নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

* বই মনের চোখ খুলে দেয়। বই পড়ি জ্ঞানী হই। সনদধারী উচ্চশিক্ষিত লোকের চেয়ে জ্ঞানী মানুষ অনেক বেশী সম্মানিত |কার কত বেশী সার্টিফিকেট আছে বা নেই, এর চেয়েও বড় প্রশ্ন কে কতটা জ্ঞানী।

দেবদাস বাবু

দেবদাস বাবু › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের স্কুলে না পাঠানো নিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর বক্তব্য এর প্রেক্ষিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর নিখুত বুদ্ধিমান রাজনৈতিক ব্যাখ্যা

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬



আজ শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নওফেল বলেন, ‘যিনি এই মন্তব্যটা করেছেন, তিনি তাঁর ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন বা শিক্ষা, পরিচালনা বা শিক্ষা খাতে কোনো নির্বাহী দায়িত্বে নেই। যেহেতু যেকোনো নাগরিকেরই বাক্‌স্বাধীনতা আছে, তার মনের ভাবনা প্রকাশ করার অধিকার আছে। তিনিও দেশের নাগরিক হিসেবে তাঁর নিজের একটা বিশ্লেষণ দিয়েছেন। সেটা আমাদের রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি সম্মানের সঙ্গে বলব, আমরা সকলেই যারা বাক্‌স্বাধীনতার চর্চা করছি, আমরা যেন এই বিষয়টা মাথায় রাখি যে সংবিধান অনুসারে আমাদের সকলের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।’উপমন্ত্রী বলেন, ‘আমরা যেন বৈষম্যমূলক মন্তব্য না করি, এটা আমি সকলের কাছে আহ্বান জানাব। যেহেতু তিনি কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের অবস্থানে নেই, তিনি তাঁর ব্যক্তিগত অভিমত দিয়েছেন। কিন্তু তিনি অভিমত দিলেই সেটা রাষ্ট্রীয় নীতিতে অন্তর্ভুক্ত বা প্রতিফলিত হবে, সেটা চিন্তা করার অবকাশ নেই। সমাজে এ রকম অনেকেই অনেক ধরনের অভিমত দেন।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে নওফেল বলেন, ‘সমালোচনাটা তো আমরা নিজেরাই এনেছিলাম যে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বা বিভাজন সৃষ্টি করা, কোমলমতিদের মানসিকতায় যদি আমরা এটা দিয়ে দিই, তাহলে দীর্ঘ মেয়াদে গিয়ে সমাজের স্থিতিশীলতা নষ্ট হবে। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে।’শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করতে আমাদের বাধ্য করেছে। আমরা অবশ্যই ইসলামের অনুশাসন মেনে চলব, সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের অনুশাসন মেনে চলবেন। অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ কারিকুলাম অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি ধর্মীয় শিক্ষার মানোন্নয়নও খুবই প্রয়োজন। এতে সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি হবে না। পড়াশোনা যদি সাম্প্রদায়িকীকরণ করা হয়, তাহলে অদূর ভবিষ্যৎ নয়, নিকট ভবিষ্যতেও আমাদের জন্য বিপজ্জনক হয়ে পড়বে।’
গত শুক্রবার আহমদ শফী মেয়েদের স্কুল–কলেজে না পাঠানোর জন্য ওয়াদা দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪

পরবাসে বলেছেন: শিক্ষিত মানুষের শিক্ষিত মন্তব্য

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

দেবদাস বাবু বলেছেন: ঠিক বলেছেন শিক্ষিত মানুষ ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না ।
আমার কাছে বক্তব্যটি অনেক ভালো লেগেছে, মনে হচ্ছে যোগ্য শিক্ষা উপমন্ত্রী।

২| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর বক্তব্য। গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক মানুষের মতো মন্তব্য।

তবুও প্রশ্ন জাগছে, বিরোধী জোটের- মতের সমর্থক কোনো হুজুর যদি এমন কিছু বলতেন তাহলে কি তিনি এমনভাবে সুন্দর, যথাযথ, গঠনমূলক, গণতান্ত্রিক মন্তব্য করতেন?

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

দেবদাস বাবু বলেছেন: ধন্যবাদ জুনায়েদ বি রাহমান ভাই আপনি সুন্দর কথা বলেছেন, তবে আমার মনে হয় রাজনীতিতে শিক্ষিত জ্ঞানী লোকদের প্রাধান্য দেওয়া উচিত, যাইহোক বিএনপির মির্জা ফকরুলের বক্তব্যও কিন্তু গঠনমূলক লাগে সুতরাং এই ধরনের লোকগুলোই রাজনীতিতে থাকা উচিত বলে মনে করি।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪

বাংলার মেলা বলেছেন: এরকম শিক্ষিত, মার্জিত বক্তব্য আমরা তেঁতুল তত্ত্ব আবিষ্কারের সময় পাইনি কেন?

