নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব সমাজ

আমার সম্পর্কে যত কম জানা যায় ততই ভাল

দারদা খান

আমি মানুষটা খুবই আনমনা প্রকৃতির

দারদা খান › বিস্তারিত পোস্টঃ

হতাশা

১৭ ই মে, ২০১৫ রাত ১:০৫

গত কয়েকদিন আগে আমার ছোট বোনকে দুটো লিড পেন্সিল কিনে দিয়েছিলাম । একটি ডরেমন টাইপ এবং একটি অন্যরকম । তো আজ ছোট বোন ফোন করে আমায় বলছে, ভাইয়া ডরেমন এর কপালটাই খারাপ ? হটাত ছোট বোন এর এ কথা শুনে আমি তো অবাক, কি বলসে ও আমি তো কিছুই বুজতে পারছি না । পরে ওর কথা শুনে বুজলাম যে, ডরেমন টাইপ পেন্সিল টার মাথাটা ভেঙ্গে গেছে । তাই ওর এই প্রশ্নাতুর জিজ্ঞাসা আমার কাছে । মাঝে মাঝে মনে হয় ওই ডরেমন এর মতন আমার ও কপালটা খারাপ । সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ, টানা ১৭ দিন ইউনিভার্সিটি বন্ধ । একটু বাড়িতে যাওয়ার শখ, কিন্তু যাওয়া হবে না । যেতে হবে মনে হয় খুলনা, চট্রগ্রাম, ফরিদপুর । কি যে জীবন , মাঝে মাঝে এই জীবন টাকে নিয়ে খুবই হতাশায় ভুগি , আবার মাঝে মাঝে এই জীবন টাকে নিয়ে খুবই রোমানচিতো হই । মনে হয় আমি পারব , এই জীবনটাকে আমার স্বপ্নের জায়গায় নিয়ে যেতে, আবার মনে হয় , আমি পারব না । হতাশা আমাকে ঘিরে ধরে চারপাশ থেকে । তখন আবার বিখ্যাত মানুষদের জীবনী পরি এবং একটু আশার আলো দেখতে পাই আমার এই জীবনে ।

তবে কথা একটাই মুক্তি চাই মুক্তি চাই ‘ হতাশা ‘ থেকে মুক্তি চাই ......... .

দেখতে চাই দেখতে চাই “আশার আলো “ দেখতে চাই .................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.