নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডারক এলফ ০০৭

আধাঁরি অপ্সরা

গ্রন্থ পুঁজিছো ভন্ডের দল.. মূর্খেরা ওরে শোন.. মানুষ আনিছে গ্রন্থ.. গ্রন্থ আনেনি মানুষ কোন... অবনীল অপ্সরা[email protected]

আধাঁরি অপ্সরা › বিস্তারিত পোস্টঃ

চোখ বুলিয়ে নিতে পারেন আপনার প্রিয় সব প্রবাদ-প্রবচন কিংবা উক্তিগুলোয়!!:) :)

১১ ই জুলাই, ২০১১ বিকাল ৫:০২

প্রারম্ভিকা:

প্রবাদ-প্রবচন আর উক্তির অধিকাংশই সারা বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের মুখ-নিসৃত কথামালা, অথবা বিখ্যাত ধর্ম-গ্রন্থে লিখিত বাণী, এমনকি দেশ, কাল, সমাজ নির্বিশেষে বিভিন্ন ঘটনার সাপেক্ষে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসা কিছু সাধারণ বিশ্বাস। এগুলো কোন কুসংস্কার নয় কিংবা কোন পরীক্ষিত সত্য এমনটাও নয়। তবে যুগ যুগ ধরে মানুষের সাধারণ বিশ্বাসের মধ্যে স্থান করে নিয়েছে। যদিও এখানে বিশ্বাসের বিষয়টা অবশ্যই আপেক্ষিক।



সংগ্রহের সূচনাটা যেমন ছিল:

প্রায় বছর সাতেক আগে একদিন টিউশ্যানিতে গিয়ে দেখি স্টুডেন্টের টেবিলের উপরে একটা স্কুল বার্ষিকী ফেলে রাখা। আমি আবার সর্বভূক পাঠক। যা পাই, তা-ই পড়ি। পড়ে ফেললাম। সেখানে কিছু চমৎকার উক্তি ও প্রবাদ-প্রবচনে আমার দৃষ্টি নিবদ্ধ হল। সম্ভবত তিনশত প্রবাদ ছিল ওখানে। অসাধারণ সব উক্তি ও প্রবাদ। সেই থকে শুরু। উক্তি, প্রবাদ-প্রবচন যেখানে যা পাই হয় মুখস্থ করে নেই, না হয় লিখে ফেলি ডায়েরির পাতায়। মনে হল আপনাদের সাথে শেয়ার করা যায়।





আমার নিজের প্রিয় সব প্রবাদ ও উক্তিগুলো:

শুরু করছি পবিত্র আল-কোরআন থেকে নেয়া আমার সবচেয়ে প্রিয় উক্তিটি দিয়ে। :) :)





=>ধর্ম ও নৈতিকতার শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ।-আল-কোরআন



=>জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।-ক্রিনেট



=>গোপন কথা তোমার গোলাম। ফাঁস করে দিলে তুমি তার গোলাম।-আরবি প্রবাদ



=>যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায় না।-লাউতজে



=>আমি আদব শিখেছি বেয়াদবের কাছে।-ইমাম গাজ্জালি (রাঃ)



=>কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।-প্লেটো



=>'হ্যাঁ' এবং 'না' কথা দুটো সবচে' পুরনো এবং সবচে' ছোট। কিন্তু এ কথা দু'টো বলতেই সবচে' বেশি ভাবতে হয়।-পীথাগোরাস



=>"আমি জানি না" বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা।-হিব্রু প্রবাদ



=>একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।-শেখ সাদী



=>আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।-শেখ সাদী



=>বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা।X((-কাজী নজরুল ইসলাম



=>জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।-চীনা প্রবাদ



=>নাস্তিক হচ্ছে নিজের প্রচারিত ধর্মের স্বঘোষিত নবী এবং তার নিজ ধর্মের একমাত্র উম্মাত।-সূত্র:অজানা



=>সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন।-মার্ক টোয়াইন



=>আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।-শেলী



=>মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমত করতে পারায়।-অজানা



=>কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।-অজানা



=>ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।-অজানা



=>জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।-হুইটিয়ার



=>সবচে' জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা।-জে এবট



=>বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।-কার্লাইল



=>বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না।-হেনরী ওয়ার্ড বিশার



=>ছবি হল নীরব কবিতা। আর কবিতা হল নীরব ছবি যা কথা বলে।-সিমোনিডেস



=>রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে।-সেফটিস বারী



=>ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান।-ড্রাইডেন



=>তিন ইঞ্চি লম্বা জিভ একজন সাতফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে।-চীনা প্রবাদ



=>বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি।-জন ম্যাকি



=>ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।-জন ল্যাক হন



=>ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়।-ইলা অলড্রিচ



=>যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!-শেখ সাদী



=>যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!-হযরত আলী (রাঃ)



=>ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।-শেক্সপীয়ার



=>একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।-কার্লাইল



=>অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।-হোমার



=>গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে।-হিন্দি প্রবাদ



=>জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।-অজানা



=>শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।-ওল পিয়ার্ট



=>যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না।-আলফ্রেড টেনিস



=>সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন।-জুভেনাল



=>একফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের।-ফারসি প্রবাদ



=>নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না।-কাজী নজরুল ইসলাম



=>আমার দোষ তুমি আমাকেই বল।-ইমাম গাজ্জালী



=>সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে।-ডেমিক্রিটাস



=>ব্যক্তিত্ব্যহীন মানুষ অনুকরণের যোগ্য নয়।



=>কে আমাদের একশবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই। কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি।-আবদুল্লাহ আবু সাঈদ



=>যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।-জন লিভগেট



=>সাহসীরা জীবনের মর্যাদাকে মূল্য দেয়, ভীরুরা পরিসরকে।



=>মেয়েদের রূপ আর ছেলেদের প্রতিভা একই জিনিস। দুটোই জন্মগত ও ধংসকারী। চারপাশকে ছাই করে দেয়।



=>প্রতিটি অর্জনের সাথে আমরা একটু একটু করে মরে যাই।



=>আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে।



=>নিজের ভালো দিকগুলো জেনে লাভ নেই।



=>যে মেয়ের যত বদনাম, তার তত ভালো বিয়ে। ;)



=>পাপীদের দেখে জীবনকে জানা যায় বেশি।



=>কবিতা হল সংকীর্ণ আলোকোজ্জল মঞ্চে সুচতুর নৃত্যপটিয়সীর অলৌকিক নূপুর-নিক্কন, গদ্য-পেশীবহুল দৌড় বীরের দীর্ঘ মেয়াদী ম্যারাথন।



=>সততটা বেশি থাকলে সিদ্ধান্ত নেয়া কঠিন হয়।



=>নীচ লোকের প্রধান হাতিয়ার হল অশ্লীল বাক্য।



=>অন্যের মধ্যে যা খারাপ মনে কর নিজের মধ্যেও তা খারাপ মনে করতে শেখ।



=>চেহারায় বেদনা না থাকলে কাউকে সুন্দর দেখায় না!



