![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
......পৃথিবীতে আর কোন ভাষায় সম্ভব নয়...এই যে আপনি কিংবা আমি যত কথা বলছি তা সবগুলা ইংরেজিতে Translate করা যাবে...কিন্তু আমি যে টা লিখব তা অন্য ভাষায় Translate করলে কখন এমন আনন্দ কিংবা মজা পাবেন না...যা অন্য ভাষায় অসম্ভব কিন্তু বাংলা ভাষায় সম্ভব...
......
......এক(১) কে যদি এগার(১১) দিয়ে ভাগ করি, তাহলে কি শূণ্য হবে??? অবশ্যই না...তো এক(১) কে এগার(১১) দিয়ে ভাগ করলে যা পাই তা হল...১/১১=০.০৯০৯০৯০৯০৯০৯......একটু লক্ষ্য করে দেখুন “১/১১” সংখ্যাটি বলছে সে কখন শূণ্য হয় না...বিষয় টা এই ভাবে আসে...শূণ্য নয় শূণ্য নয় শূণ্য নয়... “১/১১” সংখ্যাটি সত্য কথা বলছে...“১/১১” সংখ্যাটি বাংলা ভাষায় সত্যবাদী সংখ্যা...
......
......দুই(২) কে যদি এগার(১১) দিয়ে ভাগ করি, তাহলে সংখ্যাটি এমন হয়...২/১১=০.১৮১৮১৮১৮......একে স্বাভাবিক ভাবে পড়েন তাহলে বিষয় টা বুঝবেন না...পড়তে হবে খুব তাড়া তাড়ি...খুব তাড়ি তাড়ি পড়লে যা পাবে তা ঠিক এভাবে আসে...টেকা টেকা টেকা টেকা...যদি এমন শব্দ না পান তাহলে আবার খুব জোড়ে পড়ুন...খুব ছোট একটা সংখ্যা সে নাকি টেকা(টাকা) টেকা(টাকা) করে...খুব লোভী তো সে...“২/১১” সংখ্যাটি বাংলা ভাষায় লোভী সংখ্যা...
......
......১১২৩/৩,৩৩৩=০.৩৩৬৯৩৩৬৯...“১১২৩/৩৩৩৩” এর সংখ্যাটি আসে তিন তিন ছয় নয় তিন তিন ছয় নয়...বিষয় টা লক্ষ্য করুন যে,আমরা কিন্তু জানি ৩+৩=৬ কিন্তু এই “১১২৩/৩৩৩৩” সংখ্যাটি বলছে তিন আর তিন ছয় হয় না...তিন তিন ছয় নয় তিন তিন ছয় নয়...কি মিথ্যাবাদী সংখ্যাটি...“১১২৩/৩,৩৩৩” সংখ্যাটি বাংলা ভাষায় মিথ্যাবাদী সংখ্যা...
......
......দারুণ না বিষয় টা...আমার খুব মজা লাগে...এই টা অনেক আগে কোথায় যেন শুনে বা পড়ে ছিলাম...ঠিক মনে পড়ছে না...
......
(বিঃদ্রঃ ইহা কেবল-ই Just For Fun)
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১১
পুলহ বলেছেন: হা হা হা, মজার ব্যাপার তো আনন্দ পেলাম ভাই!
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালো লাগা রেখে গেলুম,
একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক