নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব সমাজ

আমার সম্পর্কে যত কম জানা যায় ততই ভাল

দারদা খান

আমি মানুষটা খুবই আনমনা প্রকৃতির

দারদা খান › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫২

এক চোর, ভোরবেলা চুরি করে পুকুরের পাড়ে এসে হাত পা ধুচ্ছে



পুকুরের অপর পাড়ে এক হুজুর, ফযরের নামাজের জন্য ওজু করছে



হুজুর কুলি করতে করতে চোরের দিকে তাকিয়ে ভাবল; “মারহাবা, এতো সকালে আরেকজন অজু করছে... নিশ্চয়ই বড়ই মুমিন বান্দা সে ... মারহাবা”



ওদিকে চোর, চোখ ছোট ছোট করে ভাবছে; “ব্যাটা দাড়ি ওয়ালা চোর, শিওর চুরি শেষে হাপুস হুপুস করে পানি খেতে এসেছে”



... দুইজন দুইজনের দিকে তাকিয়ে মুচকি হেসে দুদিকে চলে গেলেন



যে যেমন, সে অপরকে তেমনি ভাবে



"আপনি ভালো তো জগত ভালো... আপনি কালো, তো জগতও কালো"



যদি এই দুই বান্দার মধ্যে বন্ধুত্ব হতো তাহলে সঙ্গদোষে; ইদার চোর হয়ে যেত হুজুর ... বা, হুজুর হয়ে যেত চোর



“তাই কিছু মানুষের সাথে বন্ধুত্ব, দূরে দূরেই ভাল... জাতির জন্য মঙ্গলজনক”



তাই যে আপনাকে খারাপ ভাবে, তার কাছে যেয়ে আপনি আপানাকে ভালো দেখানর দরকার নেই



লাইফ ইজ টু শর্ট ফর দ্যাট



শিওর থাকেন, অপর পারে কেউ না কেউ দাঁড়িয়ে আছে, যে আপনাকে ভালো জানছে ... তাই; খুঁজে নেন তাদের, নিজের স্বার্থেই



হ্যাপি ফ্রেন্ডশিপ ডে’র শুভেচ্ছা সব্বাইকে.।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.