=>শুধু টাকা দিয়ে যে বড়লোক হতে চায় সে নিতান্তই গরীব। /:)





এরকম আরো অনেক প্রবাদ আছে। আমি আমার নিজের সবচেয়ে প্রিয় কিছু প্রবাদ শেয়ার করলাম। পড়ার জন্য ধন্যবাদ! :) :)





মন্তব্য ১৯৫ টি রেটিং +৭৬/-০

মন্তব্য (১৯৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১১ বিকাল ৫:১০

ছাইরাছ হেলাল বলেছেন:

বইটা কার লেখা বলে দিলে ভাল হয়।
দেখতে চাই।

১১ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২০

আধাঁরি অপ্সরা বলেছেন:
এটা কোন বই নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন বই বা বার্ষিকী থেকে আমার নিজের করা কিছু কালেকশন! এখানে সবচে প্রিয়গুলোই শেয়ার দিলাম। ধন্যবাদ ভাইয়া! :)

২| ১১ ই জুলাই, ২০১১ বিকাল ৫:১৩

সুরগুলো সব তোমার কাছে বলেছেন:
কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।

চমৎকার।

১১ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫০

আধাঁরি অপ্সরা বলেছেন:
অনেক ধন্যবাদ! :)

৩| ১১ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার

১১ ই জুলাই, ২০১১ রাত ১১:০৭

আধাঁরি অপ্সরা বলেছেন:
অনেক ধন্যবাদ আপু!! :)

৪| ১১ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অজানা গুলো লেখকের নিজস্ব নয়তো?
হা হা!
ভালো লাগলো। অনেকগুলো আনন্দদায়ী ও!
আরো কিছু শেয়ার করতে পারেন, পোস্ট আরো সমৃদ্ধ হোক।
ভালো থাকুন।
হ্যাপি ব্লগিং!

১১ ই জুলাই, ২০১১ রাত ১১:১১

আধাঁরি অপ্সরা বলেছেন:
হাহাহা! হলেও হতে পারে!
এত প্রবাদ আর উক্তি যখন মাথায় আছে আমি তো তাহলে মহা-মণীষী!! ;);)

মজা করলাম। আসলে ভাইয়া যেখান থেকে কালেক্ট করেছিলাম সেখানে সোর্স বা বাণীদাতার নাম ছিল না! কিছু আবার স্মৃতি হাতড়ে দিয়েছি। তবে নির্ভূল এটা নিশ্চিত! :)

আপনাকে অনেক ধন্যবাদ! :)

৫| ১১ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৩১

ফলে পরিচয় বলেছেন: কে আমাদের একশবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই। কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি।-আবদুল্লাহ আবু সাঈদ
এটা কেন জানি বেশী ভাল লাগল।
চমৎকার।+++++++++

১১ ই জুলাই, ২০১১ রাত ১১:১২

আধাঁরি অপ্সরা বলেছেন:

নিশ্চয়ই এমন পরিস্থিতির শিকার হয়েছেন কখনো!!
অনেক ধন্যবাদ আপু! :)

৬| ১১ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৩১

চাটিকিয়াং রুমান বলেছেন: বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা।-কাজী নজরুল ইসলাম

মনীষিদের করা উক্তি সমূহের মধ্যে এটি আমার একটি প্রিয় উক্তি।

চমৎকার পোষ্টের জন্য ধইন্যা।

১১ ই জুলাই, ২০১১ রাত ১১:৩২

আধাঁরি অপ্সরা বলেছেন:
এটা আমার অনেক অনেক অ-নে-ক প্রিয় একটা উক্তি!
ধন্যবাদ! :)

৭| ১১ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪৯

মুরাদ-ইচছামানুষ বলেছেন: সুন্দর পোস্ট।

১১ ই জুলাই, ২০১১ রাত ১১:৫০

আধাঁরি অপ্সরা বলেছেন:
ধন্যবাদ ইচ্ছামানব! :)

৮| ১১ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫৪

বৃষ্টিবেস্ট বলেছেন: ভাল লাগল, সুন্দর পোস্ট সাথে রাখার মত।

=>জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।-চীনা প্রবাদ

অনেক ভাল লাগল সবগুলি।

১১ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৩

আধাঁরি অপ্সরা বলেছেন:
অনেক ধন্যবাদ বৃস্টিআপু! :)

৯| ১১ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫৫

মরুর পাখি বলেছেন: চমৎকার -- প্রিয়তে নিলাম। মাঝে মাঝে পড়ব।

১১ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৫

আধাঁরি অপ্সরা বলেছেন:

প্রিয় করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ মরুর পাখি! :)

১০| ১১ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০১

ছোট্ট রাজকণ্যা বলেছেন: সুন্দর পোস্ট.......।

প্রিয়তে নিলাম....সময় বুঝে কাজে লাগাব....... ;)

১১ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৮

আধাঁরি অপ্সরা বলেছেন:
ছোট্ট রাজকন্যা তো পুতুল একটা!! :D :D
ধন্যবাদ! :)

১১| ১১ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৩

আমিনুল ইসলাম বলেছেন: হায় হায় আমি দেখি একটাও শুনিনি। :-/

১১ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৯

আধাঁরি অপ্সরা বলেছেন:
এই যে সব জেনে নিলে!! :)

১২| ১১ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৮

ফাইরুজ বলেছেন: যে মাথা নোয়াতে জানে
সে কখনো মাথা খোয়ায় না।
এটা খুব ভাল লাগছে।

১২ ই জুলাই, ২০১১ রাত ১২:১২

আধাঁরি অপ্সরা বলেছেন:

ভালো লাগার জন্য ধন্যবাদ ফাইরুজ আপি! :)

১৩| ১১ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৪

হিবিজিবি বলেছেন: সুন্দর পোস্ট.....ভাল লাগল।
কিছু ফানি উক্তি জানতে চাইলে খুঁচা মারেন

১২ ই জুলাই, ২০১১ রাত ১২:১৩

আধাঁরি অপ্সরা বলেছেন:
ভালো লাগার জন্য ধন্যবাদ! খোঁচা দিলাম! !:#P !:#P

১৪| ১১ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল, অসৌন্দর্য শ্লীল। রুপসীর একটু নগ্নবাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু পথে পথে ভিখিরিনির উলঙ্গ দেহ দেখে ওরা একটুও বিচলিত হয় না

বাঙালি মুসলমানের এক গোত্র মনে করে নজরুলই পৃথিবীর একমাত্র ও শেষ কবি। আদের আর কোনো কবির দরকার নেই।

