![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ঘুমখোর উদাস একদম উদাস একজন অলস প্রাণী যার নাম মানুস ৷
একা একা আসলে পৃথিবীর কোনো কিছুই সুন্দর নয় ৷ একা থাকা জোছনা মাখা চাদটাও একা একা দেখতে বিমূর্ষ লাগে ৷ আমার কাছে ভালবাসা টা-
"দুইয়ে দুইয়ে এক"
এইযে তুমি আমি মিলে যে এক হয়ে যাওয়া এটাই হয়তো তা ৷ যার অন্য নাম হয়তো প্রেম কিনবা ভালবাসা ৷
-এটা হচ্ছে দুটি স্পন্দন মিলে একটি নিশ্বাস ৷ দুটি দুঃক্ষ মিলে একটি সুখ অথবা তুমি ছাড়া আমি কিনবা আমি ছাড়া তুমি একা হয়ে যাবার অনবদ্য বিশ্বাস ৷ এই ধরো ভালবাসা হচ্ছে দুজন মানুসের তৈরী একটা চশমা যেখানে তুমি আর আমি একই ফ্রেমে আটকে থাকা দুটি স্বচ্ছ কাচ ৷ কখনো তুমি জাপসা হলে আমি ভালো থাকিনা কিনবা আমি হলে তুমি না ৷
চশমার যেমন একটি কাচ সামান্য গোলাটে হলে সাথে সাথে ভাব দিয়ে যত্ন করে পরিষ্কার সচ্ছ করে নিতে হয় ঠিক তেমনি দুজন মানুসের সম্পর্ক কখনো একটু ও গোলাটে করতে নেই ৷ সামান্য জাপসা হলেই একে অন্যকে বিস্থর পরিস্কার করা উচিত তারা যেন একে অন্যকে ঠিক ফ্রেমে আটকে থাকা কাঁচের মত স্বচ্ছ ভাবে দেখতে পায় ৷
#sA
©somewhere in net ltd.