পাইনি, কারণ তখন শফি হুজুর ছিল ক্ষমতাসীনদের প্রতিপক্ষ। শফি হুজুর যদি এখনও ঐ পক্ষে থাকতেন, তাহলে এরি মধ্যে পচাতে পচাতে তাকে গান্ধা করে ফেলা হত।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭

দেবদাস বাবু বলেছেন: এইরকম কুরুচিপূর্ণ অমার্জিত, সুবিধাবাদি হুজুরের হাত থেকে জাতিকে বাঁচাতে হবে
তিনি আসলেই তেতুল হুজুর বলা যেতে পারে।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: সহমত। ভদ্র, রুচিশীল মানুষ রাজনীতিতে আসলে দেশ বদলাতে বাধ্য।
বর্তমান যারা আছেন, তাদের বেশিরভাগই অন্যদের অসম্মান করে কথা বলেন। মানুষদের মানুষ মনে করেন না।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯

দেবদাস বাবু বলেছেন: আপনার সঙ্গে আমিও একমত ভালোকে ভালো বলতে হবে আর খারাপকে অবশ্যই খারাপ বলতে হবে তা নাহলে যে, আমরা নিজের কাছেই হেরে যাবো।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: শফি নিপাত যাক।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬

দেবদাস বাবু বলেছেন: নিপাত যাক না ভাই তবে তার শুভ বুদ্ধির উদয় হোক
ধন্যবাদ রাজীব নুর ভাই মন্তব্য করার জন্য।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মনে হয় মেয়েদের আনলাইন স্কুলে পাঠাতে চাচ্ছে.. B-)
++

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

দেবদাস বাবু বলেছেন: মাহমুদুল হাসান (সুমন) ভাই আসলে তারা দেশকে নিয়ে ভাবে না তারা শুধু সাম্প্রদায়িক চিন্তাভাবনা নিয়ে ব্যাস্ত
আপনার কথায় হাসি পেলাম
মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

বাকপ্রবাস বলেছেন: জাতি বিনোদিত হচ্ছে। ফেইসবুক গরম হচ্ছে। এসব হতে থাকলে আওয়ামিলীগ এর সুবিধাই, সবাই ব্যাস্ত থাকলে তেতুল নিয়ে।

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

দেবদাস বাবু বলেছেন: বাকপ্রবাস ভাই আপনি যথার্থই বলেছেন আমির আল্লামা শাহ আহমদ শফীর ব্ক্তব্যর প্রেক্ষিতে তার দল (হেফাজত ইসলামি) এর লোকজনও হাসি তামাশা করেছে, সুতরাং ইহা বিনোদনই বটে।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মন্ত্রী মহোদয় ইনিয়ে বিনিয়ে শফি হুজুরকে সুরক্ষা দেওয়ার যতই চেষ্টা করুন, শফি হুজুর যে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামী কট্টর পন্থাকে উৎসাহিত করার চেষ্টা করছেন তাতে কোন সন্দেহ নাই।

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

দেবদাস বাবু বলেছেন: তিনি সাম্প্রদায়িক মন্তব্য দিয়েছেন যেটি কিনা জাতির জন্য ভয়ানক বার্তা।
তবে মন্ত্রীর বক্তব্যটি অন্যদের তুলনায় ভাষাগত শ্রুতিমধুর ।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, মিষ্টি করে দুষ্ট কথা।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৮

হাবিব বলেছেন: শফি সাহেব আর এরশাদ চাচার মাঝে তফাৎ কি??

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪২

দেবদাস বাবু বলেছেন: ঠিক বলেছেন হাবিব স্যার একদম এক

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: জুনায়েদ বি রহমান আর বাংলার মেলার কমেন্টে প্লাস দাগাইলাম। ধন্যবাদ আপনাদের।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬

দেবদাস বাবু বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শফি সাহেব আর এরশাদ চাচার মাঝে তফাৎ কি??
.............................................................................
দুজনের বুদ্ধি হ্রাস,

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৩

দেবদাস বাবু বলেছেন: দুজনই সুবিধাবাদ

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩

নজসু বলেছেন:



শফি হুজুর মাঝে মাঝে কি যে বলেন আল্লাহ মালুম।

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯

প্রশ্নবোধক (?) বলেছেন: এই তেতুল হুজুরদের জননী কে????

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



সরকারের উচিৎ ছিল; উনার বক্তব্যের তীব্র প্রতিবাদ করা এবং ভবিষ্যতে যাতে এমন কথা কোন সভা সমাবেশে দিতে না পারেন সেজন্য সতর্ক করা। এতে অন্য বকধার্মিক বক্তারাও সতর্ক হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.