বিধাতা মৌলবাদী নয়। কে প্রার্থনা করলো, কে করলো না; কে কোন তরুণীর গ্রীবার দিকে তাকালো, কোন রূপসী তার রূপের কতো অংশ
দেখালো, এসব তাকে বিন্দুমাত্র উদ্বিগ্ন করে না। কিন্তু বিধাতার পক্ষে এতে ভীষণ উদ্বিগ্ন বোধ করে ভণ্ডরা।

পশু আর পাখিরাই মানবিক।

-হুমায়ুন আজাদ

১২ ই জুলাই, ২০১১ রাত ১২:২৯

আধাঁরি অপ্সরা বলেছেন:
ইতিহাস হচ্ছে বিজয়ীর হাতে লেখা বিজিতের নামে একরাশ কুৎসা।-হুমায়ুন আজাদ

সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু।-হুমায়ুন আজাদ

বিপ্লবীদের বেশি দিন বাঁচা ঠিক নয়। বেশি দিন বাঁচলেই তারা প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে।-হুমায়ুন আজাদ

ধন্যবাদ!:)

১৫| ১১ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: Chomotkar post.priote nilam

১২ ই জুলাই, ২০১১ রাত ১২:৩০

আধাঁরি অপ্সরা বলেছেন:
প্রিয় করার জন্য ধন্যবাদ!:)

১৬| ১১ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৭

শশী হিমু বলেছেন: ২-৩ টা একটু কম বুঝেছি, বাকি গুলো অনেক ভালো লেগেছে।

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

প্রিয়তে নিলাম

:) :)

১২ ই জুলাই, ২০১১ রাত ১২:৩১

আধাঁরি অপ্সরা বলেছেন:
প্রিয় করার জন্য অনেক অনেক ধন্যবাদ!:)

১৭| ১১ ই জুলাই, ২০১১ রাত ৮:২৮

চশমখোর বলেছেন: অনেকগুলোই কমন পড়েছে। ;)

আমিও যেখানে যা পাই পড়ে ফেলি।

শেয়ারের জন্য ধন্যবাদ। :)

১২ ই জুলাই, ২০১১ রাত ১২:৩২

আধাঁরি অপ্সরা বলেছেন:
কমনতো পড়তেই পারে!!

ধইন্না! /:) /:)

১৮| ১১ ই জুলাই, ২০১১ রাত ৮:৪১

মাহী ফ্লোরা বলেছেন: চমৎকার একটা পোষ্টের জন্য একশ একটা ধন্যবাদ আপু। :D

১২ ই জুলাই, ২০১১ রাত ১২:৩৪

আধাঁরি অপ্সরা বলেছেন:
আপনাকেও একশ একটা ধন্যবাদ মাহিপু!! :D :D

১৯| ১১ ই জুলাই, ২০১১ রাত ৮:৫১

শব্দহীন জোছনা বলেছেন: মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমত করতে পারায়।-অজানা
খুবই ভাল লাগল উক্তিগুলো আর ভাল লাগা রয়ে গেল পোস্ট খানায়।

১২ ই জুলাই, ২০১১ রাত ১২:৪৩

আধাঁরি অপ্সরা বলেছেন:

আমি প্রায়ই এই উক্তিটা ব্যবহার করি!
অনেক ধন্যবাদ! :)

২০| ১১ ই জুলাই, ২০১১ রাত ৯:১৭

রিয়েল ডেমোন বলেছেন: আরেকটা এড করতে পারেন,

সেদিন একটা কুকুরকে লাথি মেরেছিলাম, আজ সুযোগ বুঝে কুকুরটা আমাকে কামড়ে গেল - শ্রী রিয়াল ডেমোন


এক মেয়েকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছিলাম। দেখার মত রিয়াকশান পাইছিলাম। কাইন্দা অস্থির। =p~ =p~ =p~

১২ ই জুলাই, ২০১১ রাত ১:০৫

আধাঁরি অপ্সরা বলেছেন:
শ্রী রিয়েল ডেমোন কে ধইন্না পাতা ধরাইয়া দেওনের ইমো হৈভেক!! /:) /:)

২১| ১১ ই জুলাই, ২০১১ রাত ৯:৩৭

সায়েম মুন বলেছেন: এক সময় আমারো এই অভ্যাস ছিল। মনেও রাখতে পারতাম। এখন আর মনে থাকে না :)
তবে মনে রাখতে পারলে ভালই কাজ হৈত। আড্ডা তর্কে বিতর্কে ভাবগাম্ভীর্যের সাথে আওড়ানো যাইতো। :P

সুন্দর কথার বাক্সটা শোকেসে রেখে দিলাম। :D

১২ ই জুলাই, ২০১১ রাত ১:১৮

আধাঁরি অপ্সরা বলেছেন:
আসলেই!! গাম্ভীর্য আর পরিপূর্ণ ভাবের সহিত! :-< /:) :P :P


অনেক ধন্যবাদ সায়েম্মুন ভাই! :D

২২| ১১ ই জুলাই, ২০১১ রাত ৯:৪৪

সামিউর বলেছেন: জ্ঞানের পোস্ট। প্রিয়তে নিয়া গেলাম। :)

উক্তি গুলা কষ্ট করে সংগ্রহ করার জন্য ধন্যবাদ। :)

১২ ই জুলাই, ২০১১ রাত ১:২৩

আধাঁরি অপ্সরা বলেছেন:
আপনাকেও হলুদ তারায় প্রেস করার জন্য ধন্যবাদ! :D :D

২৩| ১১ ই জুলাই, ২০১১ রাত ১০:০৩

লাবণ্য ও মেঘমালা বলেছেন: কয়েকটাই খুব ভালো লাগলো।

যখন ক্লাস নাইনে পড়ি তখন বন্ধুরা মিলে একটা খাতা করলাম নিজেদের উক্তিগুল লিখে রাখার জন্য :P
সেখানে আমার অনেক গুলো বানী ছিল

১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৯

আধাঁরি অপ্সরা বলেছেন:
আপু আপনার নিজস্ব কয়েকটা বাণী দিয়ে যেতেন। এ্যাড দিতাম!! ;) ;)

ধন্যবাদ!!:D :D

২৪| ১১ ই জুলাই, ২০১১ রাত ১০:৫১

ত্রিনিত্রি বলেছেন: ১৪ নং ভালো লাগা আর পিথাগোরাসেরটা স্ট্যাটাসে গেলো। :)

১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৪

আধাঁরি অপ্সরা বলেছেন:
স্ট্যাটাস মুবারক আপু!! B-) B-)

ভালো লাগায় ধন্যবাদ! :D

২৫| ১১ ই জুলাই, ২০১১ রাত ১১:০২

ঘুমন্ত আমি বলেছেন: পীথাগোরাস আর নজরুল এর প্রবাদ টি ভালো লেগেছে

১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৬

আধাঁরি অপ্সরা বলেছেন:
নজরুলের অনেক অনেক উক্তি আমার প্রিয়।
যেমন একটা কবিতা কিন্তু আমার প্রোফাইল ব্যানারের নিচেও শোভা পাচ্ছে!! ধন্যবাদ!:)

