই বেফারে?

৭| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমিও ভাবছিলাম এইটা নিয়ে কিছু লেখা যায় কি না.... !!!

আপনার লেখার স্টাইল ভাল হয়েছে। তবে সম্ভবত এটাই এই পণ্যের সর্বপ্রথম এ্যাড। যদিও এটা গত ঈদের বেশকিছুদিন আগে থেকেই সব চ্যানেলে দেখাচ্ছিল।


**** এক বিবাহিত বন্ধুর কাছে শুনলাম আসলেই নাকি কাজের জিনিস.... কি মেডিসিন নাকি এক্সটা দেওয়া আছে।
যা তাকে ১০ থেকে ৩০ শে উন্নীত করেছে।

৮| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ব্লগার আড্ডায় যোগ দিন। Click This Link

৯| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯

দুঃখবিলাস বলেছেন: আপনার লেখায় পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আপনি ওভার রিয়েক্ট করছেন।

১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৪

দারাশিকো বলেছেন: হয়তোবা ... এই অ্যাড একবার দুবার সবার সামনে বসে দেখা যায়, কারন শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় পন্যের নাম জানার জন্য। কিন্তু সবাইকে নিয়ে বারবার দেখাটা সহ্য হয় নি ... হয়তো সত্যিই ওভার রিয়েক্ট, তবে এর জন্য দু:খিত নই।
ধন্যবাদ আপনাকে!

১০| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৪

মোঃমোজাম হক বলেছেন: কেন এডটাতো বেশ রুচিকর!ইন্ডিয়ান এডগুলো দেখছেন?গুগলে গিয়ে সার্চ করে দেখেনিন কি বিশ্রী!!!

১১| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৭

দুঃখবিলাস বলেছেন: বস, আপনি নিশ্চয় বলতে চাননি যে কনডমের এডে দেখা গেলো,

বাচ্চা বেলুনের মতো কনডম ফুলিয়ে খেলছে,
বা, কনডমের রবারটিকে হেয়ার ব্যান্ড হিসেবে ব্যবহার করছে
বা, বিভিন্ন রংয়ের কনডম নিয়ে ঘর সাজাচ্ছে ......

১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৫

দারাশিকো বলেছেন: হা হা হা ...
যদি তাই বলতে চাইতাম তবে বোধহয় কন্ডমের অ্যাড এর সাথে পর্ণো ছবির মধ্যে কোন পার্থক্য খুজতাম না ...

১২| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৯

মোঃমোজাম হক বলেছেন: [img|http://media.somewhereinblog.net/images/thumbs/mozambof_1255453051_1-mozambof_1244412276_1-c1.jpg

যারা জিনিষটা দেখেননি তাদের জন্য!

১৩| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০২

মোঃমোজাম হক বলেছেন: img|http://media.somewhereinblog.net/images/thumbs/mozambof_1255453051_1-mozambof_1244412276_1-c1.jpg]যারা জিনিষটা দেখেননি তাদের জন্য!

১৪| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৯

সাইকাস বলেছেন: আগে একটা অ্যাড ছিল।যেটা তে বলত"লাগবা বাজি"

অইটা কেমন ছিল?

১৫| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৮

এহসান জুয়েল বলেছেন: এস.কে.ফয়সাল আলম বলেছেন:

**** এক বিবাহিত বন্ধুর কাছে শুনলাম আসলেই নাকি কাজের জিনিস.... কি মেডিসিন নাকি এক্সটা দেওয়া আছে।
যা তাকে ১০ থেকে ৩০ শে উন্নীত করেছে।

১৬| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৮

শিবলী বলেছেন: এডটা ভাল লেগেছে। তবে মেয়েটাকে সোজা ভাষায় 'সেক্সী' মনে হয়নি।

১৭| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২০

অলস ছেলে বলেছেন: +

১৮| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫০

দারাশিকো বলেছেন: সবার উদ্দেশ্যে,
শিল্পগুনের বিচারে এই অ্যাডটির ব্যাপারে আমার কোন আপত্তি নেই। বাসার সবাইকে নিয়ে সিনেমা দেখার সময় এর চেয়েও আপত্তিকর দৃশ্য চলে আসে, আসতে পারে, কিন্তু তা একবারই.... কিন্তু বার বার একই দৃশ্য দেখার সময় খুব একটা সস্তি বোধ করতে পারি নি। এজন্যই এই পোস্ট। তবে এটাও সত্যি, হয়তো আরো বেশীবার দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে যেতাম যে এ প্রসঙ্গে একটি পোস্ট দেয়া যায় তাও বিশ্বাস করতে পারতাম না। কিন্তু কি আর করা ... পেটে সইলো না ...
ধন্যবাদ...

অ্যাডটি সম্পর্কে নতুন কোন তথ্য পেলাম না, পেলে ভালো লাগতো ...

