নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ঘুমখোর উদাস একদম উদাস একজন অলস প্রাণী যার নাম মানুস ৷

আমি একজন ঘুমখোর উদাস একদম উদাস একজন অলস প্রাণী যার নাম মানুস ৷

ডিএক্টিভেট রানওয়ে

আমি একজন ঘুমখোর উদাস একদম উদাস একজন অলস প্রাণী যার নাম মানুস ৷

ডিএক্টিভেট রানওয়ে › বিস্তারিত পোস্টঃ

•••আত্মজীবনী থেকে বলছি•••

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৪

- মিথিলা ?

- কি আম্মু ৷

- কি করছিস?

-সাজুগুজু ৷

-পড়তে বস ৷



না আজকে একটু ও পড়তে ইচ্ছে করছেনা মিথিলার ৷ সবসময় যে পড়তে ইচ্ছে করে তা-ও-না কিন্তু আজকে সে অন্য কারণে পরছেনা মিথুনের কথা মনে পরতেই মনটা আনন্দে ভরে উটছে ৷ ভাবতে ভাবতে কখন চোখের কাজল লেপ্টে গেছে তাতে-ও-মন খারাপ হয়নি একদম ৷



মেয়েরা যখন তার ভালোলাগার মানুষটিকে ভাবে তখন তাদের নাকের উপর কিছু মায়াবী জল আটকে যায় মায়া মায়া চেহারাটা নিয়ে যখন আয়েনার সামনে সাজতে যায়ে তখন তার ভাবনার প্রিয় মানুষটির প্রতিচ্ছবি দেকতে পারে ৷ আজকে তার হটাথ ভালোলাগার একটা বিশেষ কারণ আছে ৷



মিথুনের সাথে পরিচয় হওয়ার দিনটির কথা বেস মনে পরছে ৷ একটা গায়ে হলুদে দেখা হয়েছিল তাদের মিথুন অগোছালো আদখোলা তাইপের ছেলে হটাথ তার সামনে এসে বলল ৷

- will you be my friend ?



মিথিলা প্রথমে বুঝতে না পেরে আবার প্রশ্ন করলো কি ? মিথুন উত্তর দেয়ার আগেই হমম ! হতে পারি কিন্তু শুদু ফ্রেন্ড অন্য কিছু কোনদিন পসিবল না ৷

মিথুন মিথিলার বন্দুত্তের সিটিজেন পাওয়ার দুইমাস পর ৷



-এই মিথিলা শুনো ! আজকে আমাদের বিদায় কাল থেকে হয়তো এই ইস্কুলে তোমাকে দেখা হবেনা এই নাও এটা তোমাকে দিলাম ! মিথিলাকে একটা গিফট পেপারে মোড়ানো একটা বই তুলে দিয়েছিল মিথুন ৷ প্রথমে নিতে না চাইলেও পরে বসায়ে নিয়ে যায়ে ৷ সময়ের সাথে সাথে বইটির প্রতি টান বাড়তে থাকে কি থাকতে পারে এর বিতর কোনো প্রনয় চিরকুট নাতো !? যদি হয় খবর আছে ৷



সবাই ঘুমিয়ে পরার পর গিফট পেপার খুলে দেখলো "১০০ জন শ্রেষ্ঠ মানুসীদের" একটা বই..৷ নিজেকে কেমন জানি বোকা বোকা লাগছিল মিথিলার একটা একটা করে ৬৬৮ পৃষ্ঠার বইটাকে তন্ন তন্ন করে খুঁজে ও কথাও কিছু পায়েনি সেদিন ৷ সেদিন থেকেই মিথিলা মিথুন-কে-বেক্কেল ভাবে

কিন্তু নিজে সেদিন কেমন বোকা হয়েছিল ভাবতেই তার মুখ লজ্জায়ে লাল হয়ে যায়ে ৷৷৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.