২৬| ১১ ই জুলাই, ২০১১ রাত ১১:১১

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: প্লাস নেন আপু। যারা এগুলা বলে গেছেন, তাদের আরো বেশী বেশী প্লাস। :)

১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৯

আধাঁরি অপ্সরা বলেছেন:
উনাদেরকে খুব করে প্লাসাইলাম!!
ধন্যবাদ ভাইয়া! :) :)

২৭| ১১ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৭

আওরঙ্গ বলেছেন: অনেকগুলোই কমন পড়েছে। ;)

আমিও যেখানে যা পাই পড়ে ফেলি।

শেয়ারের জন্য ধন্যবাদ। :)

১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪১

আধাঁরি অপ্সরা বলেছেন:
কমন পড়ছে শুনে ভালা পাইলাম! :D :D

পড়েন ভাই! বেশি করে পড়েন। কেননা...
আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।-শেলী /:) /:)


ধন্যবাদ! :)

২৮| ১২ ই জুলাই, ২০১১ রাত ১২:৩৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক গুলো আগে পড়িনি :) নাইস পোস্ট :)

১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪২

আধাঁরি অপ্সরা বলেছেন:
এখন পড়া হয়ে গেছে!! টিং টিং!!

ধন্যবাদ উড়ুক্কু!!:) :)

২৯| ১২ ই জুলাই, ২০১১ রাত ১২:৪২

কামরুল হাসান শািহ বলেছেন: বিধাতার বিকট আমার প্রার্থণা ঠিক করে দিন।

ভাল লাগলো। প্রিয়তে নিলাম।

আমি আদব শিখেছি বেয়াদবের কাছে।-ইমাম গাজ্জালি (রাঃ) এর কাহিনীটা কি জানেন???

১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৪

আধাঁরি অপ্সরা বলেছেন:

হলুদতারা চিহ্নিত করার জন্য আপনাকে ধন্যবাদ!
ঠিক করে নিয়েছি!ধন্যবাদ শাহী ভাই!:)


জ্বী না!:(
জানলে জানাবেন?

৩০| ১২ ই জুলাই, ২০১১ রাত ১২:৫২

সাকিন উল আলম ইভান বলেছেন: অনেক ভালো লাগলো আপু । পোষ্ট প্রিয়তে নিবো পিসি থেকে গেলে ;);)

১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৫

আধাঁরি অপ্সরা বলেছেন:
প্রিয়তে নেয়া হৈছে?? না হৈলে মাইনাস!!! ;););)

ধন্যবাদ সাকিন!! :) :)

৩১| ১২ ই জুলাই, ২০১১ রাত ১:২৩

রেজওয়ান তানিম বলেছেন: প্রিয়তে । তবে প্রিয়তে নিয়ে রেখে দেয়ার চেয়ে বাণীর লালনটাই জরুরী মনে হয়

১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৫

আধাঁরি অপ্সরা বলেছেন:

আসলেই!!!"বাণীর লালনটাই জরুরী"!!

অনেক ধন্যবাদ তানিম!!:)

৩২| ১২ ই জুলাই, ২০১১ রাত ১:২৩

সরলতা বলেছেন: একসময় আমি ও এভাবে অনেক কিছু লিখে রাখতাম আপু। পুরোনো ডায়রীতে এখনো জমা করা আছে। দারুন পোষ্ট। প্রিয়তে। :)

১২ ই জুলাই, ২০১১ রাত ৮:৩৪

আধাঁরি অপ্সরা বলেছেন:
পুরনো ডায়েরির পাতা উল্টাতে গেলে কত স্মৃতি চোখে ভাসে!!
ধন্যবাদ সরল!:)

৩৩| ১২ ই জুলাই, ২০১১ ভোর ৪:০০

নিশাচর ভবঘুরে বলেছেন: ব্যাপক জ্ঞানীপুষ্ট :-B :-B :-B :-B :-B
প্রিয়তে নিলাম।

১২ ই জুলাই, ২০১১ রাত ৮:৩৮

আধাঁরি অপ্সরা বলেছেন:
গেয়ান নিছেন! এইবার টেকা দেন! :P :P

ধন্যবাদ! :)

৩৪| ১২ ই জুলাই, ২০১১ ভোর ৪:৩৯

শোশমিতা বলেছেন: অসাধারণ পোষ্ট! প্রিয়তে নিয়ে গেলাম :)
আপু কেমন আছো??

১২ ই জুলাই, ২০১১ রাত ১১:৫২

আধাঁরি অপ্সরা বলেছেন:
অনেক ধন্যবাদ আপু!
এই তো! আছি এক রকম! বেশি ভালো না! :|

আপনি কেমন আছেন আপু? :)

৩৫| ১২ ই জুলাই, ২০১১ সকাল ৮:০৯

জিসান শা ইকরাম বলেছেন:
একটি পোষ্টে কেন যে মাত্র একবার " ভাল লাগল" দেয়া যায় ? :(

অনেক ভালো লাগলো :)

১২ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৯

আধাঁরি অপ্সরা বলেছেন:
আহারে! :(

অনেক ধন্যবাদ মামা! :)

৩৬| ১২ ই জুলাই, ২০১১ দুপুর ২:১২

নাঈমুল হাসান বলেছেন: ছোট বেলায় ডায়রী লিখার শখ ছিলো। তখন নতুন ডায়রী কিনলে পাতার নিচের বাণী গুলো আগে পড়ে ফেলতাম। পোস্ট টা পড়ে সে কথা মনে পরে গেলো :)

১৩ ই জুলাই, ২০১১ রাত ১২:০৪

আধাঁরি অপ্সরা বলেছেন:
সবারই এরকম কিছু টুকিটাকি শখ ছিল!
আহ! কি সে দিন ছিল!!

ধন্যবাদ নাঈমুল!!:)

৩৭| ১২ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৪৭

পাহাড়ের কান্না বলেছেন: চমৎকার পোস্ট। অনেকগুলাই ভালো লাগছে।।

ব্লগ হতে পারে একটা পরিপূর্ন বিদ্যালয়। যদি সকলেরই শিখার এবং জানার আগ্রহ থাকে।।

ভুরি ভুরি মন্তব্য পাইলেই ব্লগের ভালো লেখক মনে করার কারণ নেই।।

ব্লগে যে যত বেশি ফালাফালি করে, বাস্তবে সে ততো বেশি ভীরু।
হি হি হি। কয়টা ব্লগিও বানী :P :P

১৩ ই জুলাই, ২০১১ রাত ১২:০৯

আধাঁরি অপ্সরা বলেছেন:
একদম ঠিক!!! মাঝখানের টার জন্য আপনাকে পিলাছ সহকারে ধইন্না পাকা ভাই! :)

৩৮| ১২ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৫৯

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: হুমায়ূন আজাদ????? :( খেলব না

১৩ ই জুলাই, ২০১১ রাত ১০:২৮

আধাঁরি অপ্সরা বলেছেন:

কেন ভাইয়া?? হুমায়ুন আজাদে কি সমস্যা!? B:-/

৩৯| ১২ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৬

চর্যা পদ বলেছেন: কাল সন্ধ্যায় আমার এক কলিগের সাথে বসে খুব মজা করে আপনার এই পোস্টটা পড়েছি। চমত্‍কার পোস্ট।

১৩ ই জুলাই, ২০১১ রাত ১০:৩৯

আধাঁরি অপ্সরা বলেছেন:

আচ্ছা!! আনন্দ দিতে পেরেছি জেনে ভাল্লাগছে! ধন্যবাদ আপু!