১৯| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫২

অরণ্যচারী বলেছেন: অ্যাডটা এমন কিছু খারাপ মনে হয় নাই।

২০| ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০১

সব যদি আজ বদলে যেত বলেছেন: আমি আসলে এতদিন এই অ্যাডটা বুঝিইনি। আপনার পোস্ট পড়ে বুঝলাম।

আমি ভাবতাম অহেতুক হাটাহাটি করছে কেন? :!>

১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৪৮

দারাশিকো বলেছেন: আপনারে উত্তম জাঝা।

২১| ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০৭

পল্লী বাউল বলেছেন: সব যদি আজ বদলে যেত বলেছেন: আমি আসলে এতদিন এই অ্যাডটা বুঝিইনি। আপনার পোস্ট পড়ে বুঝলাম।

আমি ভাবতাম অহেতুক হাটাহাটি করছে কেন? ;)

উনারে উত্তম জাঝা।

২২| ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১০

শয়তান বলেছেন: ডুরেক্সের উপ্রে কিছুই নাই :)

২৩| ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৪

পৃথীবি বলেছেন: এডটা আমার খুব ভাল লেগেছে।
কনডমের জামা (পছন্দের কাউরে গিফট করে দেন :P )

[img|http://media.somewhereinblog.net/images/thumbs/jony08blog_1255463523_1-condom02lt0.jpg



২৪| ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৫

পৃথীবি বলেছেন:

১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২২

দারাশিকো বলেছেন: পুরান জিনিস!

২৫| ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৪

সা বলেছেন: কনডমের এড এ তো আর এক্কা দোক্কা খেলা দেখাবে না তাই না!! নাকি আপনি আরো কিছু দেখার আশা করেছিলেন, যাতে বেশি কিছু চিন্তা করতে না হয়। দিন চেঞ্জ হইতেছে আমাদের ও মানসিকতায় চেঞ্জ আনা উচিত।

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১১

দারাশিকো বলেছেন: মানসিকতায় চেন্জ আনা মানে নিশ্চয়ই মন্দকে স্বাভাবিক ভাবে গ্রহন করা বোঝায় না, নাকি বোঝায়? সমাজের অন্যান্য সমস্যাগুলো (যেমন ধর্ষন, হত্যা, চাদাবাজি ইত্যাদি) নিয়ে একই রকম মানসিকতা চেন্জ আনার চেষ্টা করে দেখতে পারেন... হাজার হোক দিন তো চেঞ্জ হচ্ছে, তাই না?

২৬| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২২

শয়তান বলেছেন: ইনডিয়ান কোহিনুরের এ্যাডটাও মজার ।

১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

দারাশিকো বলেছেন: দেখি নাইক্যা!

২৭| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩০

ভুরিদত্ত বলেছেন: ডুরানোসোরাস রেক্স ;)

২৮| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৪

শয়তান বলেছেন: ভুরি কর্সে কি =p~ =p~ =p~

২৯| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯

ভুরিদত্ত বলেছেন: এবার একটু জ্ঞানের জিনিস দেখবে?

( তালে পুরো আলোচনাটায় ব্যালেন্স আসে )

@ শয়তান

৩০| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯

ছায়ার আলো বলেছেন: আমার কাছে খারাপ লাগে নাই।

৩১| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪১

শয়তান বলেছেন: অবশ্যই @ ভুরিদত্ত

৩২| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৩

ভুরিদত্ত বলেছেন: রজার

৩৩| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৬

শয়তান বলেছেন: এতক্ষন যাও একটা আশা ছিল ব্লগের মেয়েরা আসবো পোস্টে এখন তাও শেষ :-B =p~ =p~

৩৪| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০১

ভুরিদত্ত বলেছেন: জ্ঞানের কোনো বিকল্প হয় না রে পাগলা।

আপাদের বুজতে হবে।

@ শয়তান

৩৫| ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

দারাশিকো বলেছেন: এহহে ... এই দুইজন কি শুরু কর্ছে? আমার পোস্টে আইসা খেজুরো আলাপ কর্তাছে ...
মজার হৈছে :-B

৩৬| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫০

অলস ছেলে বলেছেন: হোলা।।
শিক্ষার কোন শেষ নাই

২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২১

দারাশিকো বলেছেন: শেখার চেষ্টা বৃথা তাই .....

৩৭| ২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

নতুন বলেছেন: পরিপাটি বেশে দুজন রওয়ানা হয়, স্ত্রী দরোজা খুলে ধরেন, তবে তা বাহিরে যাবার জন্য নয় বরং বেডরুমের। দর্শকের চোখের সামনে বেডরুমের দরোজা বন্ধ হয়ে যায়।

((-- they didnt open the bedroom door...

*** বস ওরা ঘরের দরজাই খুলছিলো..... কিন্তু আবার ভেতরে চইলা যায়.... কিন্তু পরে বাইরে জাইতে পারলোনা... ;)

টেগ লাইন ;- ..... Resistance is futile ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.