নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবোল তাবোল

আমি

মোরশেদ পারভেজ

চাকর এক বহূজাতিকের। শখ লেখার; অক্ষমতায় নিবিষ্ঠ পাঠক।

মোরশেদ পারভেজ › বিস্তারিত পোস্টঃ

এইম ইন লাইফ।

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

আমার পাঁচ বছরের ছেলেটা বড় হয়ে অনেক কিসু হতে চায়, কী হবে জানিনা, কোনো কিছু হবার জন্য ওর উপর কোনো চাপ প্রোয়োগ ও করিনা।

যখন আকাশ ভেদ করে পখিদের আতংকিত করে প্লেন উড়ে যায়,সে পাইলট হতে চায়। আমরাও চাইতাম পাখি কিংবা পাইলট হতে, আকাশ ছোঁয়ার স্বপ্ন মনে হয় মানুষের সহজাত।

খেলনা নষ্ট হয়ে গেলে বা করে ফেললে, হতে চায় ইন্জিনিয়ার, যাতে সব কিছু মেরামত করতে পারে।

ডালের ভিতর লবণ, পানি, লেবু মিশিয়ে একদিন সে বানিয়ে ফেলল লেনটিন সূপ। হতে চায় কুক।

জাহাজের ক্যাপ্টেন, আয়রন ম্যান,..... ইতং বিতং আরো কত হতে চায় সে বড় হয়ে।



গত রোজার ঈদের পরের কথা। অফিসে যাবার জন্য রেডী হচ্ছি, ভাত খেতে বসেছি। পাশের চেয়ারে আমার ছেলে দুলতে দুলতে জিগ্গেস করে 'বাবা তুমি কি হইছ?'

প্রশ্নটা হটাৎ করে বুঝতে পারিনা। বলি ' তোমার কথা বুঝতে পারি নাই, আবার বল।'



'আমিতো বড় হয়ে একটা কিছু হব, পাইলট হই আর কুক হই। তুমিতো বর হইছ, তুমি কি হইছ?'

এতক্ষণে প্রশ্নটা পরিষ্কার হ্য়, আর গলার ভিতর ভাত আটকে যায়। প্রশ্নটার গভীরতা, এর পিছনে তার চিন্তার প্রবাহ, আমার আত্মোপলব্ধি- কী হতে চেয়ে কী হয়েছি, সবকিছু একসাথে দলা পাকিয়ে যায়। আমতা আমতা করে বলি, 'আমি বেসরকারি কেরানী হইছি।'

আমার উত্তরটা মনে হ্য় তার মা'র বেশী পছন্দ হয় নাই। সে আবার ব্যাখ্যা করে।' বাবা, বড় হয়ে কেউ ডাক্তার হয়, কেউ ইন্জিনিয়ার হয়, কেউ কেউ চাকুরিজীবি হয়। তোমার বাবা হইছে চাকুরিজীবি।'



"ধ্যুত ! বাবা কিছুই হয় নাই, বাবা শুধু বড়ই হইছে।" আমার পুত্রের নির্লিপ্ত উত্তর।



( সেই থেকে চিন্তায় আছি, আসলেই আমি কি হইছি? জন্ম কি এইটা বৃথা যাবে??)







মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

বেকার সব ০০৭ বলেছেন: ধ্যুত ! বাবা কিছুই হয় নাই, বাবা শুধু বড়ই হইছে।
আপনার ছেলের প্রতিভা আছে। দোয়া করি তার জন্য যাতে বড় কিছু হতে পারে

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

মোরশেদ পারভেজ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য, দোয়ার জন্য ও।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

অদৃশ্য বলেছেন:





ছোটবেলা থেকেই আমার খুব ভবঘুরে টাইপের হবার ইচ্ছা ছিলো... হতে পারিনি এখনো... তবে চেষ্টাতে আছি...

এখন অর্থের উপর অনেক কিছু হওয়া না হওয়াটা নির্ভরশীল হয়ে পড়েছে... আরো কয়েক বছর দ্যাখেন ছেলেটার ইচ্ছা ক্যামন হয়... সেভাবেই ভাববেন...

আপনার মতো আমিও মাঝে মাঝেই ভাবি... জীবনটা কি বৃথাই থেকে যাবে?!!?

শুভকামনা...

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

মোরশেদ পারভেজ বলেছেন: 'ভবঘুরে' হতে চেয়েছিলাম আমিও। হ্য়ত 'হিমু' বা 'নিলু' প্রভাব। সুনিল প্রিয় লেখক, হুমায়ুন জনপ্রিয়। আমাদের বেড়ে ওঠায় সময়টায় সেবা'র সাথে তারাও ছিলেন নির্ঘুম রাতের সাথী।

ছেলেটার বর্তমান ঝোঁক ছবি আঁকার দিকে, ছেলের মায়ের ও উৎসাহ আছে। দেখি সামনের বছর শিক্ষক দিতে পারি কি না?"এখন অর্থের উপর অনেক কিছু হওয়া না হওয়াটা নির্ভরশীল হয়ে পড়েছে..."

খামার করব ভাবছি, পরের গোলামি বাদ দিয়ে। ছেলে যেন বলতে পারে..My father is a FARMAR.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.