৪০| ১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৫

পাগলাঘোড়াসিটিজি বলেছেন: অনেক সুন্দর পোষ্ট।


আমার আলমারীর প্রথম পোষ্ট এটা।

১৩ ই জুলাই, ২০১১ রাত ১০:৪১

আধাঁরি অপ্সরা বলেছেন:
আচ্ছা আমি দেখে এসেছি! ভাল্লাগছে! :)
ধন্যবাদ ভাইয়া! :)

৪১| ১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৯

ডেজা-ভু বলেছেন: বাহ বাহ.......

১৩ ই জুলাই, ২০১১ রাত ১০:৪১

আধাঁরি অপ্সরা বলেছেন:
ধন্যবাদ!:)

৪২| ১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০০

মাইশাআক্তার বলেছেন: আমার একটা নোটবুক ছিল প্রিয় প্রবাদ-উক্তিগুলোতে ভরা। দেশে গেলে ওটা নিয়ে আসবো। শোকেস এ রেখে দিলাম তোমার পোস্টটি :)

১৩ ই জুলাই, ২০১১ রাত ১০:৪১

আধাঁরি অপ্সরা বলেছেন:
আপু দেশে আসলে দেখা হবে! ;)
ধন্যবাদ! :)

৪৩| ১৩ ই জুলাই, ২০১১ রাত ১:১৫

ফলে পরিচয় বলেছেন: আপু, আমি অনেক সরি। কমেন্ট গুলো মুছে দেয়ার জন্য।এমনিতেই তো ব্লগের অবস্থা অনেক খারাপ।তাই আমার খুব পরিচিত একজন বলেছেন ব্লগে পার্সোনাল ইনফো না দেয়ার জন্য। সেজন্য মুছে দিয়েছি। আপনি নিশ্চয়ই আমার রিপ্লাই দেখেছেন। আমার আপনাকে হার্ট করার কোন ইচ্ছে ছিল না।
প্লিজ, একটু হাসুন। আপনার এই পোস্টটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা প্রিয়তে নিলাম।

১৩ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৬

আধাঁরি অপ্সরা বলেছেন: আপু আপনি একদম ঠিক কাজটিই করেছেন। একদম ঠিক!:)
এটা আমার চেয়ে বেশি আর কে ই বা বুঝবে? আমি ভেবেছিলাম আপনি আবার মাইন্ড করলেন নাকি! এজন্য মন খারাপ করেছিলাম। আর কমেন্ট দিয়ে এসেছি এজন্য যেন আপনি বোঝেন যে আমি রিপ্লাই দেখতে আপনার বাড়ি এসেছিলাম!

আর আপনি আরো মজার মজার আধুরিক রূপকথার গল্প লিখুন। আপনার হাত অনেক ভালো! :)
অনেক ধন্যবাদ আপু!! :) :)

৪৪| ১৩ ই জুলাই, ২০১১ রাত ৩:১২

ডেইফ বলেছেন:
অনেক আগে ডায়রির পাতার নিচে এমন উক্তিগুলো থাকতো।
পড়তাম মাঝে মাঝে। বেশ ভাল লাগতো।
ধন্যবাদ সুন্দর এই কথাগুলো শেয়ার করবার জন্য।

১৩ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৫

আধাঁরি অপ্সরা বলেছেন:
আমারো এমন একটা ডায়েরি ছিল। তখন অনেক বেশি ছোট ছিলাম। এগুলোর মর্ম বুঝতাম না! :(

অনেক ধন্যবাদ দাইফ ভাইয়া! নতুন লেখা কবে পাচ্ছি? :)

৪৫| ১৩ ই জুলাই, ২০১১ দুপুর ১:১৭

আকাশটালাল বলেছেন: একটি ছেলে আর একটি সুন্দরী মেয়ে কখনো বন্ধু হতে পারে না /:) - আকাশটালাল

১৩ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৮

আধাঁরি অপ্সরা বলেছেন:
আপনাকে এই বাণীর জন্য ১০০ তে ১০০০ দেয়া হল!! B-)
ধন্যবাদ! আচ্ছা..আমি কিন্তু অপ্সরী নই! ;)

৪৬| ১৩ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩৯

যাচ্ছে চলে যাক না বলেছেন: এতু কুতিন কুতিন কতা তু মাতার দুকে না
... :P :P

পোস্ট পড়তে পড়তে একটা জিনিস আবিষ্কার করলাম । মহাপুরুষগো কাম আছিলো খালি বানী দেওয়া । কারণ বানী বেইচ্চা তাঁরা ভাত খাইতো ।আমাগো বানী শুনলে মাইনষে ভাত না , লাথি দিব । এর লাইগ্যা ডরে আমরা বানী দেই না !!! মহা আবিষ্কার ....muha ha ha ha =p~ =p~

১৩ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৯

আধাঁরি অপ্সরা বলেছেন:

মাতাত না দুকলে চাপ নিয়েন না! :-< /:)

মারাত্মক আবিষ্কার! এই নেন প্লাস!

ধন্যবাদ!!!:) :)

৪৭| ১৩ ই জুলাই, ২০১১ রাত ৯:৪৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জটিল ! অসাধারণ ! হেব্বি একটা পোস্ট !!! :D :D :D

ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।

:P :P :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩ ই জুলাই, ২০১১ রাত ১০:৫০

আধাঁরি অপ্সরা বলেছেন:

এই কথাটা অনেক অনেক অনেক সত্য!!! 8-| 8-|
এত ভালো লেগেছে!! :-0
আনেক ধন্যবাদ!:)

৪৮| ১৩ ই জুলাই, ২০১১ রাত ১০:৫৯

ফলে পরিচয় বলেছেন: :) :) :)

১৩ ই জুলাই, ২০১১ রাত ১১:০১

আধাঁরি অপ্সরা বলেছেন: শুভ হোক ব্লগিং !:#P !:#P !:#P

৪৯| ১৪ ই জুলাই, ২০১১ রাত ১:০৫

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: হুমায়ূন আজাদ নাই। এটাই সমস্যা। :( কমেন্টে শুধু কয়েকটা দেখলাম।

২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৫

আধাঁরি অপ্সরা বলেছেন:
আচ্ছা। এটা তো আমার প্রিয় ব্যক্তিত্ব বা প্রিয় প্রবচনের কালেকশন। তাই আমার নিজের মত করেই দিয়েছি। তোমার পছন্দের কিছু থাকলে এ্যাড করে দাও? খুশি হব!! :)

৫০| ১৪ ই জুলাই, ২০১১ রাত ১:১০

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: হুমায়ূন আজাদের শ্রেষ্ঠ প্রবচন গুলোর একটা

ভারতীয় সাম্প্রদায়িকতা ও মৌলবাদের আধুনিক উৎস মোহনচাঁদ করমচাঁদ গান্ধি।

২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৬

আধাঁরি অপ্সরা বলেছেন: ধন্যবাদ! :)

৫১| ১৪ ই জুলাই, ২০১১ রাত ৩:৫১

কবি আফতাব হোসেন বলেছেন: বিশ্বাসে মেলে হিপ্নোথেরাপি
তর্কে শুধু খুন-খারাপী

২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩৯

আধাঁরি অপ্সরা বলেছেন:
হিপ্ন-থেরাপি লাগবে কুফি? অনেক দিন পর আপনারে দেখে আবেগে আমার চক্ষে পানি!!! :(( :((

৫২| ১৪ ই জুলাই, ২০১১ সকাল ১১:৪৩

নাআমি বলেছেন: অসাধারন লাগল তোমার এই পোস্ট !

ছোটকাল থেকেই আমার প্রিয় হবি অটগ্রাফ আর কোটেশান কালেকশন !

অজস্র ধন্যবাদ........নিয়ে গেলাম সাথে করে ........:)


২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৬

আধাঁরি অপ্সরা বলেছেন:
ধন্যবাদ আপু!! :)

৫৩| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ১২:০২

রেজোওয়ানা বলেছেন: চমৎকার কালেকশন আধাঁরী। আমার কালেকশনে এই বিষয়ের একটা বই আছে 'বানী চিরন্তনী' নামে'।

২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৭

আধাঁরি অপ্সরা বলেছেন:
ধন্যবাদ আপি! :)

৫৪| ১৫ ই জুলাই, ২০১১ বিকাল ৪:১৮

পাহাড়ের কান্না বলেছেন: আইছিলাম একটা বানী ছাড়তে কিন্তু আসার পরে কোন বাণী বাইর হইতাছেন। /:)

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১০:০৩

আধাঁরি অপ্সরা বলেছেন:
পাকা ভাই স্পেশাল কোবতে লিখে দিতেন একটা!! :(( :((

৫৫| ১৬ ই জুলাই, ২০১১ রাত ১:২৭

সুমন ধ্রুব বলেছেন: :)

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১০:০৭

আধাঁরি অপ্সরা বলেছেন: :)

৫৬| ১৬ ই জুলাই, ২০১১ রাত ২:০২

মেঘ_মেঘা বলেছেন: খুব সুন্দর একটা পোষ্ট আঁধারি। প্রিয়তে রাখলাম। অনেকগুলো প্রবাদ মনে হলো আমার জন্য !

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১০:০৯

আধাঁরি অপ্সরা বলেছেন: ধন্যবাদ মেঘা আপু! :)

৫৭| ১৬ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সুন্দর বানীময় পোষ্ট । দারুন লাগলো।

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১০:২৪

আধাঁরি অপ্সরা বলেছেন: ধন্যবাদ!

৫৮| ১৮ ই জুলাই, ২০১১ বিকাল ৩:১০

রিতা ইসলাম বলেছেন: :)

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩৩

আধাঁরি অপ্সরা বলেছেন: :)

৫৯| ১৯ শে জুলাই, ২০১১ রাত ৩:১৫

অচেনা রাজ্যের রাজা বলেছেন: আহা! কি বানীসমৃদ্ধ পোষ্ট... :D

আমার কালেকশনেও অনেক কয়টা আছে এখন আরও কয়টা অ্যাড করার যাবে।

শেয়ার করার জন্য ধন্যবাদ আপু ! B-)

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৪

আধাঁরি অপ্সরা বলেছেন: তোমাকেও অনেক ধন্যবাদ ভাইয়া! :)

৬০| ২১ শে জুলাই, ২০১১ বিকাল ৫:২৭

আকাশটালাল বলেছেন: লেখক বলেছেন:
আপনাকে এই বাণীর জন্য ১০০ তে ১০০০ দেয়া হল!!
ধন্যবাদ! আচ্ছা..আমি কিন্তু অপ্সরী নই!


আপনি হইলেন জেমস বন্ডের ছুডো বইন ডার্কইলফ০০৭ আর ও হইলো অপ্সরী। অখন আর ভুল হইবো না। আমি জেনেই দিসি আমার বাণীটা :P :P :P
তয়, অপ্সরীরে এত রিকোয়েষ্ট করলাম আমার একটা এমবিএর এস্যাইনমেন্ট করে দিতে :( :( :( করলো না X( X( X( ওর সেম ব্রেক ছিলো ওইসময় :( :( :(

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৮

আধাঁরি অপ্সরা বলেছেন:
আমার কাছে কি নালিশ দিলেন? ;)

৬১| ২২ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২৮

আমি ২৪৪১১৩৯ থেকে বলছি বলেছেন: ভালো লেগেছে।

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩০

আধাঁরি অপ্সরা বলেছেন: ধন্যবাদ!!

৬২| ২২ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪০

আহমাদ জাদীদ বলেছেন: View this link

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩১

আধাঁরি অপ্সরা বলেছেন: ধন্যবাদ!

৬৩| ২৪ শে জুলাই, ২০১১ রাত ১২:২১

রােশদ হাসান বলেছেন: আপিন গুড েলেকন

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩৩

আধাঁরি অপ্সরা বলেছেন:
রাচেদ বাই আফনে বেরি গুদ কমেন্ত করেন! :-B :-B

৬৪| ২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৪৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: সেইরাম কালেকশন

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩৯

আধাঁরি অপ্সরা বলেছেন: ধইন্না! :)

৬৫| ২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫৯

নীরব 009 বলেছেন: প্রিয়তে নিলাম আর ভাল লাগা দিলাম।

সবগুলো প্রবাদ পরে পড়ে দেখবো। :)

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪০

আধাঁরি অপ্সরা বলেছেন:
:)

৬৬| ২৬ শে জুলাই, ২০১১ সকাল ৯:৩৭

জুন বলেছেন: এসব বানী আগে অনেক শুনতাম। কিন্ত এখন কার বেশীরভাগ বাচ্চারা এসব শুনতে চায়না বলে এর প্রচলন কমে গেছে মনে হয় :(

প্লেটো, পীথাগোরাস আর চৈনিক প্রবাদটা অনেক দিন পর শুনে বেশ ভালোলাগলো অপ্সরা।

২৬ শে আগস্ট, ২০১১ রাত ৩:৪১

আধাঁরি অপ্সরা বলেছেন: আসলেই! এখনকার বাচ্চারা কেমন জানি!:(
ডিজিটাল!:(

৬৭| ২৮ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৪৫

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: If you can’t be a pencil to write anyone’s happiness. Try to be an eraser to remove someone’s sadness..

উপরের এই লেখাটি আমার খুব পছন্দ আর চেষ্টা করি সবসময় মেনে চলতে। আপানর পোস্টে এ্যাড করে নেবেন প্লিজ?

অসাধারণ পোস্ট........... প্রিয় প্রিয় প্রিয় প্রিয় ..... :)

২৬ শে আগস্ট, ২০১১ রাত ৩:৪৩

আধাঁরি অপ্সরা বলেছেন: আচ্ছা। আমি এ্যাড কে নেব! অনেক ধন্যবাদ! :)

৬৮| ৩০ শে জুলাই, ২০১১ দুপুর ১:৫২

শিপু ভাই বলেছেন: চমতকার পোস্ট। ++++++
শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমিও কিছু প্রবাদ সংগ্রহ করেছি। এই ব্লগের অনেকেই আমাকে সাহায্য করেছে। সেগুলো সবই গ্রামীন/ আঞ্চলিক প্রবাদ।
দেশীয় প্রবাদ/বচন/বাগধারা/ ডাকের কথা সংগ্রহ অভিযান

২৬ শে আগস্ট, ২০১১ রাত ৩:৪৫

আধাঁরি অপ্সরা বলেছেন:
একদিন সময় করে পড়ে আসব! :)
অনেক ধন্যবাদ শেয়ারের জন্য! :)

৬৯| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৪৯

হাসিনুল ইসলাম বলেছেন: =>যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায় না।-লাউতজে
=>সততটা বেশি থাকলে সিদ্ধান্ত নেয়া কঠিন হয়।
=>মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমত করতে পারায়।-অজানা

এই তিনটি কথা মানতে মনে হয় আমাকে সচেতনভাবে অন্তত ১০ বছর লড়াই করতে হয়েছে, অবশ্যই নিজের সংগে। তবুও এখনো অমোঘ সত্য মানতে অহমের বড়ই কষ্ট হয়।

একসংগে এতগুলো কথা উপস্থাপনের জন্য ধন্যবাদ ছাড়া আর কিছু দেয়ার উপায় নেই!!! ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০১১ রাত ৩:৪৮

আধাঁরি অপ্সরা বলেছেন:
নিজের এথিকস বা ভ্যালুজ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে নিজের পাপাত্মার বিরুদ্ধে লড়াই তো অনিবার্য! অনেক ধন্যবাদ! :)

৭০| ৩১ শে জুলাই, ২০১১ রাত ১২:১১

আইনউদদীন বলেছেন: ++++++++++

২৬ শে আগস্ট, ২০১১ ভোর ৪:০১

আধাঁরি অপ্সরা বলেছেন: :)

৭১| ০৬ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৫৯

ছাইরাছ হেলাল বলেছেন:

ব্লগ ফেলে কোথায় হারালেন?

১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৮

আধাঁরি অপ্সরা বলেছেন: কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা! :)

৭২| ০৭ ই আগস্ট, ২০১১ রাত ৯:১৫

আহমদ শরীফ বলেছেন: আমি আদব শিখেছি বেয়াদবের কাছে।-ইমাম গাজ্জালি (রাঃ)

১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

আধাঁরি অপ্সরা বলেছেন: :)

৭৩| ১২ ই আগস্ট, ২০১১ রাত ৮:১৫

জয় রাজ খান বলেছেন: আমার অনেক প্রিয় প্রবাদ-প্রবচন! আমার কাছে একটা বই আছে ওখানে অসখ্য প্রবাদ-প্রবচন আছে সব গুলাই ভাল লাগে। মন খারাপ হলে পড়ি :) সত্যি ওগুলা একটা সাহিত্যের ভেতর পড়ে মাঝে মাঝে ভাবী মানুষ কত সুন্দর আর জ্ঞানী কথা বলতে পারে :|
পোষ্টটা অনেক সুন্দর হইছে++++

১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৬

আধাঁরি অপ্সরা বলেছেন:
আমরা সবাই এই কথাগুলো কম বেশি জানি! কিন্তু মানি না! এটাই সমস্যা! :(

অনেক ধন্যবাদ! কেমন আছিস?? :)

৭৪| ১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১:১৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অসম্ভব ভাললাগা জানিয়ে গেলাম।

একজন মানুষের প্রবচণ সিলেকশন দেখেযে তার ব্যাক্তিত্বসম্পর্কে অনেকটাই জানা হয়ে যায় তা জানেন নিশ্চই।

সংগ্রহের জন্য সোজা প্রিয়তে।

১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

আধাঁরি অপ্সরা বলেছেন:
হাহাহাহাহ! মজা পেলাম আপনার মন্তব্যে! অনেক অনেক ধন্যবাদ! :)

৭৫| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:২৭

ফলে পরিচয় বলেছেন: আপু, আপনাকে অনেকদিন ব্লগে দেখি না। কোথায় ছিলেন এতদিন??

২৬ শে আগস্ট, ২০১১ রাত ৩:৩৯

আধাঁরি অপ্সরা বলেছেন: আপু আমার ইন্টার্ণশিপ চলছিল। তাছাড়া এক জিনিস আমার বেশিদিন ভালো লাগেনা। তাই কিছুদিন হাওয়া হয়ে গিয়েছিলাম। দেখি ঈদের পর থেকে সময় করে আসব!
আপনি ভালো তো?? :) :)

৭৬| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৫

নিপাট গর্দভ বলেছেন: অজস্র আজাইরা ব্লগের ভিড়ে এইরকম ২-১টা পোস্ট ব্লগে ধরে রাখে আমাকে :)

১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩২

আধাঁরি অপ্সরা বলেছেন:
তাই নাকি? শুনে খুব খুশি হলাম! ধন্যবাদ ভাইয়া! :)

৭৭| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৪

জয় রাজ খান বলেছেন: অবশেষে আইলেন তাইলে!! :#) :#)

ওয়েলখ্যাম ব্যাক!!! B-)) B-))

১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

আধাঁরি অপ্সরা বলেছেন:
হ! আইয়াই ফুশ!!! B-)

৭৮| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪১

মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: দুর্দান্ত কালেকশন।

১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

আধাঁরি অপ্সরা বলেছেন: ধন্যবাদ! :)

৭৯| ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৪:২৩

শিশিরের বিন্দু বলেছেন: আপাতত তুলে রাখলাম...... পরে পড়বো :)

১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৬

আধাঁরি অপ্সরা বলেছেন: :)

৮০| ৩১ শে আগস্ট, ২০১১ সকাল ১১:১৪

জিসান শা ইকরাম বলেছেন: এটা কোন মন্তব্য নয় :)

অ:ট:

১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

আধাঁরি অপ্সরা বলেছেন: ধন্যবাদ!! :)

৮১| ৩১ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:২২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:



ঈদ মোবারক

১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪১

আধাঁরি অপ্সরা বলেছেন: ধন্যবাদ! :)

৮২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪১

মনিরুল ইসলাম বাবু বলেছেন:
যদিও হয়েছে দেরি, কেটে গেছে গোটা দুয়েক দিন,
তবুও ঈদের অকৃত্রিম শুভেচ্ছা নিন;

১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪২

আধাঁরি অপ্সরা বলেছেন: ধন্যবাদ! :)

৮৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৪২

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: লিঙ্ক ঘুরতে ঘুরতে চলে আসলাম। কি খবর আপনার? অনেকদিন দেখিনা মনে হয়।

১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

আধাঁরি অপ্সরা বলেছেন: ওভাবে সময় করে উঠতে পারছিনা ভাইয়া ! :(

৮৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:২৬

আমার মন বলেছেন: জানলাম শিখলাম।মানতে চেষ্টা করবো।

১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

আধাঁরি অপ্সরা বলেছেন: :)

৮৫| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১২

বিলাতী পোলা বলেছেন: ভালো লাগলো উক্তি গুলো

৮৬| ২৪ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: কেমন আছেন ? হারিয়ে গেলেন নাকি ব্লগ থেকে ?

১৫ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৪

আধাঁরি অপ্সরা বলেছেন: জি না! আছি! ঢু ডেই মাঝে মাঝে! কেমোন আছেন?

৮৭| ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৮

তিথির অনুভূতি বলেছেন: ভাল লাগল

৮৮| ২১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৫

গুপ্তঘাতক007 বলেছেন: চেহারায় বেদনা না থাকলে কাউকে সুন্দর দেখায় না!


আইজকা থিকা চেহারায় দুক্ষ দুক্ষ ভাব নেয়া শুরু কৈরা দিলাম :( :(( । চমত্কার পোস্ট!

৮৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৯

আইনউদদীন বলেছেন: জটিল

৯০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৫

শামছুল আরেফিন বলেছেন: ভাল লাগলো।++++

৯১| ১৭ ই মার্চ, ২০১২ রাত ১২:৩০

বহুব্রীহি বলেছেন: এই পোস্ট পড়ার পর মন্তব্য করতে এলাম।
আমি চতুর্মাত্রিকে নিয়মিত, সামু ভালো লাগে না কারণ এখানে বড্ড বেশী কাদা ছোড়াছুড়ি হয়। তাই এই পোস্ট বহুদিন বাদে চোখে পড়ল। আপনি কি লেখা ছেড়ে দিয়েছেন?

১৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫৬

আধাঁরি অপ্সরা বলেছেন: কাদা ছুড়তে ভালো লাগে! তবে যার তার সাথে না! তাই আমি লেখা ছেড়ে দিয়েছি! :D :D

৯২| ০৯ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৪

সানজিদা হোসেন বলেছেন: নাঈমুল হাসান বলেছেন: ছোট বেলায় ডায়রী লিখার শখ ছিলো। তখন নতুন ডায়রী কিনলে পাতার নিচের বাণী গুলো আগে পড়ে ফেলতাম। পোস্ট টা পড়ে সে কথা মনে পরে গেলো :)
আমারো

৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩১

আধাঁরি অপ্সরা বলেছেন:
এখন আর টুকরো কথা জমে না!
সব হারিয়ে যায়!

ধন্যবাদ! :)

৯৩| ০৭ ই জুন, ২০১২ বিকাল ৩:৪১

শাহরিয়ার মামুন১ বলেছেন: যে একটি শত্রু স্ শ্টি করতে পারলোনা সে কারো বন্ধু হতে পারলোনা..
যে সবার সাথে তাল মিলেয় কথা বলে সে ব্যক্তিত্যহীন.,.,
(হলুদ তারায় গুতা দিলাম)

৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩১

আধাঁরি অপ্সরা বলেছেন:
ধন্যবাদ! :)

৯৪| ৩০ শে জুলাই, ২০১২ রাত ৮:৩৭

কথক পলাশ বলেছেন: গ্রন্থ পুঁজিছো ভন্ডের দল
মূর্খেরা ওরে শোন
মানুষ আনিছে গ্রন্থ
গ্রন্থ আনেনি মানুষ কোন।

এই উক্তিটা বাদ পড়েছে ভাইয়া।

৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩২

আধাঁরি অপ্সরা বলেছেন:

নজরুলের...

এখন যোগ হয়ে গেল ভাইয়া!!

:) :)

৯৫| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন পোষ্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ। :)

৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৭

আধাঁরি অপ্সরা বলেছেন:
আপনাকেও ধন্যবাদ! :)

৯৬| ৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২১

একটু স্বপ্ন বলেছেন: "চাইলেই পাইব" চিন্তা থেকে প্রিয়তে রাখলাম।
আর অসাধারণ কাজটি করেছেন বলে ধন্যবাদ দিলাম।
প্রসংশাটি একটু শুষ্ক হয়ে গেল কিনা সেটাও ভাবলাম।
অতপর, আপনার জন্য অনেক শুভকামনা করলাম। :)

অফ টপিকঃ
প্রোফালে একটা ফেবু আইডি আছে। ওটাতে অনুরোধ পাঠালে কি গৃহিত হতে পারে?

৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫০

আধাঁরি অপ্সরা বলেছেন:
হ্যাঁ! গৃহীত হবে।
তবে কষ্ট করে আঁধারি অপ্সরা খুঁজতে হবে!

ধন্যবাদ! :)

৯৭| ৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৩

অদম্য১২৩৪ বলেছেন: দারুণ কালেকশন

৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫১

আধাঁরি অপ্সরা বলেছেন: ধন্যবাদ!

৯৮| ৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৭

ক্ষুদে ব্লগার বলেছেন: প্রিয়তে । ++++

৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫১

আধাঁরি অপ্সরা বলেছেন: ধন্যবাদ!

৯৯| ৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫১

আরািফন বলেছেন: নাস্তিক হচ্ছে নিজের প্রচারিত ধর্মের স্বঘোষিত নবী এবং তার নিজ ধর্মের একমাত্র উম্মাত।-সূত্র:অজানা ...........100% R8
কিছু প্রবাদ আমিও শেয়ার করছিলাম......
Click This Link
Click This Link

৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫১

আধাঁরি অপ্সরা বলেছেন:
ধন্যবাদ!

১০০| ৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৪

বাবুই পািখ বলেছেন: অনেক ভালো সংগ্রহ।

১০১| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫২

আজরাঈল মামা বলেছেন: মচৎকার!

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.